নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।
হাহাহা হাসি পায়,
রমরমা কারবারে দেশিরা রমনায় বসে পান্তা ইলিশ খায়,
হাভাতেরা ভাত পায় না, ইলিশ বিক্রি হয় লাখ টাকায়।
এক খাবলা ভাতের দাম হাজার টাকা,
ওরা কারা যারা কিনে খায়?
আহ! আমার কষ্ট হয়,
সর্বহারার ঘরের ছাউনি উড়ে গেছে ঝড়ো হাওয়ায়,
দাতা নেই দেশে, লালচে চোখে লালচিরা হাসে,
কালবৈশাখীর দাপটে অনাথিনীর সন্তানরা অসহায়।
বৈশাখ ফিরেছে সাথে এনেছে কালবৈশাখী!
২| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজকের লেখা। গাইতো শুরু করো। গান না পড়ে মন্তব্য করলে ধরা খেতে হয় তা কি জাননা?
৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২০
শায়মা বলেছেন: না না এই সব নেগেটিভ গানা গাওয়া যাবেনা!
তুমি বৈশাখের আনন্দ গানা লেখো ভাইয়া।
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহা, তুমি কি জাননা আমি যে কাউকে খুশি করার জন্য কিছু করি না?
এক কবি বলেছিলেন একটা কবিতা লেখার জন্য এবং সাথে আমাকে নিমন্ত্রণ করেছেন, বেতার বাংলায় আবৃত্তি করার সুযোগ ও করে দেবেন বলেছেন। উনাকে খুশি করার জন্যই এই কবিতা লিখেছি। উনার পছন্দ হয়েছে কিন্তু সুযোগ হয়তো আর পাব না।
হাহাহাহাহাহাহা।
বৈশাখ আসলে কলিজার কাঁপ থামে না রে বোন
৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬
শায়মা বলেছেন: কেনো ???? এক বৈশাখে কি দেখা হয়েছিলো তোমাদের!!!!!!
এত কলিজার কাপ কেনো???????
৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বৈশাখ মাস আসলে বাংলাদেশের আদল বদলে যায়। যাদের টাকা নেই ওরা জানে বৈশাখ কী?
আমাদের দেখা হয়েছিল, সুখবাসরে। মানে তখন বসন্ত ছিল, আকাশে ছিল পূর্ণ চাঁদ। ও ছিল ওয়েলসে আর আমি ছিলাম লন্ডন। আহা, কত না সুখের দিন ছিল সেই দিন। সাথে ছিলেন নানা দাদা ভাই বান্ধবরা। রাজার মত গিয়েছিলাম ওকে আনার জন্য।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: বৈশাখ কারো পান্তা ইলিশ কারো শুধু পান্তা।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৩
শায়মা বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বৈশাখ মাস আসলে বাংলাদেশের আদল বদলে যায়। যাদের টাকা নেই ওরা জানে বৈশাখ কী?
আমাদের দেখা হয়েছিল, সুখবাসরে। মানে তখন বসন্ত ছিল, আকাশে ছিল পূর্ণ চাঁদ। ও ছিল ওয়েলসে আর আমি ছিলাম লন্ডন। আহা, কত না সুখের দিন ছিল সেই দিন। সাথে ছিলেন নানা দাদা ভাই বান্ধবরা। রাজার মত গিয়েছিলাম ওকে আনার জন্য।
আহালে ভাইয়া~!!!!!!!!!!!!!
রাজা বাদশাহ ভাইয়া!!!!!!!
৮| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২০
শায়মা বলেছেন: আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরুপ রুপে বাহির হলে জননী!
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!
একটা বৈশাখের গানা লিখে দাও আজকেই!!!!!!!
একদম নতুন গান লাগবে !!!!!! সুর দরকার নেই !!!!!!!!! শুধু গান হলেই চলবে!!!!!