নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

ধ্যাত..তেরি জিন্দেগি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭


চারিপাশে স্বপ্নীল কোলাহল, মুখর জীবনের উড়ান
আমার আকাশ মেঘলা গুমট, ভীষন ঝড়ে ক্ষয়মান।
আমার দিন মানে দশটি যুদ্ধ আটটি পরাজয়-
নিয়তি মানি না দোষ দেব কাকে বিভ্রাট চলামন।।

আমার কাছে জমা স্বার্থের অভিমান, পাওনাদারের হাক
জীবন মানে কি পালিয়ে বাঁচা, মেকি হাঁসিতে ভাল থাকার বাহানায়।
পোষাকের ভেতরে যে আমিটা থাকি, মনের গহীনে যে আমিকে আঁকি
বিস্তর ব্যবধান দিবানিশি বলে ধ্যাত..তেরি জিন্দেগি আর পারছি না।

আহা! জীবনের বাকগুলো লাফিয়ে পার হবার দিন আমার
কে ভেবেছিল ভবির্ষত পতনের ঘনঘটার কাছে হার মানাবে উত্থানকালের মহীরুহ।
তিলে তিলে গড়া জীবন নদীতে আজ প্রবল ভাটার টান
থেমে গেছে জয়রথ, চাটুকারের দল আর থেমে গেছে বাঁচার প্রবল সাধ।।

সায়াহ্নের একঘেয়ে গানে তিতে হয়ে আছি
আর পারছি না বলে মুখ ফিরিয়ে।
জীবন প্রজাপতি থামাও তোমার বৃথা আস্ফালন
ধ্যাত..তেরি জিন্দেগি আমি বিরক্ত..........।



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

সুমন কর বলেছেন: হিন্দি শব্দ না দিলেই ভালো হতো। তবে কবিতা ভালো হয়েছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ সুমন দা আসলে লাইনটা বেজায় ভাল লেগে গেল কি করা! :D

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

বিজন রয় বলেছেন: ভাল শব্দচয়ণ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ বিজন রয়। ভাল থাকুন সদা সর্বদা।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

সুমন কর বলেছেন: তাহলে ঠিক আছে... !:#P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ প্রাণপ্রিয় ভাই আমার। সামনের পোস্টগুলোতে শব্দ নির্বাচনে আরো সতর্ক হব। আবারো ধন্যবাদ পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.