নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃতচারী\"

♥কবি♥

অজ্ঞাত পরিচয় নাম বুকে নিয়ে সমাধিস্থ হব, অজ্ঞাতনামা কোন এক সমাধিস্থলে শতাব্দী হতে সহস্রাব্দের কোলে অনন্ত ঘুম হবে নিস্তব্ধ নিরালায় আলো হতে শত যোজন দূরে, আমার চিরাচরিত আঁধার বুকে নিয়ে আমি তো শুধুই একটা নাম ওটা মুছে গেলে কি এমন লাভ-ক্ষতি বল!

♥কবি♥ › বিস্তারিত পোস্টঃ

২১শে\'র চিঠি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮


রক্তের রং লাল, ভালোবাসারও
পতাকার বুকে লাল, শহীদ স্মৃতিরও
হৃদয়ের কোমল প্রান্তে একরাশ ভালোবাসা ছড়িয়ে
২১শের চেতনা তুমি রবে অক্ষয় অমলিন শুধু ইতিহাসে নয়
বাঙ্গালী সত্তার গোপন কুঠুরিতে অবিনশ্বর, হয়ে যুগান্তরের সহচর।।

বাংলা আমার ভাষা, শুধু ভাব বিনিময়েই নয় মিশে আছ পরানে
হাজারো ভাষার মাঝে মাথা উচু করে চুড়ান্ত গৌরবে।
আমার গর্বের প্রথম স্তবক তুমি, মহান বাংলাদেশের সুচনা কারিগর
২১শে'র চেতনার বীজে অঙ্কুরিত ৭১, স্বশ্রদ্ধ সালাম শহীদের চরণে।

যতদিন বাঁচি যেন বাঙ্গালী লোকে কয়, সকল অবহেলার জবাব একদিন দেব নিশ্চয়
আমার সোনার বাংলা, ভালবাসি কেবলি ভালবাসি তোমায়।।

কবি-
২১ ফেব্রুয়ারী-২০১৬

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

দিল মোহাম্মদ মামুন বলেছেন: খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে, ভাষার উপর আমিও একটা লিখা পোষ্ট করলাম, আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসলে খুশি হবো। ধন্যবাদ আপনাকে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। সবাইকে ছুঁয়ে যাক ২১শে'র চেতনা। ভাল থাকা হোক।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:


বাঙ্গালী সত্তার গোপন কুঠুরিতে অবিনশ্বর, হয়ে যুগান্তরের সহচর।।

সুন্দর।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাইয়া ভাল থাকুন নিরন্তর। মহান ২১শে ফেব্রুয়ারী ছুঁয়ে যাক সকল বাঙ্গালীর অন্তর।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: যতদিন বাঁচি যেন বাঙ্গালী লোকে কয়, সকল অবহেলার জবাব একদিন দেব নিশ্চয়
আমার সোনার বাংলা, ভালবাসি কেবলি ভালবাসি তোমায়।।


প্লাস।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

♥কবি♥ বলেছেন: ধন্যবাদ প্রাণপ্রিয় সুমন দা। ভাষার মাসে সকলের মঙ্গল হোক এই কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.