নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

প্রেমকাব্য রিলোডেড

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫





স্নিগ্ধ গোধুলীর মিইয়ে আসা আলোয়

আলোর ফোয়ারা ছুটিয়ে দৃশ্যপটে তুমি

সমুদ্রের খোলা হাওয়ায় বাধন হারা চুলে

আঙ্গুল চালিয়ে লাজুক চোখে চোরা চাহুনি।



কতকাল ধরে চেনা জানা তুমি নতুন পরিচয়ে

বুকের ভেতরে শত সমুদ্রের ঢেউ তুলে

স্বর্গীয় শান্তি আর অনাবিল আনন্দ সুধায়

আমাকে মোহিত করে রেখেছ প্রতি পলে।



ওদিকে দক্ষিনে সুদিনের বাতাস

কোমল পরশে হৃদয়ের সবকটি খাজ

কানায় কানায় পরিপূর্ণ করে

উপচে পড়ছে যেন চোখ, ঠোট বেয়ে।



এমুহুর্তে আমি এক সুখী মানুষ যার

অতীত হারিয়ে গেছে সুখের প্লাবনে

ভবির্ষত সে তো চির ছলনাময়ী

কি হবে তা আনন্দক্ষনে টেনে।

<<<<<<()>>>>>>>

০৪.১২.২০১৪ @ ০৩.৪৫ মি.

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: এমুহুর্তে আমি এক সুখী মানুষ যার
অতীত হারিয়ে গেছে সুখের প্লাবনে
ভবির্ষত সে তো চির ছলনাময়ী
কি হবে তা আনন্দক্ষনে টেনে।





কবির কবিতা অসাধারন হয়েছে তাই ++

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছেন কবি ।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ গিয়াস লিটন ভাই।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

♥কবি♥ বলেছেন: সালাম নিবেন ভ্রাতা। ভাল থাকুন আনন্দে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.