নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে. এম. রাফসান রাব্বি

যান্ত্রিক নগরীর যান্ত্রিক মানুষগুলোর ভিড়ে আমি এক অযান্ত্রিক পথচারী। ফেসবুকঃ https://www.facebook.com/km.rafsaan

কে. এম. রাফসান রাব্বি › বিস্তারিত পোস্টঃ

স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানঃ সেরাদের সেরা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

আজকের এই দিনে ঠিক ১৪ বছর আগে ক্রিকেটের সবচাইতে বড় মহারথী দুনিয়া ছেড়ে চলে যান। বলা হয়ে থাকে একদিন হয়তো ক্রিকেটের সব রেকর্ডই ভেঙ্গে নতুন রেকর্ড হবে। কিন্তু এই মানুষটার রেকর্ডই কেবল ধ্রুব থাকবে। স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান, ক্রিকেটের সর্বকালের সেরা।

ব্র্যাডম্যানের সবচাইতে বড় প্রতিদ্বন্দীদের নাম আসলে যার নাম সবার আগে আসে তিনি হলেন হ্যারল্ড লারউড। বডিলাইন সিরিজে ব্র্যাডম্যানকে ঠেকানোর জন্য যখন ডগ্লাস জারডিন লেগ থিওরি আবিষ্কার করেন তখন তার তুরুপের তাস ছিলেন এই লারউড। লারউড মনে প্রাণে ঘৃণা করতেন ব্র্যাডম্যানকে। শত বর্ষ টেস্টে ব্র্যাডম্যান বক্তৃতা দেয়া শেষ করলে সবাই দাঁড়িয়ে সম্মান জানালেও জানাননি এই একজনই, লারউড। কিন্তু তার যোগ্যতার ব্যাপারে সবসময় ছিল তার অগাধ শ্রদ্ধা। সেই সময়ে অনেকে গাভাস্কার, রিচার্ডস, চ্যাপেলের সাথে তার তুলনা করতে চাইলে তিনি সব কিছুকে উড়িয়ে দিয়ে বলেছিলেন, "He is bloody good." বৃটিশ এক পত্রিকায় লেখা বেরিয়েছিল যে উইন্ডিজ ফাস্ট বোলারদের সামনে হয়তো ব্র্যাডম্যান এতটা সফল হতে পারতেন না। জবাবে লারউড একটা কথায় বলেছিলেন, "ডনের যোগ্যতার ব্যাপারে প্রশ্ন? ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমার দৃষ্টি কেড়ে নিয়েছেন। নাহলে এসব বস্তাপঁচা লেখাও আমাকে পড়তে হত।"

শেষ করবো আরেকটা ছোট্ট ঘটনা দিয়ে। ব্র্যাডম্যানের ৯০ বছর জন্মদিনে তাঁর সাথে দেখা করতে যান ক্রিকেটের দুই গ্রেট শেন ওয়ার্ন আর শচীন টেন্ডুলকার। তাঁরা ব্র্যাডম্যানকে প্রশ্ন করেন,

"স্যার, আপনি যদি এখন খেলতেন তাহলে আপনার মতে আপনার এভারেজ কত থাকত?"
'৬৫-৭০ মেইবি...'
"কিন্তু স্যার, আমরা তো মনে করি ব্র্যাডম্যানের এভারেজ সবসময় ৯৯+ ই থাকবে।"
'Don't u think it is a good average for a 90 years old man?' ;)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান, ক্রিকেটের সর্বকালের সেরা।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

কে. এম. রাফসান রাব্বি বলেছেন: উনার সেন্স অফ হিউমারও ছিল অসাধারণ। হোয়াট আ রিপ্লাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.