নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

রম্য বিবিয়ানা সমাচার

২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২১

গ্লিসারিন একটি তরল বস্তু ইহা দ্বারা সিনেমা/নাটকের অতি নাটুকেরা কান্নাদৃশ্যের অবতারনা করিয়া থাকেন অথচ আমার গৃহে কোনরুপ গ্লিসারিনের শিশি সদৃশ্য বস্তু নাই তথাপিও গৃহিনী আমার কারণে অকারণে কি বলছি অকারণেরই বেশি ফুপিয়ে ফুপিয়ে জলধারা বাহির করিবার যে মনোহর দৃশ্যের প্রত্যহ মঞ্চায়ন করিয়া থাকেন তাহা দেখিয়া আমার ইহধামের হেন বস্তু নাই যাহার উপর থেকে শ্রদ্ধা উঠিয়া যায় নাই। আমি আজ অবশ্যই উহার বিশদ বিবরণে যাইব না শুধুমাত্র কয়েকখানা মেলো ড্রামা আপনাদিগকের নিকট প্রকাশ করিব বলিয়া মনস্থির করিয়াছি এবং অবশ্যই ইহা উনি কোন মারফত জানিতে পারিলে আমার শানির দশা সহসা কাটিবে না নিশ্চিৎ ধরিয়া লইতে পারেন।



ঘটনা ১।। উনার অনেক শখের মেনি বেড়াল ছানাটি ইহধাম ত্যাগ করিলে উনিও সহযাত্রী হইবার বাসনায়ই হয়ত বাহাত্তর ঘন্টার আহার বিরতি দিয়াছিলেন এবং উনার সাথে সাথে আমরাও যাহাতে শরিক হইতে পারি তাহার জন্য রসুইঘর সম্পূর্ণরুপে বন্ধ করিয়া দিয়াছিলেন। আমরা কিরুপে বাঁচিব এই আর্তি জানাইলে আমরা দয়ামায়াহীন নরাধম ডাকনাম পাইয়া মুখে কুলুপ আটিতে বাধ্য হই এবং উনার ক্রমাগত ডুকরে কাঁদার বিরতি আনিতে মৃদূ হাস্যরসের অবতারনা করিলে কাঁন্নার গতি বৃদ্ধি পাইবার হেতু আমরা রণেভঙ্গ দিতে বাধ্য হই।:D



ঘটনা ২।। এই ঘটনাটি কতকাল আগে ঘটিয়াছে হিসেব বাহির করিতে সিএ কোর্সধারী হিসাবরক্ষক আনিতে হইবে প্রত্যহর ন্যায় উনি শোয়ার ঘরের বিছানা পাতিতে যাইয়া বিছার হুল হাতে বিধাইয়া হুলুস্থুল কান্ড ঘটাইয়াছিলে এবং অদ্যবধি নিজ হস্তে বিছানা পাতিবার নাম করেন না এবং ভুলক্রমেও তাহাকে দিয়া আর এই কর্মটি সাধন করিতে পারি নাই এবং অবশ্যই তাহার কান্না করিবার বিরল গুনটির কারনে খুব বেশি জোরাজুরি করিবার চেষ্টাও করা হইয়া উঠে নাই।:((



ঘটনা ৩।। জগৎের সবচাইতে ভয়ঙ্কর প্রাণীর নাম তেলাপোকা উনি না বোঝাইলে বোঝা হইয়া উঠিত না এবং বোঝার পর হইতে অদ্যবধি গৃহের কোথাও ওরুপ কোন প্রাণী যেন দেখা না যায় তাহার জন্য এই অধমকে সাপ্তাহিক ছুটির দিনটিকে মাটি করিয়া উক্ত প্রাণীদের সম্ভাব্য আবাসস্থলে হানা দিতে হয়।:D



শুনিয়াছি কাঁদিলে মন হালকা হয় হৃদয়ের ব্যথা কমে। উনি নিজেকে হালকা করিতে গিয়ে আমাদিগকে এক ভীষন পরীক্ষার মধ্যে ফেলিয়া রাখেন তাহাতে আমরা পাশ করিলাম নাকি ফেল করিলাম তাহার বিশেষ কিছু আসে যায় বলিয়া মনে হয় না। (চলবে)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৮

ভূতের কেচ্ছা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫১

♥কবি♥ বলেছেন: ধইন্যা।

২| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৯

অন্যসময় ঢাবি বলেছেন: রবীন্দ্রনাথকে ফিরে পাইলাম মনে হইল

২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

♥কবি♥ বলেছেন: রম্য লেখার জন্য চলিত ভাষার চেয়ে এটিই আমার কাছে শ্রেয় মনে হয়েছে আর রবীন্দ্রনাথ একজনই ছিলেন নতুন করে উনাকে আর দরকার নেই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.