নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

অসম্ভব সুন্দর সংলাপ :P

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২



জান ডাকলে জানে মারিলিমু!

সুন্দর ও সংগহে রাখার মতো ছবি
লিখেছেন ফরিদ আহমদ চৌধুরী
সর্বাধিক মন্তব্য প্রাপ্ত

ভিতরে কী দেখার জন্য যেয়ে এই ছবি দেখে আমি হাসতে হাসতে কাহলি। এই সংলাপ যে বানিয়েছে সে নিশ্চয় বিশারদ!

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬

সিনবাদ জাহাজি বলেছেন: :P :P :P

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগে আসলে ঘুম খানি ভুলে যাই। =p~

২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
একের ভিতরে তিন ! ওহে দাদা ,,,,,ঘুম কেন আসেনা ! B-)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিয়ের বয়স হয়েছে নাকি ;)

সংলাপ পড়ে আমার অবস্থা কাহিল!

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
সরকারি ভাবে বিয়ের বয়স আনেক আগেই চলে গেলে ........ তাপরে কোটতে শেষ । B-) এখন বাকি আছে বৃদ্ধ বিয়ে !!! লুল !! আর কিছু কমু না লজ্জা লাগে । B-)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণ নেই, আপনার বয়স এখনও হয়নি। লোক বলে ৪৫ বছর নাকি বিয়ে করতে হয়। আমারও বয়স হয়নি ;)

৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা ..... বিবি দেখার অপেক্ষা রইলাম। B-)

Gathani Music

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাতের লেখা কবিতা টাইপ করছি। প্রথম ডায়েরি বার করে আবার লুকিয়ে রেখেছি। বউয়ে দেখলে খবর আছে।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এমন বউ, হায় হায় :(

৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮

গেম চেঞ্জার বলেছেন: আমি তো হাসতে পারিনাই১!

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাসতে পারেন নাই?

চিন্তার বিষয়, চিন্তায় পড়লাম!
ও বুঝেছি, কেউ হয়তো এখনও জান ডাকেনি?

৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৫

ধ্রুবক আলো বলেছেন: =p~

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: :P

৭| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৩

উম্মে সায়মা বলেছেন: :P

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানের জানে ডর আছে। (হাহাহাহাহা)

৮| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪

কলম চোর বলেছেন: হা হা হা

২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও হেসেছিলাম।

৯| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬

ওমেরা বলেছেন: ওরে বাবা !! মূত্যুকে কত্ত ভয় ।

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানের জানে জানের ডর আছে (হাহাহাহাহাহা)

১০| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভুল করে আমি মন্তব্যটি মুছে ফেলেছিলাম। যাক সেটি আপনার পোষ্টে স্থান পেয়েছে। আপনার ফিরে আসায় সামু একজন ভাল ব্লগার ফিরে পেল। আপনার দু’টি পোষ্ট দেখলাম আলোচিত পাতায়। দোয়া করি আপনি অনেক ভাল থাকুন।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মনে হলেই হাসতে শুরু করি।
জানের জানে ডার আছে।


আন্তরিক ধন্যবাদ।
দোয়ার বদলে দোয়া।

১১| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হু হু হু ম ম ম ওওওওরে

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাসার জন্য ধন্যবাদ। কবিদেরকে সহজে হাসানু যায় না। আমি সফল হয়েছি।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনে পারেন ভাই, মানুষকে দুঃখের মাঝেও সুখ দিতে আপনার জুড়ি নাই।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনিও পারেন। হাসাতে চাইলে পারা যায়।

কষ্টে ক্লিষ্ট হলে মন অতিষ্ট হয়।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৫

রক্তিম ভালবাসা বলেছেন: খুব মজার

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জানের জানে জানের মায়া আছে। (হাহাহাহা)

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.