নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।
নতুন লেখকের লেখা বই পুরাতন প্রকাশকরা নিজ খরচে প্রকাশ করে না। একটা বই লিখতে হলে বছরের পর বছর লেগে থাকতে হয়। লেখক একান্তবাসীর মতো বসবাস করে। টাকা নিয়ে টানাটানি, বউয়ের বকাবকি, সংসারের সমস্যা সব সহ্য করে বইয়ের শেষ পৃষ্টায় সমাপ্ত লেখার পর, ঋণ করে বই প্রকাশ করে সুপার প্লফ।
কতো ত্যাগ। কেউ একটু সাহায্য করে না, দূরে থাকে আর হাসাহাসি করে। এমন আমার হয়েছে।
কিন্তু! এখন আমি তাদেরকে নিয়ে হাসি আর বলি, আজামনকে চিনো? চিননা, কারণ আমাজন অনেক বড় রাঘব। রাঘব হলেও আমাকে গিলতে পারেনি, কারণ আমি কোনো টাকা খরচ করিনি। সব কাজ নিজে করেছি এবং বই বিক্রি হলে তাদের খরচ উঠবে আমি কিছু পাবনা। না পাওয়ার কারণ বাংলা বই কেউ ১৫/ ১০ ডলারে কিনবে না। আর আমি যেহেতু টাকা বিনোয়োগ করিনি ফলে আমার কোনো আক্ষেপ নেই। আমি চাইলে কিনে আনতে পারব, আমার জন্য ৪০/৫০ ছাড় আছে। নিজে বিক্রি করলে প্রতি বইয়ে আমি ২.৫০ পাউণ্ড পাবো। কিন্তু আমার এতো সময় নেই।
এত সব লেখার কারণ হলো, লেখকদের জন্য অন্য উপায় আছে, এবং আমি সেদিকেই চলছি। চলার কারণ, প্রকাশকদেরকে বুঝাতে চাই, তোমরা আমারে অবহেলা করলেও আমার বই আমি মাগ্না প্রকাশ করতে পারি। আর সে মাধাম্য হলো আমাজন।
আপনারা মনে করবেন না যেন আমাজনের প্রচার শুরু করেছি।
গত কাল আমার দুইটা উপন্যের দুই কপি বিকি হয়েছি। আমিতো খুশিতে নাচতে শুরু করেছিলাম।
সবার মঙ্গল হোক, স্বপ্ন বাস্তব হোক সবার।
১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানো শায়মা, আমি কখনো কল্পনাই করিনি যে আমাজন থেকে কেউ আমার বই কিনে পড়বে!!!!!
একটা ইংলিস এবং তিনটা বাংলা উপন্যাস প্রকাশ করেছি। কিনডলে বাংলা পড়া যায় না ফলে কিনডলের জন্য প্রকাশ করতে পারছি না। তবে পেপারবেক বিক্রি হচ্ছে। ব্লগে এই বিষয়ে পোস্ট করার আসল কারণ, সবাইকে জানাতে চাই, টাকা খরচ না করেও বই প্রকাশ করা যায়। তবে কাজ জানাতে হবে।
২| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
ঢাকাবাসী বলেছেন: শুভকামনা রইলো।
১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৩| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
লেখায় বইয়ের তথ্য দিন।
১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।
www.amazon.com যেয়ে, mohammed abdulhaque লিখে সার্চ করলে পাবেন। তিনটা বাংলা এবং একটা ইংলিস। কয়দিন হয় ইংলিসটা কিডলেরে জন্য প্রকাশ করেছি।
কেমন হল দেখে জানাবেন।
৪| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অভিনন্দন আপনাকে।
শুভকামনা থাকল।
১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আরো খুশি লাগছে আমার কর্মের সুফল দেখে আপনারাও খুশি হয়েছেন।
৫| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:০১
বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক শুভ কামনা রইলো হাক ভাই।
৬| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১০
উধাও ভাবুক বলেছেন: শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা তোমার জন্য ভাইয়ু!!!!