নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে. এম. রাফসান রাব্বি

যান্ত্রিক নগরীর যান্ত্রিক মানুষগুলোর ভিড়ে আমি এক অযান্ত্রিক পথচারী। ফেসবুকঃ https://www.facebook.com/km.rafsaan

কে. এম. রাফসান রাব্বি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নশৃংখল

১৫ ই মে, ২০১৪ রাত ১০:২৩

-ভাবি, আপনার ছেলে কোথায় চান্স পাইছে?

-ও এইবার হার্ভার্ডে চান্স পাইছে ভাবি। আলহামদুলিল্লাহ।

-ও হার্ভার্ড! ক্যান, বুয়েট-মেডিকেলে চান্স পায়নাই? :-*



উপরের সংলাপটি কাল্পনিক, কিন্তু বর্তমান পরিস্থিতি আসলেই এমন।



আকাশের যেমন কোন সীমা নেই মানুষের স্বপ্নেরও কোন সীমা থাকতে নেই।



কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমরা নিজেরাই আমাদের স্বপ্ন দেখার একটা নির্দিষ্ট লক্ষণরেখা তৈরী করেছি যার বাইরে আমরা চাইলেও যেতে পারিনা।



অবশ্য এর জন্যে দায়ী আমরা নই, আমরা পরিস্থিতির স্বীকারমাত্র। ছোটবেলা থেকেই আমাদের মধ্যে খুব ভালমত বদ্ধমূল হয়েছে বড় হয়ে আমাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ব্যাংকার হতে হবে। এসব না হতে পারলে জীবন বৃথা। এরাই কেবল সমাজে বর্ণশ্রেষ্ঠ বাকীসব কেবলি সাধারণ!



আমরাও নিজেদের স্বপ্নের বেসাতি একে ঘিরেই গড়ে তুলি, এর বাইরে ভিন্ন কিছু চিন্তা করতে পারিনা। কেউ যদি খুব ভাল গান গায় সেও চিন্তা করতে পারেনা বড় হয়ে গায়ক হবার। আর যদিও বা সে চেষ্টা করতে যায় তাহলে পরিবার বা সমাজ থেকে তার উদ্দেশ্যে একটা বাণীই ছুটে আসে, 'ছেলে বখে গেছে'।



আমি নিজেও স্বপ্ন দেখার এই লক্ষণসীমাটাকে অতিক্রম করতে পারিনি। কিন্তু আমি চাই আমার সন্তান আকাশের মুক্ত পাখির মতই স্বপ্ন দেখতে শিখুক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: আসলে স্বপ্ন কখনও বাস্তব হয়না ।

২| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কিন্তু আমি চাই আমার সন্তান আকাশের মুক্ত পাখির মতই স্বপ্ন দেখতে শিখুক।

খুব ভালো লাগলো কথাটা

৩| ১৬ ই মে, ২০১৪ রাত ১১:২৩

কে. এম. রাফসান রাব্বি বলেছেন: সমাজ-পরিবারের কারণে যখন আমরা নিজেদের স্বপ্ন দেখাটাকেও একটা শৃংখলে আবদ্ধ করে ফেলি তখন সেটাকে পুরণ করার স্বপ্ন না দেখায় ভাল। @পরিবেশ বন্ধু

৪| ১৬ ই মে, ২০১৪ রাত ১১:২৪

কে. এম. রাফসান রাব্বি বলেছেন: ধন্যবাদ @রেজওয়ানা আলী তনিমা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.