নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

কোথাও কেউ নেই

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

না চাইতেই পাওয়া আমার সকল দূর্ভোগ

না চাইলেও বয়ে চলি নিরন্তর।

ফেলে আসা দিনগুলো চলে যায়

রেখে যায় স্মৃতির আঁচড়।



একরাশ বেদনা ভরা আমার মনের বাড়ি

গভীর নিশিথ সেথা কোথায় আশার তরী।

সাঁঝবাতি নিবে গেছে কবে কখন

আলো জ্বালার নেশা ছুটে গেছে তবু রাত্রি নিরন্তন।



হৃদয়ের ডাক শোনার সময় নাই কারু

সবাই ছুটছে মাতাল ঘোড়াসওয়ারীর পিছে

অস্থির লক্ষ্যপানে সুদূর অলীকলোকে ওরা ক্লান্তিহীন

আমার হার্টবিট থেমে গেলেও ভ্রুক্ষেপ করার যেন কেউ নেই কোথাও।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

সকাল রয় বলেছেন:

সুন্দরম!

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

♥কবি♥ বলেছেন: সকাল দা, অশেষ কৃতজ্ঞতা এই নগণ্য লেখকের ব্লগে আপনাকে পেয়ে। ভালো থাকবেন।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

ফেলে আসা দিনগুলো চলে যায়
রেখে যায় স্মৃতির আঁচড়।


এক পশলা ভালোলাগা..।

স্বাগতম হে কবি !

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

♥কবি♥ বলেছেন: অগ্রজ গ্রানমাকে আমার হৃদয় নিংড়ানো ভালবাসা। ধন্যবাদ ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.