নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।
কোন এক কালে আমিও ব্লগের প্রেম মজেছিলাম। ব্লগ নিয়ে উপন্যাস লিখে প্রায় শেষ করে ফেলে রেখেছি। কম হলেও ৩ শো পৃষ্টার হবে। খুব মজার। আমার খুব ভালো লাগে। ব্লগ সত্যি খুব উপভোগ করতাম। কিন্তু এখন যা শুরু হয়েছে এতে ব্লগ শব্দ উচ্চারণ করতেই ডর লাগে। কপাল ভালো লোকজন আমাকে চিনে না। মাই গো মাই যে ডর করে গো!
একবার এক হুজুরকে জিজ্ঞেস করেছিলাম হুজুর অমুক নামের ব্লগারকে চিনেন?
হজুরে বলেছিলেন জি না। তখন বলেছিলাম আপনেতো ব্লগ কী চিনেননা।
৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইরে ক্ষমা করুন। ওটা আমি আর প্রকাশ করব না। প্রকাশ করলে ওরা বলবে ব্লগ নিয়ে তুমি উপন্যাস লিখেছ! ব্যাস!
না ভাই, ওটা আর প্রকাশ করব না।
২| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
আরণ্যক রাখাল বলেছেন: ভাগ্য ভাল আসল নামে নিক নেইনি
৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার আরেকটা আছে
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
আবদুর রব শরীফ বলেছেন: শুভ কামনা রইল...আমি অগ্রীম এক কপি বুকিং দিলাম ৷