নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

স্বেচ্ছামৃত্যুই কাম্য : রি-পোস্ট

২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭



স্বেচ্ছামৃত্যুর মিছিলে শামিল হতে চাই
স্বাভাবিক মৃত্যুর এই নিদারুন আকালে
গাড়িতে-বাড়িতে কিবা লম্বা শাড়িতে
অনাহুত মৃত্যুর হানা মেনে নিতে পারছিনা বলে।

পলায়নপর পিতার কোলে ঘুমন্ত শিশু
হাসিমুখে জেগে ওঠার আগেই
আর না হাসার ছাড়পত্র পেয়ে যায় এখানে।

জীবন যাতাকলে পিষ্ট মানুষগুলো
তুমুল ভীড় বাসে দুচোখে সামান্য সাধ
বাড়ী ফিরে বিছানায় গা এলিয়ে দিয়ে
চোখ বুজে আগামীর ছক বোনার
মানুষ নয় কিছু আমানুষের রোষের আগুনে
জীবন্ত দগ্ধ দুচোখ এমনভাবে পুড়েছে
বোঝার সাধ্য নেই ওখানে কোন স্বপ্ন সুপ্ত ছিল।

নিজ গৃহে ঘুমন্ত মানুষগুলো
প্রবল শীতে অবাঞ্চিত উত্তাপে
চোখ মেলে দেখে পুরো ঘর জ্বলছে রোষের আগুনে
পাশের ঘরে ঘুমিয়ে ছিল আদরের ধন
ওদিকে মাংশ পোড়া গন্ধ পাওয়া যায়।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

আমিনুর রহমান বলেছেন:



নির্মম :(

২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

♥কবি♥ বলেছেন: হ্যা আমিনুর ভাই আর আমরা ভুক্তভোগী জনতা।

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

শায়মা বলেছেন: কবিতা পড়ে মন খারাপ হলো।

:(

ভাইয়া তোমার ফেসবুক আইডি নিতে এসেছিলাম। তোমাকে জিগসা না করেই পেয়ে গেলাম। :)

২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১

♥কবি♥ বলেছেন: মন খারাপ হলেও এটাই বাস্তবতা। আর ফেবুতে আপনাকে এ্যাড করে নিয়েছি। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.