নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

আটপৌরে রাতের আখ্যান

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫


নির্জলা র্নিঘুম রাত আর পাশ বালিসের জড় ছোঁয়ায় উত্থিত যৌবন
ক্ষনিকে ঝলকে ওঠা স্মৃতির এলিভেটর আর ক্রমাগত ওঠানামার কাহন।
একঝাক মিথ্যের ফুলঝুড়ি হৃদয়ে জড়িয়ে, ভ্রম সুবাসে চলমান জীবন চাকা
যেখানে একাকার প্রতারক ক্যালেন্ডারের ঝরে পড়া পাতার শব আর ভ্রম সংক্রান্ত বলিরেখার ভাজ।

জেগে আছি তবে একা নই, অগুনতি স্মৃতির কুঠুরিতে চলছে জোড় মিলন্তি খেলা
পাল্লা দিয়ে বইছে আলোক রাজ্যে আসা যাওয়ার বাড়ন্ত কোলাহল।
মায়াবাস্তবতার অধিশ্বর হয়ে আঁকছি আফিমাসক্ত ঘোলাটে স্বপন
সাতকাহনে ঘুরে ফিরে আসছে এলিভেটর...ঘমাক্ত মানবীর মুখ।

সিগারেটে শেষ টানের মত পোড়া মাদকতা নিয়ে চোখ বুজে আছি ঠায়
যেন চোখ খুললেই পালাবে প্রেয়সী, নিশুতি আাঁধারে হারাবে রাত জেগে গড়া পৃথিবী আমার।

কোন স্বপ্নরা আমাকে আলোড়িত করে খুব, জাগায় নতুন কিছুর মোহ
ঠিক কি কারনে বাঁচতে চাই আরো একটা রাত, তা সে হোক না র্নিঘুম।
প্রশ্নরা প্রায়শই প্রশ্ন থেকে যায় উত্তর মেলানোর অবসর খুঁজি
নিরন্তর বাড়ছে প্রশ্নের বহর, আমার একান্ত আকাশের নীলিমায়।।

-কবি
০৪-০২-২০১৬ ইং্

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

কেমন আছেন?

কোন স্বপ্নরা আমাকে আলোডিত করে < এখানে কি আলোকিত হবে?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

♥কবি♥ বলেছেন: "ধন্যবাদ সুমন দা। কোন স্বপ্নরা আমাকে আলোড়িত করে" ঠিক করে দিয়েছি। ধন্যবাদ আবারো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.