নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

ছিল শুধু ঢেউ.......।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২০




কেউ রাখেনি মনের খবর
মনে দারুন কষ্ট,
হিংসা ক্রোধের দাবানলে
বনপুড়া মন নষ্ট।

ছোট ছিলাম সুখে ছিলাম
বুঝতো না মন স্পষ্ট,
বোধের বিবেক সূর্যোদয়ে
মন বুঝেছে কষ্ট।

হোঁচট খেয়ে মন শিখেছে
পড়ে পড়ে হাঁটা,
সুবাশ পেতে সইছে মনে
ফুলের সাথে কাঁটা।

ঘরপুড়া মন মেঘের সিঁদুর
গঙ্গা ফড়িং- বৈশাখে,
বৈরাগী মন বৃষ্টি শেষে
রঙধনু সাত রঙমাখে।

মনের দখল কাড়াকাড়ি
ঝগড়া বিবাদ দুরত্ব,
মন হারালে বুঝতে পারি
মনের মায়া- গুরুত্ব।

মন ছুঁটেছে মনের টানে
চলছে লোকাল- মেল,
অচীনপুরের পথিক মনে
আজব মীরাক্কেল।

কে রাখে কার মনের খবর
কার মনে কি কষ্ট,
নিজের মনে মগ্ন সবাই
একলা একা- তুষ্ট।

এখন মনে জিকির করি
আলু পেঁয়াজ চাল,
মন জেনেছে জীবন মানে
কষ্টে বাঁচার- কাল।

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানবেন সুহৃদ প্রিয় ঠ্যঠা মফিজ, কৃতজ্ঞ শুভকামনা।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:
অতি উত্তম কাব্য!

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪

কিরমানী লিটন বলেছেন: ও আমার আঁধার রাতে, একফালি চাঁদ- জোছনা ছায়া
ও আমার ধানসিড়ি নদ, মনের অতল স্নিগ্ধ মায়া...

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো ভাইয়া।

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

কিরমানী লিটন বলেছেন: ভালো থাকবেন, অনেক ভালোবাসায়, নিরন্তর শুভেচ্ছা।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

জনৈক অচম ভুত বলেছেন: শেষ অবধি মনের বোধোদয় হয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

কিরমানী লিটন বলেছেন: মন ছেড়েছে মনের মায়া
ধনের আপনজন
মন আমার বলগা হরীণ
পালায় দূরের বন।

ভালোবাসা- অনেক শুভকামনায়।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় জীবন!

খূঁজতে খূঁজতে অবশেষে
এই মিলল বেলা শেষে!

বুঝলো না কেউ মনের খবর
প্রয়োজনেই সকল ফিকির! ;)

তাই বলে সব সাধূ স্বজন
থাকতে সময় কর সাধান :)

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

কিরমানী লিটন বলেছেন: লাগলে গায়ে ঝড়ের বাতাস
মেঘ জড়িয়ে ধরি
মেঘের কোলে লুকিয়ে থেকে
বৃষ্টি হয়ে ঝরি
আমি এক লাটাই ছাড়া ঘুড়ি

ভালোবাসায় শুভেচ্ছা রইলো- অনেক।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

মোস্তফা সোহেল বলেছেন: আজাকাল সত্যি কেউ কারও মনের খবর রাখে না।
সবাই নিজেকে নিয়েই মহা ব্যস্ত।
কবিতা খুব ভাল লেগেছে।+++

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪

কিরমানী লিটন বলেছেন: সত্যেরা চাষাবাদ- অনাবাদি রয়
মিথ্যের বসবাস- অসতের জয়,
সফলের ঠিকানা জানা নেই তাই
কোথায় দাঁড়াবো বল- কোথা পাবো ঠাঁই...

ভালোবাসা অন্ত...।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

আটলান্টিক বলেছেন: আহাহা :( :( :(
মন হচ্ছে জগতের সবচেয়ে জটিল বস্তু।ইহা বাজারে কিনতে পাওয়া যায়।
চমৎকার কবিতা লিখেছেন।

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

কিরমানী লিটন বলেছেন: তৃষ্ণায় দাবানল
প্রয়োজন বেশী আজ বৃষ্টির,
বিবেকের আঙিনায়
বিচ্ছেদী গান গায়
তোমাদের ছায়া তাতে পুষ্টির।

অনন্ত ভালোবাসা।।।।।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

এডওয়ার্ড মায়া বলেছেন: ছন্দময় কবিতা।
ভাল লাগা নিরন্তর

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

কিরমানী লিটন বলেছেন: একফালি চাঁদ মেঘের ফাঁকে
জোছনা দিবে উঁকি,
সে আশাতে আকাশ পানে
অধির হয়ে ডাকি...

নান্দনিক ভালোবাসা জানবেন।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা প্রিয় সুমন দা, শুভকামনা সব সময়ের জন্য।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০১

নূর-ই-হাফসা বলেছেন: দারুন লাগলো । বেশ ভালো লিখেছেন ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর স্নিগ্ধ শুভকামনা। আপনার মতামত পেয়ে মন ভরে গেলো কানায় কানায়ৃ

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ বড় স্বার্থপর!
কে কার রাখে খবর?

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন প্রিয় সাধু দা, ভালোবাসা জানবেন

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

নাসরীন খান বলেছেন: ভাল লাগল কবিতা।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানেন- অনেক শুভকামনায়।।।।।।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

জাহিদ অনিক বলেছেন:

মনে মনে জেনেছেন--- জীবন মানে কষ্টে বাঁচার কাল

ভালো দর্শন।
কবিতায় ভালোলাগা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৮

কিরমানী লিটন বলেছেন: এখন জীবন সস্তা ভীষণ
স্বপ্ন পুড়া বিহঙ্গ,
আগুন মাঝে ঝাঁপিয়ে পড়ে
যেমন মরে পতঙ্গ..।

ভালোবাসা রইলো নিরন্তর।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

করুণাধারা বলেছেন: দশম লাইক। বরাবরের মত ভাল লাগল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৪৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা জানবেন নান্দনিক শুভকামনায়​।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কয়েকজায়গায় মাত্রায় গণ্ডগোল লাগছে। ২, ৩ আর ৪ নং প্যারায়। আমি কি সঠিক?
এইসব বাইরের ব্যাপার বাদে কবিতাটা খুবই পছন্দ হইছে। নরম একটা ভাব আছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪১

কিরমানী লিটন বলেছেন: আবেগ গভীরে ডুব দিলে কখনো কখনো নিয়মের দাগে পা ছুঁয়ে যায়। তাছাড়া নিজের অসঙ্গতি নিজের নজরে আসে না। তাই নিয়মের গড়ফের দেখিয়ে দিয়ে পরিশুদ্ধ পথটা বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেয়াল জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

নিরন্তর পাশে ঢাই- এভাবেই....
ভালোবাসা জানবেন, শুভকামনা।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,




জীবন মানেই -
সকল সময়
তেল, চাল আর ডাল ।
জীবন মানেই -
খানিক সময়
ছড়া লেখার কাল ।

জীবন মানেই
থাকা শুধু ঢেউ
বুঝলোনা রে কেউ..............





০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৫৬

কিরমানী লিটন বলেছেন: জীবনটাকে ধরতে গেলেই​
পালায় জীবন হেসে,
মৃত্যুটাকে ধরে ফেলে
সবাই দিনের শেষে।

তবু অন্তহীন এ ছুটে দৌড়ে ক্লান্ত হওয়ার নামই জীবন। শুভেচ্ছা রইলো অনেক কৃতজ্ঞতা।

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: এই অসাধারণ কবিতাটি পড়ে মন ভরে গেল।
আমার শুভেচ্ছা নিন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৫৮

কিরমানী লিটন বলেছেন: মুগ কৃতজ্ঞতায়​ মন ভরে গেল কানায় কানায়। নান্দনিক ভালোবাসা আর শুভেচ্ছা রইলো।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: কবিতায় মুগ্ধতা রেখে গেলাম...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০০

কিরমানী লিটন বলেছেন: অনেক শুভকামনা আর কৃতজ্ঞতা জানবেন। ভালোবাসা নিরন্তর।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০১

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা নিরন্তর পাশে থেকে উৎসারিত করার জন্য। ভালোবাসা জানবেন।

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০৩

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর শুভেচ্ছা রইলো সুহৃদ রাজীব নুর ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.