নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

হে অভিযাত্রী

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

এ পথে তুমি হেটে গিয়ে দেখেছ পথের শেষ

দুকদম দূরে পড়ে ছিল হেথা নতুন দিনের দেশ।

তোমার হাতে হতে পারত নতুন দিনের শুরু

আজ তোমার হাতেই চুর্ণ হল দেয়া নতুন পথে পাড়ি।



ফিরেছ তুমি রিক্ত হস্তে নিয়ে নিরাশার বোল

তুলেছ দেয়াল অভেদ্য প্রায়, দুস্তর দুর্গম।

হাতছোঁয়া দুরত্বের পথ আজ

মহাকালের কোন এক র্নিভীক অভিযাত্রীর অপেক্ষায়।









মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

সুমন কর বলেছেন: ভাল লাগল।
হ্যাপি ব্লগিং........হ

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

♥কবি♥ বলেছেন: ভাইয়া আমি এখনো ওয়াচে আছি। জানিনা কবে জেনারেল হব। ক্যান ইউ হেল্প মি টু বি জেনারেল প্লিজ। প্রথম মন্তব্যের জন্য স্বরণীয় হয়ে থাকবেন আজীবন। ধন্যবাদ।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
ভালো লাগলো অভিযাত্রীর অপেক্ষা ...
[প্লাস]

কবির জন্য শুভকামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯

♥কবি♥ বলেছেন: প্রথম প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

শাপলা নেফারতিথী বলেছেন: ভালো লাগলো..

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

♥কবি♥ বলেছেন: অগ্রজ শাপলা আপুকে ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪

লিরিকস বলেছেন: ১ম পোস্ট সিল দিয়ে গেলাম :)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৮

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ। আপনার সিল পেয়ে খুব ভাল লাগল। হ্যাপি ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.