নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটু অন্যরকম মানুষ, ঠিক আপনার মত। বাকি সবার মতো।

লিমন আজাদ

না কোন শূন্যতা মানি না

লিমন আজাদ › বিস্তারিত পোস্টঃ

কাব্য-২

১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৩৫

ভাল থাকার পদ্য

মাঝে মাঝে তোমাকে মনে পড়ে, এছাড়া ভালই আছি
বিকেলের আকাশমুখী একরাশ দীর্ঘশ্বাস নিয়ে ভাল আছি।

তুমিহারা অন্ধকার রাত জানে
তোমার চেপে ধরা এই দুটি হাত জানে
হাতের দশটি আঙ্গুল জানে- ভাল আছি।

চোখের দুটি কোণ জানে ও কিছু নয় ধুলোবালি !
ব্যাথা ব্যথা বুক জানে সবই ঠিক হয়ে যায় পরশু অথবা কালই।
সময়ঘাতক স্বপ্ন জানে কিছুই ফিরে আসে না
তুমিও ভাল থাকবে , আমিও আছি।

ব্যাকুল দৃষ্টি জানে তার অসিমতা জুড়ে কি ভয়াবহ শূন্যতা
বাহাত্তরটি হার্টবিট জানে এই হৃদয়ে জমে আছে কি অসহ্য স্থবিরতা !

এইসব ভাল থাকার খবর জেনে গেছে তোমার না দেয়া "গুড মর্নিং কল"
ভাল থাকার খবর জেনে গেছে লেইট নাইট মন খারাপের দল।

আমার বিপথগামী আগামি জানে, জেগে থাকা শেষ রাত্রি জানে
বেকার মুঠোফোন জানে, শতকোটি নিউরন জানে- ভাল আছি।
তুমি শুধু জানলে না কতোখানি মরে গেছি !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১:১৬

হাসান মাহবুব বলেছেন: ++

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪২

লিমন আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই, your comment means a lot me.

অনেক ভাল থাকবেন, আপনার গল্প শুনে যেতে চাই অনন্তকাল। :)

২| ২৯ শে জুন, ২০১৫ ভোর ৬:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩৩

লিমন আজাদ বলেছেন: ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.