নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

দেশ ঘুমিয়ে- বোবা.....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

বনপুড়া মন বশ মেনেছে
জোছনা পুড়ায় হাত,
ক্রোধের অনল পুড়ছে সময়
কাঁদছে ফাগুন রাত।

শীত কেটেছে খড়ার ফাঁটল
রসুন বুনার কাল,
শরৎ বাবু মিথ্যে মূলোয়
ফানুস মায়ার জাল।

ধান ফুড়ালো পান ফুড়ালো
খাজনা- ফুড়ায় না,
বুলবুলিতে বিষ গিলেছে,
বর্গিরা দেয়- হানা।

গ্রীস্মে ছিল মেঘ গুড়গুড়
রক্তবানে বর্ষে,
শকুন চিলে ঢাকলো আকাশ,
আগাম চোখে সর্ষে।

ঘুম পাড়ানী- গুম পাড়ানী
আজ ফাগুনের গানে,
বর্গিরা সব দিকে দিকে
পুড়ছে স্বদেশ- প্রাণে।

খোকা ঘুমালো, বুড়া ঘুমালো
ঘুমায় তরুণ- যুবা,
বধির বিবেক বিভোর- ঘুমে
দেশ ঘুমিয়ে- বোবা!!!

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের জাতি অন্যদের তুলনায় প্রতিদিনই পেছনে পড়ছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

কিরমানী লিটন বলেছেন: দু:খটা এই যে, কাকে বলি ইবলিশ? যে বলে ইবলিশ সে নিজেও একটা ইবলিশ....

সুন্দরের সাথেই আছি। ধন্যবাদ জানবেন। শুভকামনা রইলো।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

ওমেরা বলেছেন: খোকা ঘুমালো পাড়া জোড়াল বর্গী এল দেশে । এটার মত লাগল ।


১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩

কিরমানী লিটন বলেছেন: ওটারই ডিজিটাল সংস্করন। ধন্যবাদ সুহৃদ। শুভকামনা অনেক....

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩২

জগতারন বলেছেন:

এই কবির (কিরমানী লিটন)-এর প্রতিটি কবিতাই আমার ভালো লাগে।
কবির প্রতি অভিন্দন।

জানতে ইচ্ছাকরে কিরমানী লিটন কই কবির আসল নাম? নাকি নিবন্ধিত নাম?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭

কিরমানী লিটন বলেছেন: জ্বী ভাইয়া, গোলাম কিরমানী লিটন। বাবা আকিকা করেই রেখেছিলেন। লেজটা কেটে এখন কিরমানী লিটন।

আমার কবিতা আপনার ভালোলাগার নাগাল ছুঁয়েছে জেনে মুগ্ধ হলাম- অনেক। ভালোবাসা জানবেন। নিরন্তর শুভকামনায়.....

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫

বিনম্র বলেছেন: ছন্দ নিয়ে মন্দনা
কবি তোমার বন্দনা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

কিরমানী লিটন বলেছেন: জীবন মানে ছন্দ না
মিছেই কবি বন্দনা।

ভালোবাসা জানবেন। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় রাজীব নুর ভাইয়া। ভালোবাসা জানবেন।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

কথাকথিকেথিকথন বলেছেন:




সবাই জেগে উঠুক বসন্তের রঙে । জাতি ঘুমিয়ে যাওয়া মানে দেশ সঙ্গকীর্ণতায় ডুবে থাকা ।
কবিতার মিলনাত্বক ছন্দ ভাল লেগেছে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা- সারাক্ষন সাথে থেকে উৎসাহ দেয়ার জন্য। ভালোবাসা জানবেন।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা প্রিয় সুমন কর দাদাভাই। শুভকামনা রইলো।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.