নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

আশা নিরাশা অথবা আলেয়া

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১



অকারনে ছকবন্দী জীবনের শেষ খোঁজে কেউ

অযথাই দাড়ি কমাহীন গতিতে লাগাম টানার জোস

সবকিছুর মুলে নতুন কিছু করে দেখানোর সুপ্ত খায়েশ।।



সামনের দিনগুলি যেন আলো নয়ত আলেয়ার নাচন

কেউ ভেবে আপ্লুত আর কেউবা ভয়ে ভীত

দুটি পথ ভিন্ন গন্তব্যের ইঙ্গিত কারো চোখে সমস্যা

আবার কেউ পায় তাতে জীবনের দিশা।



সামনের দিগন্তে কেউ খোজে সমাপ্তি

আবার কেউ বোঝে নতুন দিনের শুরু

দৃষ্টির সীমা যে যেখানে হানে

দয়াময় তার ঠিকানা সেই রেখাতেই টানে।।









মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা, কবির বছর শুরি হল কবিতা দিয়ে, কৌতুক দিয়ে নয়।

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০

♥কবি♥ বলেছেন: জি কৌতুক হল মজমা জমানোর ধান্দায়, মুলত মলম(কবিতা) বেচাই আসল কাজ। নতুন বছরের শুভেচ্ছা। ভাল কাটুক আপনার নতুন বছর।

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১

নুর ইসলাম রফিক বলেছেন: ভাললাগা রেখে গেলাম।

পথশিশু ছোট গল্প

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

♥কবি♥ বলেছেন: পথশিশু পড়লাম ভাল লাগল। ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬

তুষার কাব্য বলেছেন: কবিতায় ভালোলাগা কবি...

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য। হ্যাপি নিউ ইয়ার।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন কবি ।


হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P !:#P

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

♥কবি♥ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ভ্রাতা। ভাল থাকুন।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

শাহরীয়ার সুজন বলেছেন: হুম দারুণ! এতো সুন্দর কবিতা আপনারা কী করে লেখেন? বহু দিনের ইচ্ছে কবিতা লিখবো। বাট কলম থেকে কিছুই বের হয়না। এক্কান বুদ্ধি দেনতো কবি...কবিতা ক্যামনে লিখবো।

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪

♥কবি♥ বলেছেন: সুজন ভাই কবিতা লিখতে চাইলে মনে যাই আসুক দু'লাইন/চার লাই্ন লিখে ফেলুন। সময় পেলেই কবিতা পড়ুন আড়ষ্ঠতা কাটিয়ে উঠতে পারলে অল্পদিনেই আপনি সুন্দর কবিতা লিখতে পারবেন। ধন্যবাদ।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

শাহরীয়ার সুজন বলেছেন: ধন্যবাদ কবি ভাই,দেখি চেষ্টা করে লিখতে পারিকিনা। ভালো থাকুন,আরও অনেক সুন্দর সুন্দর কবিতা উপহার দিন আমাদেরকে।

০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

♥কবি♥ বলেছেন: শুভকামনা আপনার জন্য। ভাল থাকুন।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

ডানাভাঙ্গা চিল বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগল।

০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ ডানাভাঙ্গা চিল ভাইয়া। সুন্দর হোক আপনার সামনের পথচলা এই শুভকামনা। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.