নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

শহুরে ব্যাচেলর

৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

একা মানুষ হাজার দুয়ারি মন

ক্লান্ত প্রাণ নীড় খোঁজে অবেলায়।



নিজেকে বাধতে পারিনি আজো কলকব্জার ফ্রেমে

নির্বাক অচ্ছুত আমি শহুরে কোলাহল মুখরতায়

বিনিদ্র রজনী, পাশাপাশি আমি ল্যাম্পপোস্ট আর

কিছু খুচরো জীবনের অপচয়।



আলোর শহরে থাকি আধার নিয়ে বুকে

এক টুকরো ভোর আর কোল বালিসে রাত

আর বাদ বাকী গোলামীর চাদরে মুড়ে।



বেচে দিয়েছি আমার সারাটা দিন তিন বেলা আহার আর

ঠুনকো কিছু বাহারী গোলকধাঁধায়...।

















মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৫

মনিরা সুলতানা বলেছেন: আলোর শহরে থাকি
অন্ধকার বুকে নিয়ে.....

লেখা ভালো লেগেছে।

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৩

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা আপুমনি।

২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: কিছু শব্দেই একটা জীবন

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ আরণ্যক ভাল বলেছেন। ধন্যবাদ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৫

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.