নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

ডায়েরী কাহিনী

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০



ডায়েরীটি হাওয়া হয়ে গেছে বহুদিন

স্মৃতির মানসপটে আবছা ছায়া রেখে

মাকড়শার ঝুল ঝাড়তে গিয়ে ওকে পেলাম ফিরে

একঝাক স্মৃতির টাটকা গন্ধ মাখা।



ঘটনা স্মৃতি হয়ে হারায় কালের অতলে

অতঃপর আচানক হানা দেয় হৃদয়ের মূলে

স্মৃতিরা এসেছে ফিরে বর্ণমালা হয়ে

ধুলি জমা হৃদয়ে পথহারা কাপন তুলে।







সময়ের ফুল গন্ধ হারালেও অতীতের গৌরব আজো তাজা

মেঘের মলাট আঁকা নিছক ডায়েরী ভেবনা বোকা

মলাট বন্দী অতীত খাটছে ওতে সাজা

তোমার চোখের তারায় মুক্তি লেখা আছে

তুমি পড়লেই কেবল ঘুচবে বন্দিত্ব

মিলবে মুক্ত আকাশে ডানা মেলার অধিকার।।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ প্রকাশ ভঙ্গি ----- মুগ্ধ আমি

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ চমৎকার কমেন্টটি আমাকে আরো ভাল লিখতে উৎসাহিত করবে।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি পড়লেই কেবল ঘুচবে বন্দিত্ব
মিলবে মুক্ত আকাশে ডানা মেলার অধিকার।।

কবিতার লেখনশৈলী মুগ্ধকর।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

♥কবি♥ বলেছেন: আপনাদের অনুপ্রেরণায় লিখে চলছি। ভাল থাকুন।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

শাহরীয়ার সুজন বলেছেন: সুন্দর কবিতা,ভালো লাগলো।

১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.