নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কানিজ রিনা

কানিজ রিনা › বিস্তারিত পোস্টঃ

আমার বাবা এমন অন্যায় করবেনা আমার বিশ্বাস।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

অথচ বাবা কাজের চাকরানীকে বিয়ে করল। মেয়ে স্কলার
নিয়ে দেশের বাইরে লেখাপড়া করে। অবিবাহীত মেয়ে।
মেয়ের বিয়ের তোয়াক্কা নেই। বাষট্টি বছরের বুড়া সাতাস
বছরের একটি বিবাহীত চাকরানীকে বিয়ে করে বসল
চাকরানীর একটা ছয় সাত বছরের মেয়ে আছে। স্বামীও
পথে পথে কেঁদে বেড়াচ্ছে।
এটা একটা সত্য ঘটনা। ছেলেটা সদ্য বিয়ে করেছে
বুড়ার একটুও লজ্জা করলনা ছেলেটা কেবল বিয়ে
করেছে। নাকি ছেলের সাথে পাল্লা দিয়ে কাজের বেটির
মেয়ে সহ বিয়ে করল।
কতটা নির্লজ্জ বেহায়া হলে মানুষ এত নীচু স্তরে নামতে
পারে।

মন্তব্য ৭৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১

পবন সরকার বলেছেন: এটা কি আপনার জীবন কাহিনী?

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমি বুঝলাম না আপনার কথা,বিয়েতে লজ্জার কি আছে?? মেয়েটি তো সঙ্গানে বিয়ে করেছে।যদি লোকটির বর্তমান বউ বেচে থাকেন তাহলে লজ্জার ব্যপার।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক রকমের মানুষ আছে সমাজে। সবার মানসিকতা এক রকম নয়...

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

হাসান মাহবুব বলেছেন: এক জনমদাসী ব্লগান্তরে লক্ষ জনমদাসী ব্লগে ব্লগে।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ঘটনার পিছনের ঘটনা কি?

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

কানিজ রিনা বলেছেন: অনেক ধন্যবাদ সবার মন্তব্যে।
মাহাবুব হোসেন এই ব্লগে বা ফেচবুকে তার অনেক
আধিপত্ব্য। সে আমার প্রাক্তন স্বামী। তার দুইটা ছেলে
মেয়ে। অত্যান্ত সুশিক্ষিত মেয়েটা স্কলার নিয়ে বাইরে
লেখাপড়া করে। ছেলেটা সদ্য বিয়ে করেছ। মেয়েটার
বিয়ের তোয়াক্কা না করে নিজেই এক কাজের চাকরানী
বিয়ে করেছে। ছেলে মেয়েরা আমার কাছেই থাকে।
ছেলেটা চাকুরী করে সংশার চালায়।
মেয়েটার আত্ব্যবিশ্বাস ছিল আমার বাবা এত বড় অন্যায়
করতে পারেনা। মেয়েটা বলত আম্মু দেখো তোমার
উপর যতই অন্যায় করুক, অন্তত আমার বাবা আমাকে
অপমান করবেনা।
সে আমাকে অসংখ্য মিথ্যা দোশ দেয়।
তার চরিত্রকে চরিতার্থ করার জন্য। আমি ও ছেলে
মেয়ে তার দ্বারা নির্যাতিত নিস্পেশীত।
আমি তার মুখোশ খুলতে চাই।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

মার্কো পোলো বলেছেন: খুবই দুঃখজনক। মানুষের হরেক রকমের অধঃপতন দেখছি।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২

অদৃশ্য বলেছেন:


মন্তব্যগুলোতে খুবই মজা পেলাম...

শুভকামনা...

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮

এডওয়ার্ড মায়া বলেছেন: থোকা থোকা !!!

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

মনসুর আলী বলেছেন: কাজটা উনি ঠিক করেননি ।বিয়ে সবকিছুনা।সন্‌তান সবকিছু

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন কান্ডজ্ঞানহীন মানুষের সংখ্যা সংসারে কম না ।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: বুঝলাম না!

এটা কি কোন সত্য ঘটনা।
সুযোগ থাকলে একটু ব্যখ্যা দিয়েন।

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৪

সুমন কর বলেছেন: দুঃখজনক।

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩২

বাকরখানি বলেছেন: সারচে।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৩

আজিজুলবিডি বলেছেন: যদি তার প্রয়োজন হয় আর সে যদি সামর্থবান থাকে তাহলে সমস্যা কোথায়। হ্যাঁ যদি মেয়েটার একটি ব্যবস্থার পরে করত তাহলে ভাল হত।
জীবনে আমরা এক একজন এক এক ভাবে সুখী হতে চাই। এই সুখের জন্য আমরা এক এক পন্থা অবলম্বন করি। কেউ নেশা করে, কেউ অন্যায় কাজ করে, কেউ বিয়ের বাইরে অনেক সম্পর্ক করে। তার চাইতে মনে হয় বিয়ে করে, বৈধভাবে করা কি ভাল নয়?

১৬| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩৯

শেখ মিজান বলেছেন: এরা বঙ্গিয় সমাজে বাস করে না..। অন্যগ্রেহের জীব বিশেষ

১৭| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫২

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: এই নির্বোধ যতটুকু মনে করি, পাবলিকে প্রকাশ করে কিছুই হবে না, কারন তার সেই সামান্য চক্ষুলজ্জা টুকুও নেই।
সে অপমানিত হবে না, যেমন সানি লিওনের নতুন ভিডিও বের হলে তিনি আরও বিখ্যাত হন, ঠিক তেমনি হবে।

আপনি যদি শাস্তি চান, প্রসাশন এর নিকট যান, আর যদি প্রসাশনে বিশ্বাস না থাকে, থাওলে উপর ওয়ালার কাছে যান।
তিনি নিশ্চিত দোষ-গুন বিবেচনা করে একটা বিহীত করবেন।

পৃথিবীর মানুষ সব চা খোর। স্বাদ নেয় আর মন্তব্য করে, চা টা সেই হয়েছে, কড়া হয়েছে, চিনি কম হয়েছে।
হায়রে মানুষ!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৮| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যাক্তিগত বিষয় পাব্লিকপ্লেসে না আনাই ভাল ।
অনেক নেগেটিভ মন্তব্য আসে। হিতে বিপরিত হয়।

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাজটা তিনি মোটেও ভালো করেননি।

২০| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


যেভাবে লিখেছেন, বুঝা যাচ্ছে যে, লোকটি একা, ছেলেমেয়ের উপর উনার কন্ট্রোল হয়তো নেই; এই বয়সে একজন মানুষের পক্ষে একা থাকা ঠিক নয়; চাকরাণীর পরিবার কেন ভাংলো সেটা আপনার লেখা থেকে বুঝা যায়নি; তবে, গরীব মানুষেরা সঠিক পদক্ষেপ নেয়ার সুযোগ কম পায়।

২১| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

কানিজ রিনা বলেছেন: চাঁদ গাজী,লিখতে চেয়েও লিখিনা একেত
ছেলে মেয়ে বাবা কারনে মুখ আড়াল করে
থাকে, সত্য ঘটনা বাচ্চাদের মুখ আরও
আড়াল হোক তামি চাইনা, সে নিজেকে
হুমায়ুন আহম্মদ ভাবে। অথচ আজও পর্যন্ত
তার কোনও বই পাবলিশিট হয়েছে কিনা
জানিনা। তবে তার বিকৃত অভিরুচী ছেলে
মেয়ে সাক্ষী। লোকটা আসলে মাতাল বহুগামী।

২২| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

কানিজ রিনা বলেছেন: লোকটার সাধীনতায় কখনও কখনও হস্তক্ষেপ
করেছি, নেমে এসেছে চরম নিশ্পেশন।
বাচ্চারা সহ,বাচ্চারা বড় হতে হতেই প্রতিবাত
শুরু করল। তারপর তার আলাদা থাকা।
মেয়েটা বাবা অন্তরজান। যাকে বিয়ে করেছে
মেয়ের সমবয়সী, চাকরানীটার স্বামী ছিল
একটি মেয়ে। ওর স্বামী এখন পথে পথে
কেদেঁ বেড়ায়। আর আমার মেয়েটা বন্চিত।

২৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

প্রামানিক বলেছেন: শেষের কথায় কিছুটা পরিষ্কার হলাম। দুঃখের কথাই বটে।

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুবই খারাপ সংবাদ।

২৫| ২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

কানিজ রিনা বলেছেন: মেয়েটা মানুষীক বিপর্যয় কাটিয়ে উঠতে
পারবে কি, সব সময় তাই নিয়ে চিন্তায় থাকি
বিয়েটা দিতে পারলে হয়ত কিছুটা হইলেও
বিপর্যয় কাটিয়ে উঠত। কিন্তু কিছুতেই আর
বিয়েতে রাজী করাতে পারছি না।
আপনারা দোয়া করবেন। ধন্যবাদ।

২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২০

HannanMag বলেছেন: এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার।

২৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: যৌনতা, যৌন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য বিষয়ে লেখাপড়া করা দরকার।

২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

কানিজ রিনা বলেছেন: বাষট্টি বছরের বুড়া, সময়ের কুত্তার মত
রাস্তার লেলুচে ফেদীর নিয়ে কামঁড়া কামঁড়ি
করে জয়ী হয়। তার যৌন শিক্ষার দরকার
কতটুকু। যার দেহের চাহিদা নির্লজ্জ কুত্তাও
হাড় মেনেছে। এক নিকৃষ্ট নির্লজ্জ নিজেকে
জয়ী ভাবে।

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

ফরিদ আহমাদ বলেছেন: পুঁজিবাদ দায়ী এসব নির্লজ্জ্ব ঘটনার জন্য। সক্ষমতা জাগায় ভোগবাদ।

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২

খায়রুল আহসান বলেছেন: ব্যাপারটা নিতান্তই দুঃখজনক।

৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩০

ভাবুক কবি বলেছেন: কতটা নির্লজ্জ জানা নেই, শুধু এতটুকু বলতে পারি এদের কোন স্তর নেই।

৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪

blackant বলেছেন: https://m.facebook.com/md.pialuddin

৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:



আপনার উত্তর থেকে বুঝা গেলো, উনার মানসিক সমস্যা আছে।

৩৪| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


সামর্থের মাঝে ছেলেমেয়েদের পড়ালেখা চালিয়ে, নিজকে গুছিয়ে নেন; আমাদের সমাজের অনেক পুরুষ নিজ দায়িত্বকে অবহেলা করার সুযোগ নিচ্ছে; তবে, ফলাফল ভালো হবে না; যেমন, যাকে উনি বিয়ে করেছেন, সেই মেয়ে চলে যাবে একদিন।

৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

উদাস কিশোর বলেছেন: চাঁদগাজী বলেছেন: আপনার উত্তর থেকে বুঝা গেলো, উনার মানসিক সমস্যা আছে।

৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

ANIKAT KAMAL বলেছেন: কখ‌নো কখ‌নো মানু‌ষের জীবন অ‌বিশ্বাস্য ঘটনার প্লাটফ‌র্মে দাঁড়া‌তে হয়।

৩৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৮

সাকিব ইফতেখার বলেছেন: তাহলে হুমায়ুন আহমেদের দিকেও আঙ্গুল তোলা যায়?

আর এখানে তো পাক্কা ডিসক্রিমিনেশন!
মেয়ে কাজের বুয়া তাই বুড়ো নির্লজ্জ্ব!

সমালোচনা ভালো তবে তা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে নয়।

ধন্যবাদ।

৩৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০

টুনটুনি০৪ বলেছেন: দুঃখ জনক । কাজটা মোটেও ঠিক কাজ না।

৩৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫

মাঝিবাড়ি বলেছেন: বিয়ে করা অন্যায় কিছু না, যদি উনি একা থাকেন! নিঃসঙ্গতা কাটাতে করতে পারেন! তবে কাজের মেয়েকে কেন?? এটা লুচ্চামি!!

৪০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আপনার বাবার এক জন সঙ্গী লাগবে । আপনি আপনার বাবার মানসিক দিক চিন্তা করেন নাই । আর আপনি যা লিখেছেন তাতে আপনি আপনার বাবার মতো ভুল করছেন । প্রতিটা মানুষ কোন না কাজ করে বাচে । এমন কি আপনাকেও কাজ করে বাচতে হবে । চাকরানিকে বিয়ে করে আপনার বাবা এক মহত পরিচয় দিয়েছে । আপনি টা দিতে পারেন নাই । আপনি কোন রাজ কন্যা না। আপনি আগে এক জন মানসিক ডাক্তার দেখান । আপনার পিতা আপনাকে লিখা পড়া , ভ্রন পোষণ এমন কি জন্ম দিয়েছে । আপনার ভাই বিয়ে করেছে আপনার বাবা ও করেছে ইসলাম ও সামজিক ভাবে কোন ভুল করে নাই । আপনি ভুল করেছেন । আজ আপনি যা করছেন হয়ত আপনার নিজ স্বার্থে লেগেছে । আপনার বাবা কে আমি সালাম জানাই যে তিনি বিয়ে করেছে পতিতা ল্যে যায় নাই ।।

৪১| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৪

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: মনের উপর জোর নেই্।

৪২| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৩:৫৮

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: লেখকের জবাবের অপেক্ষায় রইলাম।

৪৩| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৫

নতুন নকিব বলেছেন:



#সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আপনার বাবার এক জন সঙ্গী লাগবে । আপনি আপনার বাবার মানসিক দিক চিন্তা করেন নাই । আর আপনি যা লিখেছেন তাতে আপনি আপনার বাবার মতো ভুল করছেন । প্রতিটা মানুষ কোন না কাজ করে বাচে । এমন কি আপনাকেও কাজ করে বাচতে হবে । চাকরানিকে বিয়ে করে আপনার বাবা এক মহত পরিচয় দিয়েছে । আপনি টা দিতে পারেন নাই । আপনি কোন রাজ কন্যা না। আপনি আগে এক জন মানসিক ডাক্তার দেখান । আপনার পিতা আপনাকে লিখা পড়া , ভ্রন পোষণ এমন কি জন্ম দিয়েছে । আপনার ভাই বিয়ে করেছে আপনার বাবা ও করেছে ইসলাম ও সামজিক ভাবে কোন ভুল করে নাই । আপনি ভুল করেছেন । আজ আপনি যা করছেন হয়ত আপনার নিজ স্বার্থে লেগেছে । আপনার বাবা কে আমি সালাম জানাই যে তিনি বিয়ে করেছে পতিতা ল্যে যায় নাই ।।#

-গুড। ভেরি গুড।

পজিটিভ ভাবনায় অভিনন্দন সেলিনা জাহান প্রিয়াকে।

তবে, আমার মনে হয়, কানিজ রিনা যে কারনেই হোক, অনেক বেশি শকড এবং আপসেট। তার মানসিক স্থিরতার ঘাটতি রয়েছে। বিশেষ করে ব্যক্তিগত পারিবারিক একান্ত বিষয়াদি ব্লগে পাবলিক প্লেসে দিয়ে তিনি নিজের এবং সন্তানের মানসিক বিপর্যয় আরও তরান্বিত করছেন মনে হয়। আমরা দোআ করি তার জন্য। তিনি সুস্থ হোন। আল্লাহ পাক সঠিকভাবে তাকে সব দিক সামলে ওঠার তাওফিক দান করুন। স্বামী, সন্তান সকলের দিক বিবেচনা করার মত মহত মন ও হৃদয় দান করুন।

সকলের মঙ্গল কামনা করছি।

৪৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৫

কানিজ রিনা বলেছেন: সেলিনা জাহান প্রিয়া আপনার মন্তব্যে হাসি
পেল। তবু দুঃখ নিয়েই বলছি আপনি হয়ত
কিছুই জানেন না। ছেলে মেয়ে যখন বাবার
বিরুদ্ধে যায় তখন আপনাকে প্রশ্ন রাখব
কেন কিকারনে। একজন দোর্দন্ড প্রতাপশালী
বহুগামী পিতার সন্তান ওরা।
ওরা অতি শিক্ষিত দুইটা ভাই বোন আজও
পিতার বিরুদ্ধে আইনে দাড়াই নাই।
ওরা জানে ওর বাবার জন্য ওদের মা
সংশারে কতটা অবদান রেখে ছিল।

ওদের মায়ের দোশ ছিল বাবার অপকর্ম
প্রতিবাদ করা। ওরা ছোট থেকে দেখেছে
ওর বাবার নির্মম মাতলামি। বড় হয়ে ওরাও
যখন প্রতিবাদ করা শিখল নেমে আসত
ওদের উপর নির্মমতা।
ওদের বাবার ব্যাভিচারত্ব্য কায়েম ছিল
দেশ হতে বিদেশ পর্যত্ন। এবং বাসা ভারা
করে স্টান্ডার্ড পতিতা রেখে দিত।

একজন পিতার মহত্ব্য সন্তান স্ত্রীর উপর না
থাকে সে আবার চাকরানীকে বিয়ে করে বড়
মহত্ব দেখিয়েছে। এমন মহত্ব আর দেখা যায়না
চাকরানীর একটি বাচ্চা মেয়ে ছিল স্বামীও
প্রেমের বিয়ে ছিল। স্বামীটা এখন পথে পথে
কেঁদে বেড়ায়।
আসলে না জেনে হাদিসের দোহায় দেওয়া
কখনও উচিৎ না। লোকটা সব সময় নোংরামী
করায় স্ত্রীর সাথে দন্দ লেগেই থাকত।
লোকটা স্বাধীন জীবন আর নোংরা জীবন
বেছে নিয়েই আলাদা থাকার সিদ্ধান্ত নেয়।
অন্যনারীর প্রলভোনই সে পুরুত্ব জাহেরী
করেছে।
ছেলে মেয়ে বাবার অপকর্ম আত্বিয় পরিজনের
সাথে কথা বলতেও লজ্জা পায়। ওরা আড়াল
করে বাবার পরিচয়।
এই সব কুরুচির পুরুষরা বিয়ে করে নিজের
সার্থে একটি হাদীস ব্যবহার করে হাদীসের
সচ্ছতা সম্পর্কে কিছুই জানেনা।

এক বিবাহ যোগ্য মেয়ে রেখে অন্যের বউ
লালায়ে ভুলায়ে বিয়ে করে মহত্ব্য দেখিয়ে
বেড়ায়। লোভী কাজের মেয়েটি স্বামীর ছেরে
স্বামীর ঘরে অভাব দেখিয়ে লালসায় ঝুলে
পড়ে।
আসলে আমি ওদের মা এই আশা করতাম
ছেলে মেয়ে বড় হলে হয়ত ভাল হবে।
সেই আশা করাটাই আমার ভুল ছিল।
এবং তার চরিত্রকে চরিতার্থ করার জন্য
আমাকে অনেক মিথ্যা অপবাদ দিয়ে আমার
মুখ বন্দ করতে চেয়েছে। তাই আমি এখন
সত্য বলতে দিধা করিনা। লোকটা ছেলে মেয়ে
ও আমাকে মেরে ফেলানর হুমকি দেয়।
তাই থানায় ডায়রী করেছি।

আমি আর বলব হয়ত আরও কিছুদিন।

৪৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৮

কানিজ রিনা বলেছেন: নারী নির্যাতন গুল নারীরাই গোপন রাখতে
সমাজে পরকীয়ার পচনে পুরুষের পাশাপাশি
নারীর অবনতি অনেক অনেক গুন বেড়েছে।
নানান পদ্ধতিতে। এর জন্য অনেক ক্ষেত্রে
আমরা নিজেরাই দায়ী। যেমন আমি লুকাতে
লুকাতে আজ এমন ভাবে ফেসে গেছি যে
মাশুল আজ বাচ্চারা গুনছে।

আমি সাহস দেখাচ্ছি আমার জীবন নিয়ে
এব্লগে তুলে ধরতে। কেন আজ আমার
ছেলে মেয়ে এতটা শিক্ষিত হয়ে একজন
বাবার কারনে মুখ আড়াল হোল।
ওদের বাবা এখনও দোর্দন্ড প্রতাপ নিয়ে
ছেলে মেয়েকে মেড়ে ফেলানর হুমকি দেয়।
আমি জানি আপনারা বলবেন আমার
ব্যক্তিগত পারিপারিক জীবন।

এটা বলতে বলতেই আজ পারিবারিক জীবন
গুলর পচন শুরু হয়েছে।
পরিবারই হোল সমাজের সুষ্ঠ অবকাঠাম
আর সুষ্ঠ সমাজই হোল সুষ্ঠ রাস্ট্র।

৪৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৮

কানিজ রিনা বলেছেন: সেলিনা কোনটা ফরজ ছিল বিবাহ্ উপযুক্ত
মেয়ে রেখে মেয়ের বয়সী চাকরানী বিয়ে
কতটা নির্লজ্জ অন্যায়, কতটা ইসলাম
সম্মত হয়ত অনেক বেশী জানি। তাই
তোমার হিংশাত্বক মন্তব্যে আমি বল্লাম
আমার মেয়ে রাজকন্যা তোমার কাছে না
কিন্তু আমার কাছে। আর তার বাবা তাদের
সম্মান দিতে পারে মাই।
আজ দশ বছর সে ছেলে মেয়ের ভরন
পোশন বহন করেনা। তবুও বাবা নেওটা
মেয়েটা সম্পর্ক টিকিয়ে রেখেছিল।
লোকটা বহুগামী যা ছেলে মেয়ে বড় হতে
বুঝে যায়।
এখন কাজের চাকরানী নিকে করে হাদীস
মারায়। এসব লুচ্চা বদৃমাস গুল চোদ্দটা
নষ্টামী করে এই হাদীস ইসলাম ব্যবহার
পার পায়। বদৃমাসগুল বহু বিবাহ করে
হাদীছের অপব্যহার করে আর আমরা
মেনে নেই।
সেই আল্লহর কাছে প্রসংশীত যে তার স্ত্রী
পুত্র পরিবারের কাছে প্রসংশীত।

৪৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১

উম্মু আবদুল্লাহ বলেছেন: ঘটনা সত্য হলে আপনার জন্য সহমর্মিতা । নিশ্চয়ই যে ত্যাগের মহিমা দেখায় আখেরে সেই বিজয়ী হয়। আপনার প্রাক্তন স্বামী সেই পথে না গিয়ে নিজের ভোগবাদী মানসিকতার কাছে পরাজিত হয়েছেন। এতে আপনারা এখন কষ্ট পেলেও সময়ের সাথে সাথে সামলে নিতে পারবেন। জীবনে ঘাত প্রতিঘাত যেমন থাকে, তেমনি অনেক সুখময় ঘটনাও থাকে। "ফা ইন্না মায়াল য়ুসরি য়ুসরা -
নিশ্চয়ই ক্লেশের পরে রয়েছে স্বস্তি", দুঃখ কষ্টের সময়ে এই আয়াতটি আমার খুব মনে আসে।

তবে খুব বেশী ব্যক্তিগত বিষয়গুলো ব্লগ অথবা অন্যান্য সামাজিক ফোরামে না দেয়া ভাল। মানুষ কানাঘুষা করবে, আজেবাজে মন্তব্য করবে - এক সময় আপনিই এতে বিরক্ত হবেন।

৪৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৮

খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: কিছু মনে করবেন না আপু, বিয়ে কখনোই অধঃপতন নয়, তবে সব কিছুর সময় আর উপযোগিতা রয়েছে আর সর্বোপরি মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব ও রয়েছে, আমরা সচেতন ভাবে সে দায়িত্বে অবহেলা করতে পারিনা

৪৯| ০২ রা মে, ২০১৭ দুপুর ১:০৭

মহিউদ্দিন হায়দার বলেছেন: ্কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখি হয় না।

৫০| ০৭ ই মে, ২০১৭ রাত ২:০৩

নক্ষত্র নীড় বলেছেন: খেলারাম সমাজ সংসার ঠেলে যায়!বুড়াকালে ভীমরতি!অথবা যৌনতা মৌনতা মনেনা!আচ্ছা,বৃদ্ধবিবাহরোধক আইন করলে কেমন হয়!

৫১| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১:০৯

নক্ষত্র নীড় বলেছেন: কা.রিনা লাজবাব কেন?'আমি কান পেতে রই ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারেবারে' ...হা হা হা ...! ভালো থাকুন!

৫২| ১৩ ই মে, ২০১৭ ভোর ৪:১৬

কানিজ রিনা বলেছেন: কে করবে আইন আপনাকে ধন্যবাদ।

৫৩| ২০ শে মে, ২০১৭ রাত ১:১৮

মিঃ আতিক বলেছেন: আপনি এখন কেমন আছেন, আপনার অন্তরের বোঝাটা যেন হাল্কা হয় এই কামনাই করছি। ভাল থাকবেন।

৫৪| ২০ শে মে, ২০১৭ রাত ১:৩৯

কানিজ রিনা বলেছেন: ভাল আছি তোমাদের দোয়ায় আল্লাহ্ সহায়
তিনিই ভাসান তিনি ডোবান তাইত তাকেই
স্বরনে রাখি ভাল থেকো।

৫৫| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৩০

প্রথমকথা বলেছেন: সত্যি দুঃখজনক ঘটনা।

৫৬| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিস্তারিত না লেখায় বুঝতে পারলাম না আসলে ঝামেলাটি কোনখানে?

৫৭| ২১ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সমাজের হাল-চিত্র।

৫৮| ২৯ শে জুন, ২০১৭ রাত ১০:২৭

বনসাই বলেছেন: আপনার প্রতিটি লেখাতেই দেখছি সেটা ব্লগ বা কমেন্ট হোক বাক্যটিকে লাইনের শেষ মাথায় যেতে না দিয়ে মাথা ভেঙে দেন। এর কারণ কী? পাঠকের চোখের শান্তি কেড়ে নেয়া একজন লেখকের জন্যে মঙ্গলজনক নয়।

আমি আপনার ব্লগ ও কমেন্ট পড়া বাদ দিয়েছি। বেশ প্রশান্তিতে আছি এখন।

৫৯| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২১

গোফরান চবি বলেছেন: এত গুলো মন্তব্য অথচ জবাব নেই। কেন ?

৬০| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৭

মানিজার বলেছেন:

চাকরানীরে মানুষ মনে হয় না নাকি ? :-&

৬১| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৯

কানিজ রিনা বলেছেন: আসলে মোবাইল থেকে টাইপ করি বলেই এমন হচ্ছে
মাফ করবেন।

৬২| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪

কানিজ রিনা বলেছেন: গোফরান ও বনসাই মোবাইল থেকে টাইপ তো
তাই মাথা ভেঙে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
মাঝে মাঝে ফিরে আসি আমার লেখায় আসলে অনেকে আবার ব্যক্তিগত দিক তুলে
ধরা পছন্দ করেনা। তাই থেমে থাকি।
সবাই ভাল থাকুন।

৬৩| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২

কানিজ রিনা বলেছেন: মানিজার আপনার বাড়ির কাজের মেয়ে
নিশ্চয় আপনার সাথে এক বিছানায় ঘুমানো
সোভা পায়না। তাই কাজের চাকরানী বিয়ে
করে নিজের স্ত্রী সন্তান আত্ব্যিয় সজন অপমান
করাও শোভা পায় না। যারা এগুল করে তারা
বিবেক হীন দৈহিক চাহিদার কাছে নিজের
সম্মান বিকিয়ে দেয়। ভাল থাকুন।

৬৪| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই বিষয়ে আমি কথা বলি না, না বলার কারণ, কখন কার ঘাড়ে ভূত ভর করে তা কেউ জানে না।

৬৫| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:১৪

যাহরিন নাজাহ বলেছেন: যে এত বড় অন্যায় করে, তার বিচার হবেই হবে, এবং এ দুনিয়াতেই। যে সুযোগসন্ধানী লোভী পুরুষ , যে স্বার্থে নিজের সবচেয়ে কাছের মানুষটাকে ত্যাগ করে, সেই স্বার্থই তার কাল হয়ে দাঁড়ায় । কখনো ভালো হবে না , কখনই না

৬৬| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৮

হাসান১২১২১২ বলেছেন: এরা কি আদৌ মানুষ??

৬৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ২:০১

কানিজ রিনা বলেছেন: হাসান ১২১২১২.আসলেও বানর মানুষটাকে
অত্ব্যান্ত বেশী ভালবাসতাম। সে মানুষ রুপী
বানর ছিল তবুও বিশ্বাস করতাম সন্তানরা
বড় হলে হয়ত তার বহুগামীতা ভাল হবে
২৪ বছর সব লুকিয়ে রেখেছিলাম। অনেক
নির্মমতা সয্য করেও সামনে রেখেছিলাম
শুধু বাচ্চারা যাতে বাবা না হাড়ায়। কারন
আমি ছোট কালে বাবা হাড়িয়ে ছিলাম।
কিন্তু বাচ্চারা বড় হতে বুজতে পারল তার
বাবা বহুগামী ওরা প্রতিবাদ করলে ওদের
উপর নির্মমতা নেমে আসত। তারপর লোকটা
নিজের চরিতার্থ করতে স্বাধীন জীবন বেছে
নিয়ে ঘর থেকে বেড় হয়ে গেল আজ দশ
বছর।

যাহরিন নাজাহ্ তোমাকে ধন্যবাদ। আমি
এযাবত কাল এরকম যত মানুষ দেখেছি শেষ
বয়সে তাদের করুন পরিনতি আল্লাহর কলম
তো সত্য। শত চেষ্টা করেছি লোকটাকে ভাল
পথে ফিরিয়ে আনতে কিন্ত পারি নাই।

৬৮| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ২:১০

কানিজ রিনা বলেছেন: আব্দুলহাক ভাল বলেছেন ভূত না সয়তান চাপে। তবে
দুটো সন্তানই আমার বড় ধন সম্পদ দোয়া করেন ওদের
সম্মানের সাথেই যেন কবরে চলে যেতে পারি। শুভকামনা।

৬৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:৩১

চির চেনা বলেছেন: দুঃখজনক

৭০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

যবড়জং বলেছেন: পঞ্চাশে জীবনসঙ্গী হারিয়ে(অথবা অন্য কারনে) যারা একাকী, তাদের কথা দিব্যি ভুলে যাওয়াটাই যেন এ সমাজের রীতি।
সবাই ভাবে, বয়স ৫০ পেরিয়েছে। এখন সময় কাটানো উচিত পরপারের কথাই ভেবে। এ বয়সে জীবনসঙ্গীর ভাবনা মানেই যেন 'বুড়ো বয়সে ভীমরতি'।। বিষয়টিকে নৈতিক,ধর্মীয়, মানসিক, সামাজিক, ব্যক্তি বিভিন্ন মাত্রা থেকে অথবা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা দেখা উচিত ।।

৭১| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: কি বলব বুঝতেসি না ।

৭২| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২২

উদাসী স্বপ্ন বলেছেন: একজনন মুসলমান হয়ে পিতার ব হু বিবাহ এদেশে মানতে পারে না কেন সেটা বুঝি না। মাসনা সুলাসা রুবাআ তো ইসলামে সিদ্ধ। এখন সে বাবার যদি প্রয়োজন হয় তাহলে টাকা দিয়ে জেনা করলে নিশ্চয়ই সেটা ভালো কিছু হবে না। আর পুরুষদের মেশিন বুড়াকাল পর্যন্ত কাজ করে, তাই ইসলামে আল্লাহর নামে মোহাম্মদ এই সিস্টেম কোরানে লেখে গেছে। সে তার চাচতোভাই আলী, যার সাথে নিজের কন্যার বিয়ে দিছিলো তাকেও মাঝে মাঝে গনিমতের মাল থেকে উৎকৃষ্ট সুন্দর টেকসই মেয়ে নিয়ে দিতো ভোগের জন্য।

এখন যেহেতু যুদ্ধ নাই, তারওপর সেই ব্যাক্তির স্ত্রী মারা গেছে সে তো কারো অনুমতি ছাড়াই বিয়ে করার ইসলামিক অধিকার রাখে। মোহাম্মদের লেখা কোরানে সেই অনুমতি তো দেয়াই আছে সূরা নিসাতে

এখানে কস্ট লজ্জা পাবার কি হলো? ইহাই তো স হী ইসলামী ব্যাভিচার

৭৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বুড়োকে গিয়ে জিজ্ঞাস করা দরকার। শেষ বয়সে সে কি খেয়ে এতো যৌবন পেলো
। আর ওই মেয়ে কেনোই বা তাকে বিয়ে করলো। উকিলের মতো ভাবুন। আপনার মক্কেল কেন খুন করল।।
সে কি নিজেকে বাচাতে খুন করেছে??? ভাবুন।।।


সে কি ছেলে মেয়ে দ্বারা অবহেলিত ?? সে কি প্ররোচনার শিকার? সে কি ধরা খেয়ে মান সম্মান বাচাতে বয়ে করেছে।।।

দেখুন এমন মামলা কম দেখিনি। কারন গোয়েন্দা বিভাগে চাকরি করে আমার বাবা।।। বিয়ে টা কোন ছেলে খেলা নয়।।

অনেক ধনাট্য সম্পদ ওয়ালা বুড়োকে এই সব কাজের বুয়ারা ব্ল্যাক মেইল করে বিয়ে করে।।। টাকা সম্পদ ভোগ করার জন্য।।
আপনি যদি ভিক্টিম হয়ে থাকেন।।। আপনার বাবাকে জিজ্ঞাস করুন। অথবা

গোপনে জানতে চান।।।

আজকের সমাজ ১০বচরের বাচ্চাও ক্রিমিনাল হয়।।।


৭৪| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

উদাসী স্বপ্ন বলেছেন: আপনে কুন বাপের কথা কইছেন? নিজের বাপ না অন্যের বাপ?

৭৫| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

সোনালি কাবিন বলেছেন: আপ্নি তো খুব স্রস্টাভক্ত। তো আপ্নার জীবন এমন করুণ হল কেন?

৭৬| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

সোনালি কাবিন বলেছেন: ৯০. ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:৪৭০

সোনালি কাবিন বলেছেন: যে মহিলা ব্লগে হিট পাবার জন্য পরিবারের ভিতরের অন্ধকারজিনিস এভাবে প্রকাশ করতে পারে, সে আবার কেমন মানুষ?

৭৭| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:৫৬

সোনালি কাবিন বলেছেন: এখানে লিখে হিট ছাড়া কি লাভ হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.