নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

যাযাবর মেঘ মন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬


উদাস দুপুর, আলতো ঝিমুনির কোলে সওয়ার হৃদয়
নাম না জানা স্মৃতির হাত পাখা যেন ডানা মেলা প্রজাপতি
খন্ডচিত্রে উঠে আসছে যাপিত সুখ-দুঃখের কাহন
ঘুমের কোলে ঢলে পড়ার খানিক আগে মনের জানালা বন্ধ করতে ভুলে গেছি।

ভাত ঘুমের পরে বিকেলে মিষ্টি আবহে
জীবনের বিবর্ণ অধ্যায়গুলোতে রংতুলি চালাই
সদ্য গজিয়ে ওঠা নতুন স্মৃতির ফ্রেমে তাকাই একরাশ মুগ্ধতা নিয়ে
আর এভাবেই স্মৃতির ওলট পালটে সামনে তাকানোর ভরসা খুঁজি ইতিউতি।

নিরুপায় দোটানার প্রবল ঝাকুনি তাড়া করে ফেরে দিবানিশি যখন
একখন্ড যাযাবর মেঘ হতে ভীষন ইচ্ছে করে ঠিক তখন।
দূরে ভেসে যাবার আকুতি ঝরে পড়ে মুক্তির উল্লাসে-
কাঁচা ঘুম ভেঙ্গে যাওয়া ঘোরে কি ভাবছি ভুলে যাই অবলীলায়।।

খানিকক্ষণ চুপ করে থাকি, নিখাদ সাদা ভাবনায়
ভুলে যাওয়া অধ্যায় নাড়াচাড়া করি হৃদয়ে, অতঃপর...
নাম না দেওয়া স্মৃতিরা হারিয়ে যায় চিরতরে
কেউ ফেরে না, কেউ ফেরে অবেলায়।

কবি-
১৭ ফেব্রুয়ারী-২০১৬






মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

সুমন কর বলেছেন: খানিকক্ষণ চুপ করে থাকি, নিখাদ সাদা ভাবনায়
ভুলে যাওয়া অধ্যায় নাড়াচাড়া করি হৃদয়ে, অতঃপর...
নাম না দেওয়া স্মৃতিরা হারিয়ে যায় চিরতরে
কেউ ফেরে না, কেউ ফেরে অবেলায়।
-- চমৎকার হয়েছে।

+।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

♥কবি♥ বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ প্রিয় সুমন কর ভাইয়া। ভাল থাকুন সদা সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.