নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাস চিরবিস্ময়

কারুিণক

সাহিত্য আমার সাধনা

কারুিণক › বিস্তারিত পোস্টঃ

যাতাকলে

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

যাতাকলে

কিশোর কারুণিক



মহা শব্দের বিস্ফোরনে

দিকব্দিক হলো শব্দরা

শব্দের মাঝে আরেক শব্দ]



নীলিমার প্রান্তরে সবুজ বননে

দোলা খেয়ে গেল মনে মনে

ছুটে এলো প্রেম, দখল নিলো ভাললাগা ।



কলঙ্কিত হলো সুসময় চাঁদবদন

রবি হাসে মাঝে কিছুক্ষণ নিরুদ্দেশ,

মেঘগুলো খেলা করে ধরনীর জাদুতে

উন্মুখ তৃষ্ণার্তরা উন্মুখ ছন্দ কায়মন

রাতের নীরবতায় ঠিকানা খোঁজে কাশঁবন;

শোঁ শোঁ সমীরণে খোলে বাতায়ন

খূঁজি আমি তোমাকে

যার ভালবাসায় নিজেকে করেছি শাসন।



যা পাওয়া যাবে না

তা কেন হারানোর ভয়?

হিমেল রিমঝিমে শরতের কুয়াশা মাখা খামে

এখনো ঝরে পড়ে বিন্দু ঘাম বিন্দু শিশির

সুখের সময় কষ্ট মনে

দুঃখের সময় পাওয়ার ইচ্ছা হয় তোমাকে,

স্বপ্নমাখা প্রত্যাশার আস্ফারনে

বারে বারে তোমাকে চাই

আমার জীবন মরন যাতাকলে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.