নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

একজন জাফরুল মবীনের চলে যাওয়া

২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০১

জাফরুল মবীন আপনাকে ধন্যবাদ।

আপনি আপনার রুচিশীল ব্লগিং দিয়ে মাত্র ১বছরেরই আমার মত অনেকেরই মন জয় করে নিয়েছেন। বিদায় বলে দেয়ার জন্য হয়ত এটাই আপনার কাছে সঠিক সময় মনে হয়েছে এবং আপনি আপনার যুক্তি দিয়েছেন। কেউ চলে যেতে চাইলে তাকে ধরে রাখা যায় না এবং সেটা যুক্তিযুক্তও নয়। তবে আপনার মত একজন গুণী লেখকের এভাবে সরে যাওয়া মেনে নেওয়া কষ্টকর। কষ্টের মাত্রা আরো বেড়ে যায় যখন আপনার বিদায় বলে দেয়া পোষ্টে কমেন্ট করার সুবিধা বন্ধ করে রাখেন। কমেন্টে ব্যর্থ হয়ে আমার মত আরো কয়েকজন পোস্টে লাইক দিয়েছেন তার মানে এই নয় আপনার চলে যাওয়া তাদের পছন্দ হয়েছে। তারা সকলে আপনাকে পছন্দ করে এটাই বোঝাতে চেয়েছেন।

আমরা সকলে চাইব আপনি অনিয়মিতভাবে হলেও সামু ব্লগের সাথে সম্পৃক্ত থাকুন আরো অনেক অনেক দিন। যেখানেই থাকুন ভাল থাকুৃন জাফরুল মবীন অথবা যে নামে আপনি আপনাকে চেনেন ভ্রাতা! ধন্যবাদ।

সেই পোস্টের লিংক যেখানে তিনি বিদায় বার্তা দিয়েছেন

জাফরুল মবীনের ব্লগ

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২২

বাংলাদেশী দালাল বলেছেন: "কমেন্টে ব্যর্থ হয়ে আমার মত আরো কয়েকজন পোস্টে লাইক দিয়েছেন তার মানে এই নয় আপনার চলে যাওয়া তাদের পছন্দ হয়েছে। তারা সকলে আপনাকে পছন্দ করে এটাই বোঝাতে চেয়েছেন।"


ধন্যবাদ কবি ভাই পোস্টের জন্য।

@জাফরুল মবীন আপনি অসাধারণ তাই "সাধারণ" উপেক্ষিত !

২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩০

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ ভাই বাংলাদেশী দালাল। আপনার মত আমরা সবাই চাই তনি থাকুন আমাদের সাথে। ভাল থাকুন।

২| ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৪

মহামান্য-রাষ্ট্রপতি বলেছেন: জাফরূল মবীন আপনি থাকবেন সামুর সাথে এটাই আমাদের সবার চাওয়া।

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০২

♥কবি♥ বলেছেন: আপনি যখন বলেছেন তখন তার না যাওয়াই উচিৎ।

৩| ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উনার এই সিদ্ধান্তে ব্যক্তিগত ভাবে আমি খুবই মর্মাহত!

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৪

♥কবি♥ বলেছেন: জাদিদ ভাই আপনার মত আমাদেরও একই অবস্থা। মবীন ভাই ফিরবেন কিনা জানিনা তবে তার মত ব্লগারের থাকা উচিৎ।

৪| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০০

চাঁদগাজী বলেছেন:


ব্লগার কি ব্লগিং ছাড়তে পারে? আমার মনে হয় না।

জাফরুল মবীন, লিখতে থাকুন।

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৫

♥কবি♥ বলেছেন: আমাদের প্রত্যাশাও আপনার মতন চাঁদগাজী ভাই ভাল থাকুন।

৫| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১১

বিদগ্ধ বলেছেন:
Fair Weather Blogger দেরকে আমার ভালো লাগে না। পরিবশ অনুকূল থাকলেও লেখো, না হয় বিদায়... এটা ব্লগার/লেখক কারও বৈশিষ্ট্যে যায় না....

সত্যিকার ব্লগাররা ব্লগিং ছাড়তে পারে না.... এরা নজরুলের পাখির মতো মানুষ না শুনলেও তারা গান থামায় না। ব্লগাররাও সেরকমের, কেউ না পড়লেও লেখে যাবে...এমনকি ব্লগসাইটের কর্তৃপক্ষ তাকে ব্যান করলেও তারা থামেন না...

সহব্লগার জাফরুল মবীনের শেষ লেখাটি পড়েছি। কিছু সমস্যার মুখোমুখী তিনি হয়েছেন, সহমর্মীতা জানাই। এরকম সমস্যা কিছু সময় অতিক্রম করলে সকলেই পায়। তবু জীবন থেমে থাকে না.....


ব্লগিংও থেমে থাকার বিষয় নয়...

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬

♥কবি♥ বলেছেন: "সত্যিকার ব্লগাররা ব্লগিং ছাড়তে পারে না.... এরা নজরুলের পাখির মতো মানুষ না শুনলেও তারা গান থামায় না। ব্লগাররাও সেরকমের, কেউ না পড়লেও লেখে যাবে...এমনকি ব্লগসাইটের কর্তৃপক্ষ তাকে ব্যান করলেও তারা থামেন না..."

ভাল বলেছেন ভাই আশা করছি মবীন ভাই বুঝবেন। ধন্যবাদ।

৬| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১১

মাঘের নীল আকাশ বলেছেন: ব্লগের মত একটা ভার্চুয়াল স্পেস থেকে "চলে যাওয়ার" বিষয়টি আমার ঠিক মাথায় আসছে না... :| :| :|

নাকি উনি মনস্থির করেছেন যে, যতদিন বেঁচে থাকবেন ততদিন কোন অবস্থাতেই আর ব্লগে কোন লেখা (মৌলিক/সংগৃহীত) দেবেন না বা অন্যের লেখাও পড়বেন না বা ব্লগে লগ ইন-ও করবেন না ?!? :| :| :|

উনি তার "বিদায়ী পোস্টে" নিজেকে যেভাবে পরপোকারী হিসাবে তুলে ধরেছেন, তাতে করে তার পোস্টে যদি অন্যের উপকার হয় তবে এ ধরনের "চলে যাওয়ার" মানে কী ?!? :| :| :|

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৮

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সবগুলো কথার সাথে সহমত তবে তাতে তিনি ফিরবেন কি??

৭| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২১

আবদুর রব শরীফ বলেছেন: অসাধারণ তথ্য সমৃদ্ধ লেখাগুলো কি আর পাব না!!! ভাবতেই খারাপ লাগছে...

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৪

♥কবি♥ বলেছেন: সহমত ভাই আশা করছি উনি মত বদল করবেন। ধন্যবাদ।

৮| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি বাকরুদ্ধ ! :(( :((

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৯

♥কবি♥ বলেছেন: গিয়াস লিটন ভাই আমরা সকলেই বাকরুদ্ধ!

৯| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৮

এহসান সাবির বলেছেন: আশা করছি উনি সব ভুলে আমাদের পাশে থাকবেন।

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩০

♥কবি♥ বলেছেন: সহমত এহসান সাবির ভাই। ভাল থাকুন।

১০| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৭

মাথা ঠান্ডা বলেছেন: উনাকে সবসময় পাশে চাই।

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০০

♥কবি♥ বলেছেন: আমরা সামুর সকলেই তাকে পাশে চাই। আপনার আমার সকলের চাওয়া সফল হোক তিনি ফিরে আসুন আমাদের সামুর ভূবনে। ধন্যবাদ।

১১| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৩

হাসান মাহবুব বলেছেন: খুব খারাপ লেগেছে। আশা করি উনি বিষয়টি আরেকবার ভেবে দেখবেন।

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৮

♥কবি♥ বলেছেন: হাসান ভাই আমাদের সবার চাওয়ায় যদি মবীন ভাই তার মনোভাব পাল্টান তবে তাই হোক।

১২| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৫

কলমের কালি শেষ বলেছেন: মন খুব খারাপ হলো । উনার জন্য অনেক শুভ কামনা রইলো ।

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩২

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ। ভাল থাকুন।

১৩| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

মবীন ভাইয়ের হঠাৎ সিদ্ধান্তে খুবই মর্মাহত হয়েছি।

মবীন ভাই,

বিষয়টি আরেকবার ভেবে দেখুন ।

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৪

♥কবি♥ বলেছেন: সহমত ভাই। আমরাও তাই চাই।

১৪| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: মবীন ভাইয়ের চলে যাওয়া মানে বেশ কিছু সাধারন কিন্তু জটিল গুরুত্ব পূর্ণ বিষয় জানা থেকে বঞ্চিত হওয়া

আশা করছি উনি ফিরে আসবেন ...

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ মনিরা আপু আপনার সাথে আমরাও আশা করছি উনি ফিরে আসবেন।

১৫| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩১

ভূতের কেচ্ছা বলেছেন: আশা করছি উনি ফিরে আসবেন

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৪

♥কবি♥ বলেছেন: আপনার সাথে আমরাও আশা করছি উনি ফিরে আসবেন। ভাল থাকুন।

১৬| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫০

জানা বলেছেন:
এই সিদ্ধান্তটি অবশ্যই প্রিয় মবীন ভাইয়ের ব্যক্তিগত বিষয়। মানুষের একান্ত ব্যক্তিগত ভাল লাগা-না লাগায় হস্তক্ষেপ শোভন ও নয়। তারপরও সহ ব্লগার হিসেবেতো বটেই , এক অর্থে একটি পরিবারের প্রিয় সদস্য হিসেবে যে মধুর এবং মজবুত সম্পর্কটি গত একটি বছরে গড়ে উঠেছে সেই জায়গাটি থেকে দু'টো কথা বলবার অধিকারটুকুতো আমাদের সবারই আছে। আমিও সঙ্গত কারণেই এই পোস্টে শেষ পর্যন্ত না এসে পারলাম না।

সবার মত আমারও প্রচন্ড মন খারাপ হয়েছে তাঁর পোস্ট দেখে। পরিবারের সবার প্রিয়, একজন বিশেষ গুনী মানুষের হঠাৎ করে আড়াল হতে চাওয়াটা সবার জন্যে কষ্টের...!

এত্তোগুলো মানুষের সত্যিকারের ভালবাসা এড়িয়ে যদি সত্যিই ভাল থাকেন বা বিশেষ মঙ্গল হয় তবে, আমি আর কিছু বলতে চাই না।

আপনার পোস্টে মন্তব্য অপশনটি বন্ধ করে রেখে একরকম ভালই করেছেন নয়তো বিষয়টি আরও ভারী হতে পারতো সবার জন্যে। ভাল থাকুন প্রিয় মবীন ভাই। মঙ্গলময় হোক আপনার সকল কর্মযজ্ঞ।

:( :(..........!



পোস্টের জন্যে ধন্যবাদ প্রিয় ♥কবি♥ ।

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০১

♥কবি♥ বলেছেন: জানা আপুমনি আপনার সাথে শতভাগ সহমত পোষণ করছি আর আশা করছি অফ-লাইনে হলেও এই পোস্ট তিনি পড়বেন।

আর এতগুলো মানুষের সত্যিকারের ভালবাসার ডাকে সাড়া দিবেন।

ভাল থাকুন জানা আপুমনি, সদা সর্বদা শুভকামনা।

১৭| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর চলে যাওয়া কি খুব জরুরী? আমরা এমন জ্ঞানগর্ভ লেখা পাব কোথায়- চলে গেলে!!!!!!!!

জানাপুর সাথে সহমত।

তারপরও আহবান- নিয়মিত হোন ব্লগিংয়ে.. ব্যস্ততায় হোকনা তা সপ্তাহে একদিন বা অন্যরকম..যেমনই হোক। সম্পৃক্ততা নিয়ত থাকুক!!

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৮

♥কবি♥ বলেছেন: সহমত বিদ্রোহী ভাইয়া।

১৮| ২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: আপনার শিরোনামটা ভয়ংকর! তাঁর লেখা আমাদের আলোকিত করত আগামীতেও করবে আশা করি

২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১০

♥কবি♥ বলেছেন: আমরাও আশাবাদী হতে চাই দেখা যাক।

১৯| ২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

জাফরুল মবীন বলেছেন: আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে আমার খুব সাধারণ একটি সিদ্ধান্তে আপনারা কষ্ট পেয়েছেন জেনে।

আমার এই সিদ্ধান্তটি খুবই ব্যক্তিগত এবং এর সাথে কোন ব্লগার বা ব্লগ কর্তৃপক্ষের কোন সংশ্লিষ্টতা নেই।আরিল আমার বন্ধু।বন্ধুস্ত্রী জানা’র সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে এবং তিনি আমার অবস্থা বুঝেছেন।

আমি আরও বিস্তারিত জানাতে পরে আবার আসছি।

কবিসহ আপনাদের এ আবেগ আমাকে অশ্রুসিক্ত করেছে। :(

২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

♥কবি♥ বলেছেন: অবশেষে মবীন ভাই!!!!!!!!!!!!!!! আমি বাকরুদ্ধ!!!!!!!!!!!!!!!!!!!!

২০| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৯

দীপংকর চন্দ বলেছেন: মহা মুশকিল তো!!!

ঘটনাটা মাত্র চোখে পড়লো আমার!!

ভাই, আমি তো কাউকে কোন কিছু বোঝানোর যোগ্যতা রাখি না। এবং মবীন ভাইয়ের মতো বিজ্ঞ একজন মানুষকে তো নয়ই!

তা বলে যোগ্যতাহীন মানুষরা কী তাদের চেষ্টাটা করবে না?

মবীন ভাই,

আবেগ ব্যক্তি মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই।

কিন্তু সামাজিক মানুষ হিসেবে একজন ভালো মানুষের দায়িত্বটাও অনেক গুরুত্বপূর্ণ।

ভালো মানুষের নীবরতার অর্থ সমাজে মন্দ মানুষের সরব উপস্থিতিকে আরও বলশালী হতে দেয়া।

আমাদের লক্ষ্য যে একটা ভালো সমাজে বাস করা মবীন ভাই!

আমরা পাশাপাশি চলতে চাই দীর্ঘপথ।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫০

♥কবি♥ বলেছেন: সহমত। তবে মবীন ভাই জানাবেন বলেছেন দেখা যাক তিনি কি জানান। তবে পসিটিভ হবেনা তা তার কমেন্টে প্রায় নিশ্চিত।

২১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি মন খারাপ করা সংবাদ। উনি ফিরে আসলে মনটা ভাল হতো ।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৫

♥কবি♥ বলেছেন: শ্রদ্ধেয় সেলিম আনোয়ার ভাই ১৯ নম্বর কমেন্টে মবীন ভাই তার নিরবতা ভঙ্গ করেছেন। তিনি ফিরবেন না বলেই মনে হচ্ছে বাকীটা দেখা যাক।

২২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১২:১২

জাফরুল মবীন বলেছেন: মা’বুদে এলাহি! আমার মত খুব সাধারণ একজন লেখকের জন্য একি আবেগের উচ্ছ্বাস!!আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই।ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের মনে কষ্ট দেবার জন্য। এবার ঘটনাটা খুলে বলি- আমার এক আত্মীয় সরকারের এক বিশেষায়িত সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা।উনি অসুস্থ আব্বাকে দেখতে এসে ব্লগিং নিয়ে কিছু আলাপ করার এক পর্যায়ে অভিজিৎ এর প্রসঙ্গ টেনে আনেন।মা এসব কথা শুনে বেশ ভয় পেয়ে যান।ব্লগিং না করার জন্য বার বার নিষেধ করতে থাকেন।যদিও আমি তাকে বুঝিয়েছি যে আমার ব্লগিং কনটেন্ট ভিন্ন।তবুও ৫সন্তানহারা মায়ের মন অস্থির ছিল।আমার ঐ আত্মীয় গতকাল সপরিবারে আমাদের বাসায় আবার আসেন।গল্প করার এক পর্যায়ে আমার প্রশংসা করতে গিয়ে মা’র উদ্দেশ্যে বলেন “আপনার ছেলেতো ব্লগারদের হিট লিস্টে আছে”।ব্যস উনারা যাওয়ার পর মা কাঁদতে শুরু করলেন।মায়ের চোখে পানি ঝরানোর মত অধম সন্তান হতে না পারায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।কিন্তু এসব বিষয় পাবলিকলি বলতে দ্বিধান্বিত থাকায় ব্লগে পোস্টটা ওভাবে লিখেছিলাম।কিন্তু আমার সহমর্মী মানুষগুলো এতটা আবেগপ্রবণ হয়ে যাবেন বুঝতে পারিনি।আমি কিন্তু পোস্টে লিখেছিলাম “তবে জীবনে এমন কিছু সময় আসে যখন ব্যক্তিগত ইচ্ছাটা সবকিছুর উপর প্রাধান্য বিস্তার করে।আজ সেরকম একটা অবস্থাতেই সামুকে বিদায় জানাতে হচ্ছে।” আশা করি বিষয়টা ক্লিয়ার হলো,তাই না?আমার লেখালেখি ঠিকই চলবে তবে সেটা ফেবুতে।পার্থক্য এটুকুই।

ধন্যবাদ ভাই কবি এতটা ভালোবাসা ও সহমর্মিতা দেখানোর জন্য।ধন্যবাদ মন্তব্যকারী সকল ব্লগার ভাইবোনদেরকে।ভালো থাকুন সবাই।

৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৬

♥কবি♥ বলেছেন: আমার মনে হয় এবার আমরা সকলে বুঝেত পারছি আপনার অসুবিধাটা। ভাল থাকুন ভাই। ধন্যবাদ।

২৩| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৮

না পারভীন বলেছেন: মবীন ভাই এর মন্তব্য পড়েছি। মনে পড়ে এন্টিবায়োটিক রেজিস্টেন্স নিয়ে পোস্ট দেয়াতে আমার সাব সেন্টারের সেকমো মারাত্মকভাবে রিরক্ট করেছিলেন আর আরো একটি ইসলামী পোস্ট দেয়াতে কিছু ব্লগারের মারাত্মকভাবে আক্রমণ এর কারণে আমার বেশ ভাল সমস্যা য় পড়তে হয়। আমার আম্মা ও আমাকে রিকুয়েস্ট করেছিলেন লেখালেখি বন্ধ করতে। আমি এখন লিখতে পারিনা কারণ অবাস্তব ধরনের ব্যস্ততার জন্য।

মবীন ভাই ঝামেলা মিটে গেলে মা আবার ভুলে যাবেন। ব্লগিং ছেড়ে ফেবুতে লিখলেও সাথে আছি। তবে সামুকে ছেড়ে না যাবার রিকুয়েস্ট রইলো ।

"ভালবেসে চলে যেও না
ভালবেসে চলে যেতে নেই "

২৪| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৭

সুফিয়া বলেছেন: একজন ব্লগার সব সময় ব্লগার। জাফরুল চলে গেলেও রয়ে যাবেন আমাদের মধ্যে।

আমি অবশ্য জানতে পারিনি কি এমন হয়েছিল যে জাফরুল ভাইয়ের মতো একজন দায়িত্বশীল ব্লগারকে ব্লগ ছেড়ে চলে যেতে হলো।

জাফরুল ভাইয়ের এই চলে যাওয়া একেবারে চলে যাওয়া না হয় এই কামনা করছি।

ধন্যবাদ আপনাকে লেখাটা শেয়ার করার জন্য।

আসুন আমরা সবাই মিলে জাফরুল ভাইয়ের ফিরে আসার অপেক্ষায় থাকি।

২৫| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬

ইমতিয়াজ ১৩ বলেছেন:



@ জাফরুল মবীন ভাই আপনার মায়ের জন্য অনেক দোয়া ও শুভকামনা।


আর আপনার সংশ্লিষ্ট আত্মীয়কে কি বলবেন তার কথার প্রকৃত অর্থটা আপনার মাকে বুঝানোর জন্য। আসলে আপনি ব্লগিং না করলে ব্লগিং জগতের তেমন কোন ক্ষতি হবে না কিন্তু আমরা যারা আপনার পাঠক তার নিদিষ্ট কিছু বিষয়ের জ্ঞনগর্ভ পোস্ট থেকে বঞ্চিত হব। আর ফেবু তে লেখে আর ব্লগে লেখা এক কথা নয়। কারন ফেবুতে তারাই আপনার পোস্ট পড়তে পারবেন যারা আপনার বন্ধু তালিকায় আছেন আর ব্লগে পাঠকদের জন্য সকল পোস্ট উন্মুক্ত। বড় ভাই (ভাইয়া) মাকে একটু বুঝিয়ে ব্লগে ফিরে আসুন প্লিজ

২৬| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আশা করি মবিন ভাই এর মন্তব্য থেকে জানা আপু কিছু নিতে পারবেন। কেন আজকে গুনী ব্লগাররা ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন? কেন আজকে ব্লগের এই দুরবস্থা ?

সমস্যার বীজটা অনেক আগে বপন করা হয়েছিল। তখন যদি জানা আপু এবং অন্যান ব্লগ কর্তৃপক্ষ ঐ ধারাটাকে শক্ত হাতে দমন করতেন, আজকের এই অবস্থা সৃষ্টি হত না ! :( :(

২৭| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৫

মুদ্রা সংগ্রাহক বলেছেন: জাফরুল মবীন ভাইয়ের উদ্দেশ্যে বলব যদি সম্ভব হয় তাহলে মাকে বুঝিয়ে ব্লগে ফিরে আসুন। এত কষ্ট করে এতগুলো পোস্ট করলেন সেগুলো যদি এক মুহূর্তে সরিয়ে দিতে হয় তাহলে পোস্ট-দাতার কতটা মনকষ্ট হতে পারে সেটা আমরা এখানে সবাই জানি।

আর সবচেয়ে ভাল হয় একবার আপনার অবিবেচক আত্মীয়কে যদি আপনার পোস্টগুলি এবং সেখানে আপনার অগণিত পাঠকের কমেন্টগুলি পড়তে দেন। হয়ত উনি ওনার বক্তব্য ফিরিয়ে নিবেন আর আপনার জন্যও সহজ হবে আপনার মাকে বোঝানো।

যে সিদ্ধান্তই আপনি নিন না কেন সেটা আপনার ব্যক্তিগত এবং তাতে অযাচিত নাক গলানোর অধিকার আমাদের নেই, তবে সামু পরিবারের একজন সদস্য এবং আপনার পোস্টের পাঠক হিসেবে একটা অধিকার আমাদের সবার আছে - সেটা হল আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ, আশা করব অচিরেই আপনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

২৮| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি কাকে জাম ভাই বলে ডাকব? আর আমায় কে বোমা ভাই বলে ডাকবে? এভাবে চলে যেতে নেই জাফরুল মবীন ভাই। আমিও আপনার মত এরকম সমস্যায় পড়েছি, কিন্তু কি আর করা? :( প্লিজ এভাবে চলে যাবেন না ভাই আমার। :(( প্লিজ, প্লিজ, প্লিজ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.