নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

ভাবনার মেঘ

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২





হৃদয়ের বসতিজুড়ে টুকরো মেঘের ওড়াউড়ি

বিস্তর হয়েছে বেঁচে থাকার সংগ্রাম ক্লান্তপ্রাণ নিস্তার চায়

একটু ছায়া সুশীতল ছাউনীঘেরা নীড়ে

ঝিমুনীটা তন্দ্রাহত বারংবার অজানা সংকটে।




[চার লাইন না ৪০ লাইন বিষয় না বিষয় ভাবের প্রকাশে কবি বন্ধু সালেকীনকে দেখার পর থেকে মনের ভেতর লাইনগুলো ছটফট শুরু করে আর জানতে বাকী নেই লিখে ফেলাই সকল ছটফটানির মহা দাওয়াই। এ মানুষটা আমার কবিতা লেখার অনুপ্রেরণা ছিল আজও আছে তবে ওর অসহায় চোখজোড়া আজকাল বড্ড ভাবায়, ভবিষ্যত ভাবনা ভবিষ্যতের হাতে নয় রাখতে হয় বর্তমানের মুঠোয়।]



"অস্থির.. মনের সুর-তাল কেটে গেছে কবে

সুতো গোটাতেই পার দিন মাস বছর

থেমে থাকেনি আহার নিদ্রা যৌবিক তাড়না

শুধু থামেনি দুটি মনে একই বিচ্ছেদ ভাবনা"




[বন্ধু মহলের কেউ এই প্রথম ডিভোর্স নামক যন্ত্রনার মধ্যে দিয়ে যাচ্ছে অথচ ওরা দুজনেই তাতে হ্যাপি ছিল। এটা আমার চোখে নতুন আগে এভাবে ভাবা হয়নি কখনো আর আজকাল এমনটি হচ্ছে অহরহ!!]

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১০

এমএম মিন্টু বলেছেন: ভালো লাগা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টু তা আপনার ভিসা টোকেন ব্যবসা কেমন চলছে??

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২

নিলু বলেছেন: লিখে যান

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০১

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ নিলু আপুমনি ভাল থাকুন সুস্থ্য থাকুন।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

দীপংকর চন্দ বলেছেন: বিষণ্নতা!

শুধু থামেনি দুটি মনে একই বিচ্ছেদ ভাবনা

শুভকামনা সকলের জন্য। অনিঃশেষ। সবসময়।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৫

♥কবি♥ বলেছেন: হুম.... ধন্যবাদ দীপংকর দা। আসলে বিক্ষিপ্ত মনের ভাবনা লিখে ফেলা আরকি। পাশে থেকে প্রেরণা দানের জন্য অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.