নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে. এম. রাফসান রাব্বি

যান্ত্রিক নগরীর যান্ত্রিক মানুষগুলোর ভিড়ে আমি এক অযান্ত্রিক পথচারী। ফেসবুকঃ https://www.facebook.com/km.rafsaan

কে. এম. রাফসান রাব্বি › বিস্তারিত পোস্টঃ

দুঃস্বপ্ন

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৫

বিশ্বকাপের আগে ঢাকা ভার্সিটির স্যার এফ রহমান হলের সামনে একটা ব্যানারে স্লোগান ছিলঃ



"সব দলের মায়েরে বাপ

ব্রাজিল নিবো বিশ্বকাপ"



কিন্তু বাস্তবতা হচ্ছেঃ



"সব দলের মায়েরে বাপ

ব্রাজিল খাইছে সেভেন আপ।"



নিজের দলরে নিজেই ট্রল করলাম। প্রথমটা ছিল চাওয়া আর দ্বিতীয়টা হচ্ছে পাওয়া। মানুষের চাওয়া আর পাওয়ার মধ্যে কি বিস্তর ফারাক! /:)



দলের হার নিয়ে কোন কিছু বিশ্লেষণ করার প্রশ্নই উঠে না। এক দুই গোলে হারলে বিশ্লেষণের ব্যপার থাকে। সাত গোল খাইলে ব্যপারটা বিশ্লেষণের উর্ধ্বে চলে যায়। (দীর্ঘশ্বাস)



ব্রাজিল নিয়ে এখন বহুত ট্রল হইতেছে এবং সামনেও হাবে। আমরা তো হারু পার্টি। আমাদের তো এখন বিলাইয়ের মত মিউমিউ করারই সময়। উঁচা গলায় কথা বলা আমাদের সাজে না। তবে এইডাই বলব মিশন হেক্সা লেখার আগে পেন্টা পাইতে হয়। সেইডা লিখার যোগ্যতা অর্জন কইরা তারপর ব্রাজিলরে পঁচাইতে আইসো।



বর্তমান বিষ্ব ফুটবলের সফলতম দুইজন কোচ হচ্ছেন ভিসেন্তে দেল বস্ক আর লুই ফেলিপে স্কলারি। অথচ তাদেরই বিদায়টা কি করুণ!



২০১৪ বিশ্বকাপ শেষ। এখন চাওয়া বিশ্বকাপটা লিওনেল মেসির হাতেই উঠুক। না, চমকাবেন না! একজন ডাই হার্ড ব্রাজিল ফ্যান হিসেবেই কথাটা বলছি। কারণ বিশ্বকাপটা তার মত প্লেয়ারের হাতে উঠাই ডিজার্ভ করে।



কিন্তু সমস্যা একটাই। ঐ যে বললাম, মানুষের চাওয়া আর পাওয়ার মধ্যে বিস্তর ফারাক! :|

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১:৪০

রাজীব নুর বলেছেন: কিন্তু বাস্তবতা হচ্ছেঃ

"সব দলের মায়েরে বাপ
ব্রাজিল খাইছে সেভেন আপ।"

২| ১০ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৫

কে. এম. রাফসান রাব্বি বলেছেন: :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.