নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

উদ্বাস্তু পৃথিবী আমার

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২



হায়রে! মানুষ,
কি আছে তোমার জন্তু হতে ভিন্ন সামান্য উন্নত মগজটুকু ছাড়া
তবে কেন বারংবার জন্তু হবার জন্য সুতীব্র হাহাকার জড়ো কর
পুঞ্জীভূত জানোয়ার স্বভাব কেন ফিরে ফিরে আসে মানুষে মানুষে।।

কার বিরুদ্ধে যুদ্ধ তোমার ঈশ্বরের নামে
কেন তোমাদের ঈশ্বরেরা নিজেরা নামেনা যুদ্ধে
জয় পরাজয়ের ফয়সালা করার তুমি কে হে হরিদাস পাল!

নিজেরা স্বর্গে বসে অপ্সরাগামী হবে আর তুমি মরবে
বুলেটে বোমায় অথবা অনাহারে, যখন তাহারা পানাহারে ব্যস্ত।
সৈনিক পিপিলিকা হয়ে দিন কাটাবে আর কতটা শতাব্দী
শুধুই মানুষ নামের পরিচয় যথেষ্ট নয়কি তোমার।।

কেন ঈশ্বরগ্যাংয়ের এত রক্ত পিপাশা
তোমার ঈশ্বর আর আমার ঈশ্বর এক না হলেই তুমি আমার শত্রু হবে কেন?
যেখানে তারা নিজেরা লড়েনা নিজের লড়াই!

কবি-
২৮-১২-২০১৫ইং।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

অসম্ভব আলো বলেছেন: ঈশ্বর থাকলে তিনি নিশ্চয় হস্তক্ষেপ করার ক্ষমতাসম্পন্ন হতেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

♥কবি♥ বলেছেন: কারো বিশ্বাসে আঘাত করে নয় মানুষের মানবতার কল্যাণে ঈশ্বরের নামে হানাহানি বন্ধ করার শুভবোধের উদয় হোক সকলের। ভাল থাকুন।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: সুন্দর হয়েছে কবিতাটা! +

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

♥কবি♥ বলেছেন: অশেষ ধন্যবাদ রক্তিম দিগন্ত। ভাল থাকুন সদা শুভকামনা।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

কল্লোল পথিক বলেছেন: কার বিরুদ্ধে যুদ্ধ তোমার ঈশ্বরের নামে
কেন তোমাদের ঈশ্বরেরা নিজেরা নামেনা যুদ্ধে
জয় পরাজয়ের ফয়সালা করার তুমি কে হে হরিদাস পাল!
চমৎকার কবিতা।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক অশেষ কৃতজ্ঞতা।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ঈশান আহম্মেদ বলেছেন: অসাধারন কবিতা। খুব ভাল লাগলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ ভাই ঈশান ভাল থাকা হোক নিরন্তর।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার হয়েছে+

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। ভাল থাকুন সদা সর্বদা।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

কিরমানী লিটন বলেছেন: নিজেরা স্বর্গে বসে অপ্সরাগামী হবে আর তুমি মরবে
বুলেটে বোমায় অথবা অনাহারে, যখন তাহারা পানাহারে ব্যস্ত।
সৈনিক পিপিলিকা হয়ে দিন কাটাবে আর কতটা শতাব্দী
শুধুই মানুষ নামের পরিচয় যথেষ্ট নয়কি তোমার।। দারুন-দ্রোহের কবিতা...। অভিবাদন প্রিয় ♥কবি♥
শুভকামনা সতত ...

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

♥কবি♥ বলেছেন: কিরমানী লিটন ভাই ধন্যবাদ অশেষ। ভাল থাকুন সদা সর্বদা।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

আমিই মিসির আলী বলেছেন: চমৎকার বলিতে পারিলাম না!
তবে হইয়াছে মোটামুটি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ মিসির আলী উৎসাহ দেয়ার জন্য ভাল থাকুন সদা সর্বদা।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

সুমন কর বলেছেন: কেন তোমাদের ঈশ্বরেরা নিজেরা নামেনা যুদ্ধে
জয় পরাজয়ের ফয়সালা করার তুমি কে হে হরিদাস পাল!


ভালো বলেছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

♥কবি♥ বলেছেন: সুপ্রিয় সুমন দা আপনার প্রতিটি কমেন্ট আমাকে আরো লেখার উৎসাহ যোগায় অনবরত। ভাল থাকুন সর্বদা।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

তামান্না তাবাসসুম বলেছেন: তোমার ঈশ্বর আর আমার ঈশ্বর এক না হলেই তুমি আমার শত্রু হবে কেন?
ভাল লাগলো।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ তাবাসসুম আপুমনি সহমত পোষণের জন্য। ভাল থাকা হোক সদা।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা অনেক।

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

♥কবি♥ বলেছেন: অনেক ধন্যবাদ খেয়ালি দুপুর..। এমন কম্পিলিমেন্ট পেলে লেখার উৎসাহ আরো বেড়ে যাবে... তখন পড়তে পড়তে বোর হয়ে যাবেন। ভাল থাকুন সদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.