নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

"সাদা মেঘের কাব্য"

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

কাঠকয়লা হৃদয়ে ছাইচাঁপা আগুন নিয়ে কাব্য করা সাজে
প্রেম ভালবাসার বীজ বুনলেই সেটা সুজলা সুফলা হয়না যে।

পোড়া হৃদয়ের দগদগে ঘা ইনিয়ে বিনিয়ে কাাঁদে
স্বপ্ন দেখার স্বপ্নরা অধরা বহুদূর গিরিখাদে।

পোড়া জমিনেই কেন প্রেমেরা বারবার অকারণে দেয় হানা
কি খুজে পায় পরিত্যক্ত আমাতে রয়ে গেছে অধরা অজানা।
ফিরিয়ে দিয়েছি অগুনতি আবেদন নিবেদিত প্রাণের দাবী
চাইনি ওরা পাকচক্রে পড়ে ভুলের স্রোতে দিবানিশি খাক খাবি।

নিরাসক্ত মুখের বলিরেখাগুলো জানিনা কি যাদু জানে
অজস্র ললনার ঘুমকাড়া রজনী ভোর প্রার্থনা বাজে কানে।

নিঃশেষ আমাতে যেটুকু প্রাণ রসায়ণ রয়েছে অবশিষ্ট
কেউ না জানুক আমিতো জানি শেষ হয়েছে রসায়ন
নিবু নিবু প্রদীপের ঝড়ো প্রলাপ, বেহালার সুর
আমি অবশিষ্ট কেবলি উচ্ছিষ্ট!!!

সব মেঘই বৃষ্টি হয়ে ঝরে না কিছু মেঘ ভেসে বেড়ায় ঠিকানা বিহীন
আনন্দ অথবা নিরানন্দলোকে।

২০-০৯-২০১৫ ইং
দুপুর-০১-৪০মি.



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

সুমন কর বলেছেন: সব মেঘই বৃষ্টি হয়ে ঝরে না কিছু মেঘ ভেসে বেড়ায় ঠিকানা বিহীন
আনন্দ অথবা নিরানন্দলোকে।


অনেক দিন পর, দিলেন। ভালো লাগল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

♥কবি♥ বলেছেন: ব্লগে ফেরাটা সহজ ছিল না তবে ফিরতে পেরে ভাল লাগছে। সুমন দা আপনাকে ধন্যবাদ সদা প্রেরণা দেয়ার জন্য।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

জেন রসি বলেছেন: নিঃশেষ আমাতে যেটুকু প্রাণ রসায়ণ রয়েছে অবশিষ্ট
কেউ না জানুক আমিতো জানি শেষ হয়েছে রসায়ন
নিবু নিবু প্রদীপের ঝড়ো প্রলাপ, বেহালার সুর
আমি অবশিষ্ট কেবলি উচ্ছিষ্ট!!!


ভালো লেগেছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ জেন রসি শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.