নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

যে কথা হয়নি বলা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪

আমি দুঃখিত, তবে সে কেন রবে তোমার অজ্ঞাত

এখন তুমি গভীর ঘুমের দেশে

তাই অকপটে করছি স্বীকার, আমি দুঃখিত।

তোমায় দেয়া প্রতিটি আঘাত

না দিতে পারা প্রতিটি সাধের মূল্যে, আমি দুঃখিত।



অাড়ালে ঝরানো প্রতিটি ফোঁটা চোখের জলের জন্য

আমার অপেক্ষায় র্নিঘুম প্রতিটি রাতের জন্য

ভীষন প্রয়োজনে পাশে না পাওয়ার জন্য

যথাযথ মূল্য না দেয়ার জন্য, আমি দুঃখিত।



যদিও তোমার কাছে আমার ঋণের নাইকো শেষ

পদে পদে পরাজিত আমি তোমাতেই নিরাপত্তা খুজি

হৃদয়ের নালিশ শুনিবার নাই কেহ

বেঁচে থাকার মানে কি জানি কে জানে

তোমাতেই খুঁজি নিরুদ্দেশ সুখের হদিস।



তোমার আলতো আলিঙ্গনে অথবা মধু চুম্বনে

অতীতের ধুসর আসমানে ওঠে পূর্ণিমার চাঁদ

আমাবস্যার অন্ধকারেও আমি ঠিকই খুজে পাই

আমার হাতে তোমার ওই পেলব হাত।



এতগুলো কথা অকপটে যদি সামনে দাড়িয়ে বলা যেত

না জানি কতই না ভালো হত

সকল বিরুদ্ধ স্রোতের বিভীষিকা সরে পাশাপাশি শুধু

তুমি আর আমি যেথা ধরিত্রী নিরুদ্দেশ।



তাই প্রবল ইচ্ছে করছে তোমায় জাগিয়ে তুলি

চোখে চোখ রেখে না বলা কথা বলি

মারো কাটো যাই করো

ভালবাসি কেবলি ভালবাসার কথা বলি।





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫

সুমন কর বলেছেন: ঝরঝরে কবিতা, ভাল লাগল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনাদের উৎসাহে লিখে যাচ্ছি ছাইপাশ যা মাথায় আসে।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০০

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: ছাইপাশ তো মনে হয় না। এ যে ভালবাসার কবিতা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

♥কবি♥ বলেছেন: হ্যা ভাইয়া এটা ভালবাসার কবিতা। তবে কবিতাই হচ্ছে কিনা তা বুঝতে পারছি না। অনেক অনেক শুভকামনা আপনাকে আমার এই ক্ষুদ্র ব্লগে সময় দেয়ার জন্য। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৯

একলা ফড়িং বলেছেন: ব্লগে স্বাগতম :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ একলা ফড়িং। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.