নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার প্রথম পাঠ

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

মনের জানালা খোলা তোমার উঠোন কোনে

কখন দিবে দেখা ফুলেল সুবাস তুলে

অপেক্ষার প্রহর ফুরলো বুঝি-

প্রবোধ মানেনা মন, বিরহী ঝড় তোলে।



সেই সকালের শুরু নেই সখি

যে সকালের ফ্রেমে নেই তুমি

আমি স্থির- অস্থির- অসহায় সেদিন

উদাসী সুর বেজেই চলছে মনে সারাবেলা সারাদিন।



হৃদয়ের খামে লিখেছি তোমার নাম যবে

প্রেরক-প্রাপক হারিয়ে যাবে, কোথায় কবে

মহাকালের অমোঘ নিয়মে

অম্লান রবে তৃষ্ণা তবু শেষ নাহি হবে।





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কই হে নিঃসঙ্গ কবি? সাথে বুঝি কেই নেই?

৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

♥কবি♥ বলেছেন: কবিতা আর কবিকে মিলিয়ে ফেলার কিছু নেই। হৃদয়ের অনুভূতি লিখে ফেলার মানে কবিতা, কবি নিজে নহে। ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

নাছির84 বলেছেন: 'হৃদয়ের খামে লিখেছি তোমার নাম যবে
প্রেরক-প্রাপক হারিয়ে যাবে, কোথায় কবে
মহাকালের অমোঘ নিয়মে
অম্লান রবে তৃষ্ণা তবু শেষ নাহি হবে'.....লাইনগুলো দারুন। ভাল থাকবেন কবি। শুভ কামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

♥কবি♥ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ নাসির ভাইয়া। আমিতো ওয়াচে আছি কারো ব্লগে কমেন্ট করতে পারিনা। শুভ কামনা আপনাকেও ভালো থাকবেন।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

নাছির84 বলেছেন: ওয়াচ..সেফ...জেনারেল... ভুলে যান। শুধু লিখতে থাকুন প্রাণ খুলে। পদবী আপনাতেই ধরা দিবে...।

৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

♥কবি♥ বলেছেন: অসাধারণ বলেছেন। স্যালুট ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.