নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

ছিন্নকাব্য

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

প্রবল হতাশায় ফুসছে শরীর-মন
শেকল পরানো প্রতি পদে শুভঙ্করের ফাঁকি।

মেনে নিতে নিতে না বলা ভুলে গেছি আমি
হৃদয়ে তোলপাড় হলেও ঠোটে মেকি হাসি ঝুলিয়ে
সম্মতি দিতে দিতে ক্লান্ত তালপাতার সেপাই।



আয়নায় আজকাল গোমড়ামুখো আমিকে দেখে
ভড়কে উঠি বারংবার, এই আমি সেই আমি কোন আমি?
হাসিগুলো আজকাল ঠোট হয়ে চোখ ছোয়ার আগেই
অন্ধকার দেখি সামনের দিনগুলি।।

প্রবল হতাশায় চিৎকার করে কাঁদতে চাই
পাছে লোকে কি বলে
গলার কাছে আটকে থাকে কান্নারা।

সেই আমিই প্রবল প্রতাপে প্রতিবাদে ফুসে উঠি
মিনমিনে গলায় যে আওয়াজ বেরয় তাতে
আত্মসমর্পনের ইঙ্গিত থাকে ষোলআনা।

আসলে হেরে যাওয়া মানে হেরে যাওয়াই
তাতে বিজয়ের ইঙ্গিত ছিল কিনা
মহাকাল মনে রাখে না।।




মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

মহামান্য-রাষ্ট্রপতি বলেছেন: আসলে হেরে যাওয়া মানে হেরে যাওয়াই
তাতে বিজয়ের ইঙ্গিত ছিল কিনা
মহাকাল মনে রাখে না।।

ভালই বলেছেন। +++

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন কবি ভ্রাতা ।।


ভাবী কেমন আছেন? এখন কি সুস্থ্য?

আপনাদের জন্য অনেক শুভকামনা :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ।

উনি ভাল আছেন। সুস্থ্য আছেন।

মনে রাখার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১১

দীপংকর চন্দ বলেছেন: তবু হারতে হারতেও জেতে শেষপর্যন্ত মানুষই।

আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনিও ভাল থাকুন সদা-সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.