নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

"স্লিপিং পিলের রাত"

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫


ভীষন যন্ত্রনায় যেন ছিড়ে যাবেই কপালের শিরা-উপশিরা
দু'টো পেইন কিলার একযোগে যুদ্ধ ঘোষনা করবে এখুনি-
শরীর কেন্দ্রীক প্রায় প্রতিটি ইন্দ্রিয় দহনের ওষুধে বাজার সয়লাব
কর্পোরেট দুনিয়ায় নিজ ব্রান্ড নেমকে জনপ্রিয় করার কতই না বাহারি প্রয়াস।

জানো তো সুহৃদ আমার না আর একটা অসুখ আছে একান্ত গোপন
হৃদয়টা জ্বলছে সেই অনন্তকালব্যাপিয়া ঘুমন্ত আগ্নেয়গিরির মতন ফুটন্ত লাভা বুকে নিয়ে
সিল্পিং পিলের রাতগুলো ভীষন গোলমেলে সুখস্বপ্নগুলো মনে না থাকার আক্ষেপ জাগায়
আজকাল বাড়ছে কেবলি স্লিপিং পিলের ডোজ সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভুলে যাওয়া সুখের স্বপন।


হয়ত মরে যাব সুপ্ত লাভা বুকে নিয়ে পৃথিবীকে জানানো হবে না কতটা ছিল ছলকে ওঠার আকুলতা
মহাকালের কাছে আত্মসমর্পন করব নিভৃতে কোন এক জলা জঙ্গলে অথবা ঘাস বালুর মাঠে
পরিচিতজন হতে যোজন দূরে কোন এক অজানায়।

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে
শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায়
আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে
আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

কবি-














মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

আহমেদ জী এস বলেছেন: ♥কবি♥





জানো তো সুহৃদ আমার না আর একটা অসুখ আছে একান্ত গোপন ।

কবিতা লেখার গোপন অসুখ । তবে স্লিপিং পিল খেয়ে লিখতে বসা কবি আমাদের দরকার নেই । আগ্নেয়গিরির মতন ফুটন্ত লাভা বুকে নিয়ে জেগে থাকা এক কবি চাই ।

ভালো লাগলো ।

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ সুহৃদ আহমেদ জী এস স্বপ্রতিভ মন্তব্যে +++।

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

সুমন কর বলেছেন: অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্ত হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে
শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায়
আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে
আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!


কবি, এবার কিন্তু দারুণ হয়েছে। +।

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

♥কবি♥ বলেছেন: আমার প্রাণপ্রিয় সুমন দা'র কমপ্লিমেন্ট পাওয়ার চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। ধন্যবাদ দাদা পাশে থাকার জন্য।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

তার আর পর নেই… বলেছেন: ভাল লেগেছে।

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন সদা সর্বদা শুভকামনা।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

জনম দাসী বলেছেন: শুভ কামনা... কবি।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫

♥কবি♥ বলেছেন: অনেক ধন্যবাদ আপুমনি। ভাল থাকা হোক নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.