নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে. এম. রাফসান রাব্বি

যান্ত্রিক নগরীর যান্ত্রিক মানুষগুলোর ভিড়ে আমি এক অযান্ত্রিক পথচারী। ফেসবুকঃ https://www.facebook.com/km.rafsaan

কে. এম. রাফসান রাব্বি › বিস্তারিত পোস্টঃ

এরশাদঃ পরিবর্তনশীলতার এক সমার্থক শব্দ ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

অনেকে এরশাদকে পাকিস্তান দলের চাইতেও আনপ্রেডিক্টেবল বলে থাকেন কিন্তু আমার মতে তিনি এই মুহুর্তে এদেশের সবচাইতে প্রেডিক্টেবল রাজনীতিবিদ। কারন তিনি যে পল্টি মারবেন তা মোটামুটি সবাই প্রেডিক্ট করতে পারছিল এবং তার এই ডিসিশনটাও যে পরিবর্তন হবে তাও সবাই প্রেডিক্ট করতে পারছে। উত্তেজনা দমন করতে না পেরে যোগাযোগমন্ত্রী আর সুরঞ্জিত কালোবিড়াল সেনগুপ্ত অলরেডি বলেই ফেলেছেন এরশাদের এই ডিসিশন ক্ষণস্থায়ী। পর্যাবৃত্ত প্রবাহ বা এ.সি. কারেন্ট সেকেন্ডে পঞ্চাশ বার দিক পরিবর্তন করে। মহান ঈশ্বর জানেন এরশাদের মন কয়বার দিক পরিবর্তন করে। আমরা এখন বাংলা অভিধান থেকে 'পরিবর্তন' এবং তার সমার্থক শব্দগুলো বাদ দিয়ে সেখানে এরশাদের নাম ব্যবহার করার দাবী জানাতেই পারি। এতে করে দেশের কচি কচি শিশুরা একইসাথে সহজে ব্যকরণও শিখবে এবং একইসাথে দেশের একজন ওয়ান পিস প্রেসিডেন্টের নামও জানবে। তবে এরশাদ নামের একটা অর্থ দিলে তাকেই অপমান করা হয়। সারা জীবন ধরে তিনি যেভাবে নিজের নামের ব্র্যান্ডিং করেছেন, তাকে কি একটি বিশেষণে বিশেষায়িত করা যায়? বিশ্ববেহায়া, জোকার, হাড়হারামি এইসব শব্দগুলোও সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতে হবে।



সাচা ব্যারেন কোহেন ‘দ্যা ডিক্টেটর’ সিনেমাতে অ্যাডমিরাল জেনারেল আলাদিন নামে একটা মজার ক্যারেক্টার প্লে করেছিলেন। লেফটেন্যান্ট জেনারেল এরশাদের জীবনী নিয়ে যদি কেউ ডকুমেন্টারী বানায় তাহলে সেটা অ্যাডমিরাল জেনারেল আলাদিনকেও যে হার মানাবে সে বিষয়ে অনেকেই ঐক্যমত্য পোষণ করেছেন। এখন দেখার বিষয় কোন ডিরেক্টর সেটা করতে এগিয়ে আসেন কিনা? তবে এটা বানালে যে অনন্ত জলিলের নিঃস্বার্থ ভালবাসাও হার মানবে তা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। B-)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.