নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

স্পেশ্যাল স্বাদের পাতলা ডাল রান্না শিখতে চাই!!!! জানা থাকলে প্লিজ হেল্পান!!! মহা জরুরী!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

স্পেশ্যাল স্বাদের পাতলা ডাল রান্না শিখতে চাই!!!! জানা থাকলে প্লিজ হেল্পান!!! মহা জরুরী!!

-
ভাই/আপুরা গিন্নীর সাথে বাজি ধরছি তার চাইতে ভাল পাতলা ডাল রান্না করতে পারি :D আসলে আমি ভাল ডিম ভাজতে পারি আর শুকনা মরিচ ভাজতেও আমার জুড়ি মেলা ভার! কিন্তু কখনো পাতলা ডাল রান্না করিনি। তাই বলে ভাল স্বাদের পাতলা ডাল খাইনি একথা বলছি না। ম্যাডামের হাতের ডাল রান্না মুখ বুজে খাচ্ছিলাম বেশ কিন্তু আজ আর সহ্য করতে পারলাম না ছুড়ে দিলাম চ্যালেঞ্জ। হারা চলবে না, যা করেই হোক খুব ভাল একটা ডাল রেসিপি আহবান করছি।

সবাইকে অগ্রীম ধন্যবাদ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

♥কবি♥ বলেছেন: বিঃদ্রঃ নেটে অনেক ঘাটাঘাটি করেও মনমতন পাতলা ডালের কুনু রেসিপি খুজিয়া পাইনি!!! সো স্যাড!! :((

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি প্রথমে ঘন ডাল রান্না করুন; এরপর, পাতিলে যতটুকু ডাল আছে, সেই পরিমান বুড়িগংগার গরম পানি মিশয়ে নিন; গিন্নি আপনার রান্না মনে রাখবেন অনেকদিন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

♥কবি♥ বলেছেন: চাঁদগাজী ভাই প্রথমে ধন্যবাদ আপনার অনন্য সাধারণ রেসিপির জন্য! ;) তবে আমি কিন্তু বাস্তবিকই ডাল রান্নার একটা যুতসই রেসিপি চাচ্ছি। ভাল থাকুন সদা সর্বদা।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

প্রবাসী ভাবুক বলেছেন: চাঁদগাজীর রেসিপিটা পছন্দ হয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ প্রবাসী ভাবুক। তবে আপনারা দুজনেই আমার হ্যাপাটা বুঝতে পারলেন না। ভাইরে দিলাম সাহায্যমূলক পোস্ট হইয়া গেল ফান পোস্ট!!!!!!!!!!!! ইটা লইয়া আমি অহন কি করতাম????????? :D :D

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


আমি প্রথমে আধা গ্যালনের মতো পানি (২ জনের জন্য) দিয়ে ডাল বসাই, এক কোষ রসুন, সামান্য পেঁয়াজ ও এক চিমটে হলুদ দিই।
ডাল গলে গেলে, একটা তেজপাতা, ৫/১০ গোলমরিচ ( গোটা গোল মরিচ) দিই, একটা কাঁচা মরিচ ২ ভাগ করে দিই; আমি লবন খুব কম খাই।

কড়াইতে এক চামচ তেল গরম করে ২ কোষ রসুন, একটা পেয়াজ পাতা ও এক চিমটে জিরা দিই; ফুটলে ডালে যোগ করি।

আমি নিজে ডাল স্যুপ হিসেবে খেয়ে নিই, অন্য খাবারের আগে।



০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। রেসিপিটা খুবই সহজ মনে হচ্ছে। কাজে লাগাতে পারলে এক্সট্রা ধন্যবাদ পাবেন। ভাল থাকুন সদা।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

সুমন কর বলেছেন: আমিও পারি না... :(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩

♥কবি♥ বলেছেন: সো স্যাড সুমন দা! :( চাঁদগাজী ভাইয়ের রেসিপির ট্রায়াল দিয়েও ১০ এ টেনেটুনে ৩ পাইছি। তবে গুণীজন বলেছেন একবার না পারিলে দেখ শতবার এই যা রক্ষা...। ধন্যবাদ ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.