নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

জনসেবা

১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৫



আমার ভুল না ধরে নিজের ভুল সংশোধন করলে অনেক সমস্যা আপসে মিমাংসা হবে। ভাব ধরে ভাবুক হতে পারলেও বেশভূষায় বিশিষ্ট হওয়া যায় না। বর্তমান বিশ্বে ধর্মচর্চা প্রায় রহিত হলেও ধর্মের দোহাই দিয়ে ধর্ষণ চলছে। সম্পদ শক্তির জন্য মানুষ মরিয়া। জনপ্রিয় হওয়ার জন্য নেংটা হয়ে নাচে। সবাই বড়লাট হতে চায়। হতে চায় প্রভাবপ্রতিপত্তিশালী। চোখের ইশারায় দেশকে নাচাতে চায়। আঙুলের ইশারায় ইন্দ্রজাল ছিঁড়তে চাইলেও অনাথ অসহায়, হাঘর হাভাতের পাতে ভাতে আছে না নেই তা দেখতে চায় না।

যাক!
আমি নেংটাদের সাথে চলা ফেরা করি, আমাকে জ্ঞান দেওয়ার চেষ্ট না করে বাস্তবিক হওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ বিষয়ে বিব্রত এবং বিভ্রান্ত হলে বিপর্যস্ত হতে হয়, যা এখন চলছে। দয়া করে বিবেকবান হওয়ার চেষ্টা করুন, স্বেচ্ছায় জনসেবা করুন এতে অন্তত আত্মোন্নতি হবে এবং আত্মিক শান্তি পাবেন।

পৃথিবী একটাই এবং আমাদের জন্ম একবারই হয়।

আসুন সবাই মিলে সুস্থ ব্লগিং করি, আসুন স্বেচ্চায় সমাজসেবা করি।

© Mohammed Abdulhaque

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

খায়রুল আহসান বলেছেন: "পৃথিবী একটাই এবং আমাদের জন্ম একবারই হয়" - সঠিক, এবং সেজন্যেই আমাদের সময় ও সুযোগের সর্বোত্তম ব্যবহার করা উচিত।

১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ভাইজানকে আন্তরিক ধন্যবাদ। আমরা এখন কত অসহায় তা আমরা জানি না।
কিছু ব্লগার আছেন, জ্ঞান জাহির করার জন্য হাউ কাউ শুরু করে।

২| ১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধর্মচর্চা নতুন করে বাড়ান,পৃথীবিতে শান্তির নহর বইবে।

১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

৩| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে বলছেন?

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিবেকবান হওয়ার জন্য আত্মাসাধনা করতে হয়। নিজের সন্তান এবং সংসারকে নিয়ন্ত্রণে রাখার জন্য সাধ্যসাধনা করতে হয়।
নিজের শান্তি স্বস্তির জন্য যা করতে হয় তা সবাই করলে কেমন হবে?

৪| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:৫০

চাঁদগাজী বলেছেন:



লন্ডনে ইসলামিক সংস্কৃতির জনপ্রিয়তা কেমন? বৃটিশেরা খৃষ্টান ধর্ম ব্যতিত অন্য কোন ধর্মের প্রতি সন্মান দেখায়?

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ২:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইসলাম ধর্ম সবদেশে জনপ্রিয় এবং সবাই মুসলমানকে সম্মান করে। সমস্যা হলো ঠক বাটপাড়, বদমাশরা ধমর্কে বদনাম করে। আমি ধর্মচর্চা করি। আমি উভারে কাজ করি। আমি সবাইকে সম্মান করি ওরাও আমাকে সম্মান করে। ধর্মচর্চা না করে লোকজন বেশভূষা চর্চা করে। আমার বিশ্বাস, ইসলাম হলো বাতাসের মত, না চাইলেও ইসলাম চর্চা করতে হয়।
তিক্ত সত্য হলো, ইসলাম ধর্মকে মুসলমানরাই অপব্যবহার করে। এই বিষয়ে আপনি আমার চেয়ে বেশি জানেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.