নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

হে আমার সম্প্রদায়!

১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৯



- বাংলাদেশ মুসলমানদের দেশ -
ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। বৈরসাধনের জন্য বৈরীরা ধর্মকে হাতিয়ার বানিয়ে বারবার বিরোধ এবং বিদ্বেষমূলক পরিস্থি সৃষ্টি করে এবং তাদের ষড়যন্ত্রের সড় সাট না বুঝে ধর্মপ্রাণ দেশবাসী প্রতিবাদের জন্য পথে নেমে দেশের পরিস্থিকে অস্থির করেন। এসব বাদ দিয়ে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইলে এসব সৃষ্ট সমস্যা সত্বর সমাধান হবে।

আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব...
আমরা আল্লাহকে ভুলে অন্যের শরণাপন্ন হয়ে বিপন্ন হচ্ছি। সম্পদ এবং ক্ষমতার লোভে আল্লাহকে অসন্তুষ্ট করে মুসলমানরা পদে পদে অপদস্ত হচ্ছি, হাসরের মাঠেও লজ্জিত এবং শাস্তিপ্রাপ্ত হব। হে আমার সম্প্রদায়, এখনো সময় আছে, আসো সম্মিলিত ভাবে আল্লাহকে স্মরণ করি। আসো সম্মিলিত ভাবে সমাজসেবা করি। আসো সম্মিলিত ভাবে স্বর্গোপযোগী হই। মনে রাখতে হবে, আল্লাহ হলেন সবার স্রষ্টা এবং স্বর্গ হলো আল্লাহর সন্তুষ্টকারীদের জন্য। আল্লাহ অসন্তুষ্ট হলে আশমান থেকে অভিশাপ নামে।

কর্মিষ্ঠ এবং কর্তব্যপরায়ণ হলে জীবন এবং পারিবেশ হবে স্বর্গিয়, দায়িত্বহীনের মত খাঁই খাঁই করলে জীবন এবং পরিবেশ হবে নারকীয়।

পঞ্চাশ বছর পরেও আমরা সত্যাসত্যের অর্থ জানতে পারিনি, আমরা স্বাধীনতা উপভোগ করতে পারিনি।

© Mohammed Abdulhaque

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



স্বাধীনতার সময় ভারত বিভক্ত হয়েছিলো "ধর্মের ভিত্তিতে"; বাংলাদেশ স্বাধীন হয়েছিলো অর্থনৈতিক বৈষম্য ও মিলিটারীর ক্ষমতা (আইয়ুব খনা, ইয়াহিয়া খান ) দখলের প্রতিবাদে।

১৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জনাব, সিলট ভারতে ছিল এবং এখনো অর্ধেক ভারতে। যে অর্ধেক এখন বাংলাদেশে তা ধর্মের নামেই অংশ হয়েছিল। বাংলাদেশ প্রথম পাকিস্থানের অংশ ছিল, তাই না? পরে বিভক্ত হয়েছিল। বিভিক্তির মাধ্যমে ভারতকে ভাঙা হয়েছিল।

২| ১৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখায় ২য় বাক্য হচ্ছে: "ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিলো"; ইহা সিমানটিকভাবে সঠিক নয়; সঠিক হবে, ধর্মের দোহাই দিয়ে পাকিস্তান ও ভারতের জন্ম হয়েছিলো"।

১৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি ঠিক বলেছেন তবে শুরু কিন্তু ধর্মের দোহাই দিয়েই হয়েছিল এবং এখনো চলছে।

(এই জন্য আমি আপনাকে সম্মান করি। আপনি অনেক সত্য তথ্য জানেন। )

৩| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার কথা বার্তার ধরন ধারন অনেকটা মুসা নবীর মতো,হে আমার সম্প্রদায়।

১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

৪| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল।
এটা ভুল বলেছেন।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুরুটা ধর্মের নামেই হয়েছিল এবং এখনো চলছে। কলিকাতা ভারতে কেন?
ধর্মের দোহাই দিয়ে আরো অনেক কিছু হচ্ছে, কিন্তু ধর্ম পালন হচ্ছে না।

৫| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: সম্প্রদায় না বলে জাতি বলুন।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সম্প্রদায় [ sampradāẏa ] বি. 1 দল, সমাজ, গোষ্ঠী, সংঘ (হিন্দুসম্প্রদায়, শিক্ষকসম্প্রদায়); 2 গুরুপরম্পরায় প্রাপ্ত উপদেশ বা নির্দেশ (সম্প্রদায়বিরুদ্ধ ব্যাখ্যা)। [সং. সম্ + প্র +দা + অ]। ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত।

স্বজাতি [ sbajāti ] বি. 1 নিজের জাতি; 2 নিজের জাতির অন্তর্ভুক্ত লোক। [সং. স্ব + জাতি]। স্বজাতীয় বিণ. 1 নিজের জাতির অন্তর্ভুক্ত; 2 স্ববর্গীয়; 3 স্বজাতিসংক্রান্ত। স্ত্রী. স্বজাতীয়া।

৬| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: হক ভাই আপনার সাদাকালো লিখা বাণী পড়ে ভালোই লাগছে :D

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফেইসবুকে বুস্ট করেছিলাম, হাজার হাজার লাইক হয়েছে কিন্তু মন্তব্য কেউ করেনি। (হাহাহা) পরে বাদ দিয়েছি।

ইদানীং লেখা কেউ পড়ে না, খালি নেংটামি চায় (হাহাহাহা)

৭| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৩:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইমান জিনিসটা কি? ইমানের সাথে পরিবেশের কি সম্পর্ক।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৩:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইমান [ imāna ] বি. 1 ধর্মবিশ্বাস; 2 বিবেক, বিবেকবুদ্ধি। [আ. ঈমান্]। দার বিণ. 1 ধার্মিক; 2 সাধুস্বভাবসম্পন্ন; 3 বিশ্বস্ত; 4 বিবেকসম্পন্ন। দারি বি. ধার্মিকতা; সাধুতা; বিশ্বস্ততা।

৮| ১৭ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:৫৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দায়িত্বহীনের মতো খাই খাই স্বভাবের দিকেই জাতি ধাবিত হচ্ছে - রুখবেন কেমনে ?

১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি চেষ্টা চালাচ্ছি, একে একে এককাট্টা হলে বেশি সময় লাগবে না।

৯| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিশ্বে ৪২০০ মতো ধর্ম আছে।প্রত্যেকেই যার যার ধর্মে বিশ্বাসী।তারা সবাই কি ইমানদার।

১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনিতো আমাকে বিরক্ত করতে চাইছেন।
গুরুত্বপূর্ণ বিষয়ে বিব্রত এবং বিভ্রান্ত হলে বিপর্যস্ত হতে হয়, যা এখন চলছে।

দয়া করে বিবেকবান হওয়ার চেষ্টা করুন।

১০| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ৬ নম্বর মন্তব্যের উত্তর ভালো লেগেছে

১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

১১| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট নিয়েই আপনার স্পষ্ট ধারণা নেই। বাংলাদেশ শুধু মুসলমানদের দেশ হতে যাবে কেন? পাকিস্তান কী দোষ করেছিল? ওটাও তো মুসলমানদের দেশ ছিল। চাঁদগাঁজী আপনার মন্তব্যের উত্তর দিয়েছেন, তবুও দিচ্ছি। ভারত ভাগ হয়েছিল দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে। আর বাংলাদেশ ভাগ হয়েছিল অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক কারণে, কোনো ধর্মীয় কারণে নয়। সাংবিধানিকভাবে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবার। যদিও সংবিধানে রাষ্ট্র ধর্ম নামে একটা কলা ঝুলানো আছে।

১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জনাব, সবাই আমাকে ভুল বুঝছেন। আমি লিখেছি "ধর্মের দোহাই দিয়ে"
বাংদেশের ৯৫ ভাগ মুসলমান ছিল। বাস্তবে কি ইসলাম ধর্ম চর্চা হয়? কলিকাতা ভারতে কেন?

বাস্তবিক চিন্তা করলে অনেক বিষয় স্পষ্ট হবে। বাংলাদেশ এখন মগের মুল্লুক হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.