নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

অবাক পৃথিবী আমি ছাড়া

২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৫৩


বোধকরি মরে গেছি কবেই কেবল
আস্ত মড়া অয়বয়টাকে বয়ে চলেছি নিরন্তর
শোধ করছি জীবনের ঋণ শেষ রক্তবিন্দু দিয়ে
সবেরই শেষ আছে আমিও নিঃশেষ প্রায়।

অন্তের শুরু দেখে ফেলেছি
জীবন এমনই কোন অন্তমিল নেই
নেই শেষ মূহুর্তের নাটকীয়তা
চলছে চলছে এবং শেষ.. কেউ ফিরে তাকাবে না।

এদিকে আমি ছাড়াও পৃথিবী তেমনি আছে
কান্না কোলাহল জীবনের জয়গান সবই ঠিকঠাক
আমি ছিলাম কেবলি আমার পৃথিবীতে সদা বিচ্ছিন্ন
সবাই যেমনটি থাকে নিজ অন্তুপুরে।।

ঘোরের শেষে জাবেদা খাতাটি কাঁটাছেড়া করে
ফলাফলের ঘরে কেবলি শুণ্যতা
অগুনতি না পাওয়ার জের টেনে টেনে
ক্লান্ত প্রাণ নিস্তার চায়, করতে চায় নতুন করে শুরু
অথচ চাহিবা মাত্র বিধাতা সুযোগ দিতে বাধ্য নন!!









মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৫ রাত ৮:৫৫

দীপংকর চন্দ বলেছেন: বিষণ্ন শব্দাবলী!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৯ শে মে, ২০১৫ দুপুর ১২:১৫

♥কবি♥ বলেছেন: অসীম ভালবাসা জানবেন দীপংকর দা। বেঁচে থাকা যখন দমবন্ধ গুমোট হয়ে ওঠে কবিতারা তখন বিষন্ন হতে বাধ্য। ধন্যবাদ দাদা ভাল থাকুন সদা সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.