নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

"ভাবুকের ভাবনা"

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

ধরুন, মরে গেলেন অতঃপর কি?
সেকি অপার্থিব আঁধার নাকি নবরুপের জ্যোতি
নিদারুন অজ্ঞতা নিয়েই আপনি আমি আমরা
নিত্য মরণশীল প্রজাতি।

ধর্ম কি কেন কারটা ঠিক-ঠিকুজি, নিদারুন অজ্ঞতা নিয়ে ধাবমান জীবন
বর্ণিল জীবনে নিত্য মরণের ঝুকি নিয়ে সময় নামক হেয়ালির কাছে অসহায় আত্ম সমর্পণ
তারপর....

ভবির্ষত না জানার মূখ্যতা নিয়ে অতীতের ছায়া হয়ে এ মূহুর্তে বেঁচে আছি
আমার মতন আপনিও সেই একই গীত একই পথের পথিক।
অস্তিত্ব সংকটে পড়লে মানুষ হেয়ালীর কাছে চায় আশ্রয়
আর হেয়ালীগুলো কি নিদারুন সত্য বলে ভ্রম হয় সময়ে অসময়ে।

বেঁচে থাকার স্বার্থকতা কিসে কি সেই পরম চাওয়া যা অপূরণীয় এখনো
গানের ভাষায় বলি সব চাওয়া হয়না পূরণ, কিছুটা না পাওয়ার সাফল্য আসুন
উদযাপন করি নির্মল না পাওয়ার আনন্দে আমূল আবগহনে..
নয়ত কিঞ্চিত দৃষ্টিভঙ্গি বদলের নব প্রয়াসে।।।

কবি-
২৪-১২-২০১৫ ইং।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০

শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো । শব্দের চয়ন চমৎকার তবে আরও লিখতে হবে।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ সদা তরুন শাহ আজিজ ভাই ভাল থাকুন নিরন্তর।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

♥কবি♥ বলেছেন: অশেষ ধন্যবাদ কল্লোল পথিক। ভাল থাকুন সদা সর্বদা।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

আজমান আন্দালিব বলেছেন: মরে যাওয়ার পরেই তো শুরু আসল জীবনের ...

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০

♥কবি♥ বলেছেন: সে তো আপনার আামার মত কিন্তু সবাই কি তাই বলে?

ধন্যবাদ আজমান ভাই ভাল থাকা হোক নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.