নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

কবিতার ভর ©

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৬


কয়েকদিন ধরে মাথা ভার, খামোখা বকবক করি, কিচ্ছু ভালো লাগে না।
আজ অবশেষে ভর নেমেছে।

কামনা"
নিশ্বাস টানলে নিস্তেজরা উজ্জীবিত হয়,
বাতাসে জীবনীশক্তি আছে,
মাথা হেট হওয়ার ভয়ে গাছের জড়ে জল দেই না।
অহর্নিশ দেহাভ্যান্তরে আগুন জ্বলে,
ছায়ায় ধোঁয়া অথবা আগুনের হলক নেই,
আকাশের দিকে তাকালে আমি আমাকে দেখতে পাই না।
জাত বজ্জাত সত্য হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতের নাম ধাঙড়,
অপরিচ্ছন্ন পরিবেশ ওরা পবিত্র করে,
অচ্ছুত হওয়ার ভয়ে তাদেরকে আমরা স্পর্শ করি না।
স্রষ্টায় অবিশ্বাসীরা অভিশপ্ত, তাদের গন্তব্য রৌরব,
শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করি এবং প্রশ্বাসে বিশ্বাস বাড়ে,
মৃত্যুর আগে যেন আত্মা প্রশান্ত হয় এই আমার কামনা।

স্বত্ব মো.আ.হা

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে +

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

কেমন আছেন?

২| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি !! আপনি কেমন আছেন ?

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিও ভালো আছি। অবশেষে বাস্তবতা বুঝতে শুরু করেছি। আগে কাল্পনিক ছিলাম, এখন বাস্তবিক হয়েছি। অন্যদের মত আমিও সাধারণ এক মানুষ। এই সত্য বুঝতে আমাকে বুড়া হতে হয়েছে। :-<

আপনার খরব কী?

৩| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: আগে কাল্পনিক ছিলাম, এখন বাস্তবিক হয়েছি। দারুন বলেছেন !!

ভাই, আমার খবর দেওয়ার মত কোন খবর নাই ! আছি, সব সময় দৌড়ের উপরে !! সময় পেলে ব্লগে এসে একটু সবার সাথে আড্ডা দেই, এই আর কি !! যত বুড়া হবেন তত অভিজ্ঞতা বাড়বে !! কোন সমস্যা নেই ! ;)

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কথা ঠিক তবে সব সমস্যা শুরুতে হয়েছে, এখন সমাধান অথবা শেষ হতে চায় না :( খালি বাড়ে

৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: দুনিয়াতে কোথায় সমস্যা নাই, বলুন !! যেখানে যান না কেন সমস্যা আর সমস্যা !!!! তারপরেও ঠিকে থাকতে হবে !!

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে এখন আরেক সমস্যা হয়েছে, আমি নিজেই এখন অন্যদের জন্য সমস্যা হয়েছি। (হাহাহাহা)

এখন আর ভালো লাগে না। আমি যত শান্তি চাই, অশান্তিরা আমার সাথে গলাগলি করে :(

৫| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: শিশু এবং বৃদ্ধরা সবসময় সবার কাছে বোঝা হয়ে থাকে !! তারপরেও কি আর করা বলুন। যদিও আপনার সমস্যাটা এটা না ।আপনার সমস্যার তারাতারি সমাধানের রাস্তা বের করুন ।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার জন্য দোয়া করবেন। আমার এখন একটা কাজের দরকার। আমি ধনী হতে চাই না। ট্রেইনিং শুরু করেছি। সপ্তায় ২৫ ঘণ্টা কাজ।

অনকে বড় লেখত হতে পারিনি, তবে অনেক বড় বই লিখেছি। লেখক হও‍য়ার ধান্ধায় সব মন্দা হয়েছে (হাহাহাহাহা)

এই কবিতায় অনেক কিছু বিশ্লেষণ করেছি।

৬| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
আবশ্যই, দোয়া করি ! তারাতারি বই বের করে ফেলুন !

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যতটা শেষ করেছি সব কটা আমাজনে প্রকাশ করেছি, মোট ১৭ টা

আমাজনে আছে।

৭| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


যার কিছু নেই, তার জন্য কিছু করার প্রচেস্টাই বিশ্বকে প্রশান্তি দিতে পারে

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মারাত্মক মন্তব্য করেছেন।


যার কিছু নেই তার জন্য কিছু করা সত্যি অনেক কঠিন। এখন আমি চাইলেও পারব না, হয়তো অপেক্ষা করতে হবে।

দোয়া কাম্য।

আপনি কেমন আছেন?

৮| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাল লিখেছেন। শুভ কামনা রইল।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

৯| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি ট্রেনিং'এ আছেন শুনে খুশী হলাম, আমি ভালো আছি

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাড়ে ৫শো পৃষ্টার বই পড়তে হচ্ছে :(

ভালো থাকতে হয়। চারপাশে এতসব হচ্ছে, চেষ্টা না করলে পলকে মন্দ হয়।

দোয়া কাম্য।

১০| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৪

রানার ব্লগ বলেছেন: বুঝতে গিয়ে আপনার মতো মাথা ভার হয়ে গেছিল, মন্তব্যগুলি পরে পরিষ্কার হোল কি বুঝতে চেয়েছেন। ভালো হয়েছে কাব্য খানি ।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতার মত হলেও আসলে কবিতা নয়। চারপাশে কী হচ্ছে তা নিয়ে ভাবছিলাম, আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলেছিলাম "আকাশের দিকে তাকালে আমি আমাকে দেখতে পাই না।" তারপর "প্রশ্বাসে বিশ্বাস বাড়ে" তারপর মন্ত্র জপে ভর নামিয়েছি।

আপনার মঙ্গল কামনা করি।
সবার মঙ্গল হোক।

১১| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন সুন্দর হলে সব সুন্দর।

আপনার মন সত্যি সুন্দর।

১২| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা
শুভেচ্ছা কবিকে

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিআপা, ভালা আছইননি?

১৩| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আরো কয়েকটা পোষ্ট করে হাল্কা হন।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাড়ে ৫ শো পৃষ্টার বই কেটায় পড়বে?

১৪| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭

ব্লগ মাস্টার বলেছেন: কবিতা ভালো লেগেছে ।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ মাস্টারসাব।

১৫| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: অচ্ছুত হওয়ার ভয়ে তাদেরকে আমরা স্পর্শ করি না।
স্রষ্টায় অবিশ্বাসীরা অভিশপ্ত, তাদের গন্তব্য রৌরব,
শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করি এবং প্রশ্বাসে বিশ্বাস বাড়ে,
মৃত্যুর আগে যেন আত্মা প্রশান্ত হয় এই আমার কামনা।
সুন্দর +

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

জাত বজ্জাত সত্য হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতের নাম ধাঙড়,

এদেরকে এড়িয়ে কেউ স্বর্গে যেতে পারব না।

১৬| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লেগেছে।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেমন আছেন?


আমি আসলে খুব ব্যস্ত। বই মেলে বসলে ঘুমে ভর করে :(

১৭| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮

সনেট কবি বলেছেন: কবিতা বেশ ভাল লেগেছে।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৮| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করি এবং প্রশ্বাসে বিশ্বাস বাড়ে,
মৃত্যুর আগে যেন আত্মা প্রশান্ত হয় এই আমার কামনা।

আপনার প্রশান্ত মনে শুভকামনা রইল :)

সর্বোচ্চ সাফল্যতো তাই :) নফসে মুতমাইন্না বা প্রশান্ত চিত্ত আত্মা :)

++++

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার নতুন কবিতা পড়ে মনে পড়েছিল আপনিতো আমার নতুন কবিতায় মন্তব্য করেননি।

এসব কবিতায় ভালো হয়েছে, সুন্দর লিখেছেন মার্কা মন্তব্য পড়লে ঘেরে বেড়া লাগে।

১৯| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: বেশ ভাবগম্ভীর কবিতা। বুঝতে হলে অনেকদিন ব্লগিং করতে হবে আমাকে।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিশ্চয় বুঝেন, না বুঝলে কেমনে বুঝলেন কবিতা যে ভাবগম্ভীর?

পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

২০| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৬

পলষ্টার বলেছেন: কবিতার ভাষাগুলো বেশ সাবলীল।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

আমি যা দেখেছি এবং অনুভব করেছি তা প্রকাশ করার চেষ্টা করেছিলাম।

আবারও ধন্যবাদ।

২১| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশেষে অসাধারন একটা কাব্যের মাধ্যমে ভরটা নেমেছে ।
জয়তু 'ভর'।

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রথম যেদিন ভর নেমেছিল সেদিন আমার কলিগ দৌড়ে পালিয়েছিল। (হাহাহাহা। সত্যি বলছি)

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২২| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ,



এই "ভর" কোন ভর ? আছর করা না কি ওজন ?? :(
দুই অর্থেই ধরা যায় । কবিতার আছর হওয়াতে কবিতাটির ওজন ৫ টন হয়েছে । ভর না করলে এই কবিতার কোনও ওজনই থাকতোনা । ;)
দুটোই মাথা থেকে নেমে গেছে বলে মাথাটা এখন ফাঁকা ফাঁকা লাগার কথা..................

ভালোলাগার সাথে শুভেচ্ছাও ।

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভূতের ভরেও ভার আছে তাই না?

মাঝে মাঝে এমন হয়, কবিতা অথবা সংলাপ লেখার পর মন চনচনে হয়।

আপনি কেমন আছেন?

২৩| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১২

সুমন কর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

মাথা হেট হওয়ার ভয়ে গাছের জড়ে জল দেই না। < এটা কি ঠিক আছে?

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এখানে দম্ভ বুঝিয়েছি। গাছের জড়ে জল দেওয়ার জন্য আমরা কাজের লোক রাখি, তাই না?

২৪| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৭

উম্মে সায়মা বলেছেন: কামনা পূর্ণ হোক এই কামনা......

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.