নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

কদম-বুচি....

০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৪৩


আকাশ গুলো এখন দেখি
চোখের চেয়ে ছোট,
সূর্যকে তাই বিদায় বলি-
অন্য কোথাও উঠো।

জীবন চেয়ে হচ্ছে যারা
চাল পিঁয়াজে- খুন,
বিকল বিবেক বধির তারা
নির্মলেন্দু গুণ।

খুনী বলে বিচার হবো
বিচার বলে খুনী,
তসবি জপে আইন খুঁজে
পালিয়ে বাঁচার ধ্বনি।

জুতো ফেলে পায়ের সেলাই
করে যুগের মুচি,
পা ভেবে তাই জুতোয় চলে
সবার- কদম বুচি।

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনি দেখছি, শেখ হাসিনার পতন করেই ছাড়বেন! আমি উনার পক্ষে অনেক কিছুই লিখে থাকি, আপনার কবিতার আঘাতে সবকিছু নড়বড়ে হয়ে যাচ্ছে

০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪০

কিরমানী লিটন বলেছেন: বিবেক সব সময় সত্যের কথা বলে- সেটা হাসিনা, খালেদা, শের শাহ কিংবা ইয়াইয়াহিয়ার আমল দেখে না। আর দুর্ভাগ্যজনকভাবে জ্ঞানীরা সত্যকে বিরোধীদল বলে উপেক্ষা করে। না- ভাই কলমের কি শক্তি বন্দুককে রুখবার? কলম নিরীহ - আপনার ভাষায় ম্যাওম্যাও... তাই দাঁত আছে বলে..... ধ্বংশি কেমন করে।
শুভ সকাল- শ্রদ্ধায় ভালোবাসায়।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:২৫

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো

০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪১

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসায় - শুভ সকাল। শুভকামনা জানবেন।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুর্ভাগ্য হচ্ছে এখন যারা বর্তমান ক্ষমতাসীনদের পদলেহন করছে ভবিষ্যতে এরাই আরেকজন ক্ষমতায় গেলে তারই পা চাঁটার জন্য মরিয়া হয়ে ছুটবে | যে লাউ সেই কদু | সমাজ নষ্ট হয়ে গেলে চাটার দলের অভাব হয় না |

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬

কিরমানী লিটন বলেছেন: একদম ঠিক বলেছেন দাদা ভাই। আমাদের ইয়া কানা বদু ওয়া কানা বদু। মানে একূল ওকূল দু' কূলেই অন্ধকার......

কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা জানবেন।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৯

জুল ভার্ন বলেছেন: চমৎকার! লাইক।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

কিরমানী লিটন বলেছেন: শুভকামনা প্রিয় স্বজন, শ্রদ্ধায়- ভালোবাসায়......

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৫

আখ্যাত বলেছেন:
গুড মরনিং

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ সকালের শুভেচ্ছা - শুভ সকাল.....

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৭

ST COVER SONG বলেছেন: মজা তো।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন.....

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২০

রুমী ইয়াসমীন বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়া।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

কিরমানী লিটন বলেছেন: প্রাণীত হলাম আপু। প্রীতি ও শুভেচ্ছা জানবেন।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।
আহ আমি যদি ছড়া লিখতে পারতাম!

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪২

কিরমানী লিটন বলেছেন: আপনার ছড়া না লিখার আক্ষেপ পুড়ে বিশুদ্ধ ছড়ার জন্ম হোক। ভালোবাসা জানবেন প্রিয় রাজীব নুর ভাই....

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: লাল স্যালুট কবি দা

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ সকালের সজীব শুভেচ্ছায় ভালোবাসা জানবেন। শুভকামনা প্রিয় আলমগীর সরকার লিটন- মিতা আমার.....

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধৈর্য ধরো ওহে বৎস
একটুতে কেন উতলা
কদমবুচির বরকতে
উঠে যাবে দশ তলা।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

কিরমানী লিটন বলেছেন: দুটি- কাপলেটঃ

ঠাট্টা
দুনিয়া হাসে, এমন হাসি, আমার গায়ে সয় না,
জুতা দেখিয়ে বললাম তারে, না হাসলে হয় না!
.
নিয়তি
লেখা আছে হাতের রেখায়
জাহাজ ডুববে অহমিকায়।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: পোষ্টের সাথে ছবি বড় মারাত্মক।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

কিরমানী লিটন বলেছেন: আমাদের বন্ধকি বিবেকের চিত্র এটি। বেদনাদায়ক বাস্তবতা। ফুলেল শুভেচ্ছা জানবেন

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: যুগের মুচি' রা কদম বুচি তে এতটাই ব্যস্ত যে বিবেকের ডাক শোনার সময় কই?
ছড়া ভালো হয়েছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

কিরমানী লিটন বলেছেন: স্বপ্ন ভেঙে গেলেও যারা জেগে ওঠে না, তারা মৃত। আমাদের বিবেক মরে গেছে আপু - তাই স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পরও আমরা ঘুমিয়ে থাকি। এই মৃত বিবেককে জাগিয়ে তুলতে- আমাদের ভবিষ্যত আমাদেরই গড়ার অপেক্ষায়......

অনেক শুভকামনা রইলো সুপ্রিয় মনিরা সুলতানা আপু।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

ফয়সাল রকি বলেছেন: ভালোই বলেছেন!

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৬

কিরমানী লিটন বলেছেন: অনে ধন্যবাদ প্রিয় ফয়সাল রকি ভাই। আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম....

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ছড়া ভালো হইছে ।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

কিরমানী লিটন বলেছেন: আন্তরিক মতামতের জন্য অনেক ধন্যবাদ জানবেন সুহৃদ প্রিয় ভাই - একজন অশিক্ষিত মানুষ। শুভকামনা রইলো।

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: মিছিরির ছুরি। বেশ ভালো লাগলো আপনার ছড়াটা।

শুভকামনা প্রিয় কিরমানী ভাইকে।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫১

কিরমানী লিটন বলেছেন: নিজের চিৎকার নিজে গিলে ফেলার নাম হচ্ছে সহনশীলতা। আমরা এমনই শহনশীল জাতি যে, নিজেদের চিৎকার নিজেরাই গিলে খাই।
আন্তরিক ভালোবাসা জানবেন প্রিয় পদাতিক চৌধুরী ভাই। শুভরাত্রি.....

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন:
যুগোপযোগী লেখা ভাই, বিবেকবানকে নাড়া দেয়!
অনেক শুভকামনা আপনার জন্য!

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১০

কিরমানী লিটন বলেছেন: আমাদের ফরমায়েশি বিবেক- সুযোগের কাছে বন্ধক দেয়া। তাই সাদাকে সাদা বলার সাহস হারিয়েছি আমরা। তবু- কেউ কেউ, সত্য যে কঠিন- সে কঠিনেরে ভালোবাসে।

একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানবেন সুপ্রিয় বিথী আপু, কেমন আছেন আপ? শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.