নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ঐক্যবদ্ধ হত হবে

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৮



সাধু সেজে আমরা সিদ্ধ হতে চাই, জ্ঞানগর্ভ বাক্যে বিজ্ঞ এবং জ্ঞানী হতে চাইলেও প্রকৃতপক্ষে আমরা হিতাহিত জ্ঞানশূন্য। নইলে মুখে যা বলি বাস্তবে তা করলে পৃথিবীর পরিবেশ স্বর্গীয় হতো।

হে দেশবাসী!
ক্ষমতা ভাগাভাগি করে বিভক্ত না হয়ে বুদ্ধি এবং দক্ষতা ভাগ করলে দেশে শান্তি প্রতিষ্টিত হবে, নইলে সার্বভৌমত্ব হারাবে। ধর্মকে হাতিয়ার বানিয়ে যারা বাড়াবাড়ি করে, ওরা বেঘোরে মরে। যারা স্বাধীনতার অর্থ জানে না ওরা আজীবন পরাধীন থাকে। অতএব, ন্যায়কে হাতিয়ার বানিয়ে অন্যায়কে হারাতে হবে,সার্বভৌমত্বের স্বার্থে সত্বর আমাদেরকে ঐক্যবদ্ধ হত হবে।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:


ঐক্যের ডাক পেলাম; আমরা এক হবো লন্ডনে, নাকি বাংলাদেশে?

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

প্রথম আমাদেরকে এক হওয়ার চিন্তা করতে হবে। চিন্তা স্থির হলে অন্তরে অন্তরে মিলে মন্তারা প্রান্তরে একাট্টা হবে।

২| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৬

নেওয়াজ আলি বলেছেন: ইউনিয়ন নির্বাচনেও ঐক্য হয়েছে :-P

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহা, হতাহত না হয়ে হাতে হাতে ধরলে হয়তো মৃত্যু দূরে থাকবে।

আপনার খবর কী? আমি কাজে ব্যস্ত।

৩| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো আছি; লন্ডনে করোনার খবর কি?

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আবার শুরু হলেও এখন আর কেউ তোয়াক্কা করে না। এখানে এন্টিবায়টিক বার করেছে। আমি দুটাই নিয়েছি এবং গত সপ্তা ফ্লু জাব ও নিয়েছি। এখন আসলে নিয়ন্ত্রণে এসেছে।

আপনাদের খবর কী?
(আমি এখন ভয়ত্রস্ত হই)

৪| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঐক্যবদ্ধ করতে হবে।কিন্তু করবেটা কে

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই তো ডাক দিয়েছি এবং আপনি সাড়া দিয়েছিন।

এখন আমাদেরকে সুখে বাঁচার জন্য চেষ্টা করতে হবে।

৫| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: বাঙ্গালীরা এক হয় শুধু মাত্র ক্রিকেট খেলার সময়।

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মারামারি এবং শিরনি খাওয়ার সময়ও হয় ;)

৬| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ২:৩৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: অশিক্ষিত আর মূর্খের দেশে ধর্ম একটি মারাত্মক অস্ত্র। রাজনীতিকরা দূর্ততার সাথে একে ব্যবহার করে। ন্যায়কে হাতিয়ার বানাতে পারলে এসব জ্ঞানপাপী রাজনীতিক বেঘোরে মার পরবে। এর জন্য অবশ্যই ঐক্যের প্রয়োজন। কিন্তু সেই ঐক্যের সংগঠক কোথায় পাবো?

১৬ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আপনার মন্তব্য কয়েকবার পড়ে বলুন ঐক্যের সংগঠক আপনি কেন হতে পারবেন না?

আমাদের সমস্যা হলো, আমরা অন্যের দিকে হা করে তাকিয়ে থাকি।

সন্তানকে সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝাতে যারা ব্যর্থ তাদের জীবন বৃথা। স্বত্ব.মো.আ.হা

৭| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:২০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনিইবা কেন ঐক্যের সংগঠক হতে পারবেন না? আসলেই আমাদের সমস্যা হলো, আমরা অন্যের দিকে হা করে তাকিয়ে থাকি।
আমি বাস্তবতা বুঝি, আপনার বায়বীয় তত্ত্বকথা বুঝি না।

১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অক্সিজেন [ aksijēna ] বি. বায়বীয় মৌলিক পদার্থবিশেষ, দহনবায়ু, অম্লজান, যে মৌলিক গ্যাসের সাহায্যে দহন ও শ্বাসক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। [ইং. oxygen]।
এতে বুঝেন আর আমি বোকার কথা বুঝেন না?

৫০ বছর পরেও আমরা সত্যাসত্যের অর্থ জানতে পারিনি, আমরা স্বাধীনতা উপভোগ করতে পারিনি। স্বত্ব.মো.আ.হা

৮| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৯

প্রত্যাবর্তন@ বলেছেন: ভাল বলেছেন

১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৯| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: ভালো লাগল লেখা। অনেক দিন পর আপনাকে পেলাম।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একপ্রকার ছুটিতে আছি, সময় কাটছিল না তাই ব্লগে লগিন করেছিলাম।
আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.