নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

পঙ্গ-পালের জীবনযুদ্ধ

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৫৩

দহনকাল প্রলম্বিত হল পিন পতন নিরবতায়
জীবন-জটে আষ্টেপিষ্টে বাঁধা মানুষের দৃষ্টি ফেরার আগেই।

দ্বিতীয় সুযোগের অপেক্ষায় থাকা মানুষের লাইন বাড়ছে
পরের বারেই সফল হবের দল আশার বেলুনে বুক ফুলিয়ে নেয়।

চৈত্রের প্রখর খরায় জ্বলে-পুড়ে শুণ্য হৃদয় মানুষের দঙ্গল
প্রবল বেদনায় তৃষ্ণার জলে পাখির চোখ করে।
আর ভাল মানুষের মুখ করে থাকা হায়েনার দল
রাত্রিভোজের আয়োজনে ব্যস্ত, আশাবাদী মানুষের চেয়ে ভাল খাবার আর নাকি হয়না।

জীবন জুয়ায় জিততে আমরা যারা পয়সা দিয়ে দুঃখ কিনি
দিন শেষে হারের গ্লানি গায়ে জড়িয়ে সফল হই শুধু ঘুমের দেশে।


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.