নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ধর্ম

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮



অধার্মিকরা ধর্মচর্চা করতে চায় না কিন্তু ধর্মের সুবিধা উপভোগ করতে চায়। ধর্মের দোহাই দিয়ে ধার্মিককে দাস বানাতে চায়। মনে রাখতে হবে ব্যনরা ধর্ম শব্দের অর্থ জানে না। ধর্মের প্রভাবে হিংস্ররা পোষ্য হয়। ধর্ম শব্দ অভিধান থেকে সরালে সভ্যরা অসভ্য হয়ে যাবে।

© Mohammed Abdulhaque

মন্তব্য ৫০ টি রেটিং +০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



কোন ধর্মের লোকেরা বিশ্বে সচেয়ে ভালো জীবনের অধিকারী?

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার প্রশ্নের উত্তর হলো ইসলাম ধর্মের। এখন আপনি বলবেন, মুসলমানরা এখন দুনিয়ায় অশান্তির কারণ।

মনে রাখতে হবে, ধর্ম মানুষকে শান্তশিষ্ট করে। শুধু নামে এবং বেশভূষায় মুসলমনা হওয়া যায় না। যারা ধর্মচর্চা করে তাদের জীবনে সুখ বেশি।

২| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


লন্ডনে কত দেশের, কি পরিমাণ মুসলমান আছে? এরা নিজ দেশ ছেড়ে লন্ডন, জার্মানীতে কেন গেছে?

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অন্যদের খবর আমি জানি না তবে আমার বাবা আমাদেরকে উন্নত জীবনের জন্য নিয়ে এসেছিলেন। বাংলাদেশের খবর তো আাপনি জানেন। দেশটাকে ওরা জাহান্মা বানিয়ে ফেলেছে ধর্মের দোহাই দিয়ে। Islam is all about life, peace, and prosperity.
© Mohammed Abdulhaque

(আমি ধর্মচর্চা করি। অন্যে কী করে না করে তা আমি দেখি না। আল্লাহ যা করার জন্য বলেছেন আমি তা করার চেষ্টা করি। আমি যা বিশ্বাস করি তা সবার সাথে শেয়ার করি। আমার নতুন কবিতার বই বাংলা এবং ইংলিশে প্রকাশ করব। )

৩| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "মনে রাখতে হবে, ধর্ম মানুষকে শান্তশিষ্ট করে। শুধু নামে এবং বেশভূষায় মুসলমনা হওয়া যায় না। যারা ধর্মচর্চা করে তাদের জীবনে সুখ বেশি। "

-আফগান ও িয়েীরা বেশী ধর্ম পালান করে, নাকি জাপানী ও সুইডেনের মানুষ বেশী ধার্মিক?

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি খামোখা এত কষ্ট করছেন কেন?

ধর্ম বিষয়ে জানতে হলে আপনি আমার দিকে এক নজরে তাকালে সব বুঝতে পারবেন। আমার চোদ্দগোষ্ঠি মুসলমান, সম্পদ সম্মান সব আছে, নেই শুধু ধর্মচর্চা।

৪| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


৩ নং মন্তব্যে টাইপো:

-আফগান ও *ইয়েমেনীরা বেশী ধার্মিক, নাকি জাপান ও সুইডেনের মানুষ বেশী ধার্মিক?

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি বাহ্যিক বিষয় নিয়ে প্রশ্ন করছেন আর আমি আত্মিক ভাবে উত্তর দিচ্ছি। আমি এক পোস্ট দিয়েছি তো, তা কি দেখেননি?
জনসেবা

(বর্তমান বিশ্বে ধর্মচর্চা প্রায় রহিত হলেও ধর্মের দোহাই দিয়ে ধর্ষণ চলছে। সম্পদ শক্তির জন্য মানুষ মরিয়া।)

শুধু নামে এবং বেশভূষায় ধার্মিক হওয়া না। ধর্ম হলো আত্মিক এবং ব্যক্তিগত বিষয়। আমরা সবাই আত্মিক শান্তি চাই, সুন্দর পরিবেশ চাই, একে অন্যের সাথে সদ্ব্যবহার করতে চাই, এটাই হলো ধর্ম।

৫| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " অন্যদের খবর আমি জানি না তবে আমার বাবা আমাদেরকে উন্নত জীবনের জন্য নিয়ে এসেছিলেন। বাংলাদেশের খবর তো আাপনি জানেন। দেশটাকে ওরা জাহান্মা বানিয়ে ফেলেছে ধর্মের দোহাই দিয়ে। "

-বাংলাদেশের মানুষ য্তটুকু ধার্মিক, এদের চেয়ে বেশী ধার্মিক আপনি কোন দেশে দেখেছেন?
-আপনার বাবা 'উন্নত জীবনের জন্য' আপনাদের লন্ডনে নিয়ে গেছেন? তা'হলে লন্ডনের মানুষ জীবনই উন্নত! লন্ডনের জীবন যদি উন্নত হয়, ঢাকার মানুষের জীবন উন্নত নয় কেন, তারা তো বেশী ধার্মিক?

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি অন্যদেশে কেনে?

বৃটেনে কিন্তু ইসলাম ধর্মচর্চা হয়। এখানে ওজনে কমবেশ করে না। হিসাবে গরমিল করে না। সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে। জম্মাধীকার আছে এবং সবাই চর্চা করে। বিশ্বে আর কোন দেশে এমন চর্চা হয়? আরবে কী হচ্ছে তা তো আমরা জানি। বাংলাদেশে কী হচ্ছে তা তো স্পষ্ট! আপনি খামোখা ইসলাম ধর্ম নিয়ে মাথা ঘামাচ্ছেন।

আমি যখন থেকে ইলাম ধর্মচর্চা শুরু করেছি তখন থেকে আমার আপনজনরাই আমি নিয়ে হাসাহাসি করেছেন। মনে রাখবেন আমি হাসিরপাত্র নই।

(বাংলাদেশে থাকলে আমি অনেক বড় বদমাশ হতাম, সিলেট আমার আয়ত্তে থাকতো। ১৩ বছর বয়সে আমি জোড়নালি বন্ধুক হাতে নিয়ে হাঁটতাম।)
ঢাকা হলো চোরচোট্টার আখড়া!

৬| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "শুধু নামে এবং বেশভূষায় ধার্মিক হওয়া না। ধর্ম হলো আত্মিক এবং ব্যক্তিগত বিষয়। আমরা সবাই আত্মিক শান্তি চাই, সুন্দর পরিবেশ চাই, একে অন্যের সাথে সদ্ব্যবহার করতে চাই, এটাই হলো ধর্ম। "

-এসব কি লন্ডনে সহজ, নাকি ধার্মিক বাংলাদেশ, আফগানিস্তান, কিংবা ইয়েমেনে সহজ।

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার জন্য সবখানে সহজ। যে যা চায় সে তা পায়।

৭| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "বৃটেনে কিন্তু ইসলাম ধর্মচর্চা হয়। এখানে ওজনে কমবেশ করে না। হিসাবে গরমিল করে না। সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে। "

-বৃটেনের উন্নত জীবনযাত্রা কি ইসলাম করেছে, নাকি বৃটিশের সভ্যতা ও আইন ব্যবস্হা উহা করেছে?

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদের পরে সভ্য হলেও ওরা সভ্যতা চর্চা করে। কুশিক্ষার সাথে সাথে ওরা শিশুকে সুশিক্ষাও দেয়। ওরা বাস্তবিক হয়েছে। আমরা বাস্তবিক হতে পারিনি, যদিও প্রাকৃতিকভাবে আমরা স্বয়ম্ভর।

আপনি যে বিষয়ে ইশারা করছেন তা তো আপনি জানেন।

আমি সাধারণ মানুষ এবং সাধারণভাবে জীবন যাপন করতে চাই। এখন আপনি বলবেন তাইলে এসব অসাধারণ বিষয়ে নিয়ে ঝামেলা কেন?
আমি নির্দায় হতে চাই।

৮| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:




আপনি কি লন্ডনে থেকে যেতে চান, নাকি মক্কায় বাকী জীবন কাটাতে চান?

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মদিনায় মৃত্যু হওয়ার জন্য দোয়া করেছি।

মক্কাতে আমি থাকতে পারব না। না পারার কারণ, আমি পবিত্র পুরুষ হতে পারিনি এবং আমার আমার মাঝে মায়াটান আছে।

মেয়ে এবং নাতনিদের জন্য জানে টানে। মক্কা অন্য বিষয়। আমি হজ করেছি এবং বস্তবতা দেখেছি এবং পবিত্র শক্তিও অনুভব করেছি।

৯| ১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজীকে প্রশ্ন রাখছি, বাংলাদেশ কেন এত দেশের লোক আসে যায় জাপান কোরিয়া লন্ডন আমেরিকা আরো অনেক অনেক দেশের লোকজন কাজ করে চাকরি করে চাঁদগাজী কি তা অস্বীকার করতে পারবে? বাংলাদেশের 90 পার্সেন্ট লোক মুসলিম, কেন তারা এদেশে চাকরি করতে আসে? বাংলাদেশের মানুষ যায় চাকরি করতে জ্ঞান অর্জন করতে, বাংলাদেশের মুক্তি যোদ্ধারা এই দেশ স্বাধীন করে খালাস, তাদের দায়-দায়িত্ব এদেশে আর কিছু ছিল না।

১০| ১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



@কানিজ রিনা,
আপনি বলেছেন, " চাঁদগাজীকে প্রশ্ন রাখছি, বাংলাদেশ কেন এত দেশের লোক আসে যায় জাপান কোরিয়া লন্ডন আমেরিকা আরো অনেক অনেক দেশের লোকজন কাজ করে চাকরি করে চাঁদগাজী কি তা অস্বীকার করতে পারবে? "

-আপনার প্রশ্নের উ্ত্তর হচ্ছে, বাংগালীরা অদক্ষ, সেজন্য অন্যেরা এসে ব্রীজ, রাস্তা, ড্রেজিং ও ব্যবসা করছে; তৈরি-করা পোশাককে বাজারজাত করতে ইংরেজী জানতে হয় ও ৮ ঘন্টার বেশী কাজ করতে হয়, তাই ভারতীয়রা আসছে।

আপনি ভাত রান্না করতে পারেন না, ঘর মুছতে পারেন না, নিজের কাপড় ধুতে পারেন না, সেজন্য বস্তির ১০ বছরের বালিকাকে চাকরাণী করে রেখেছেন।

১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: @ চাঁদগাজী

ইসলাম ধর্মে অন্যেকে কষ্ট দেও‌য়া হারাম। এখন বলবেন দাস দাসী কী? এসবও হারাম। বাসায় কাজ করার জন্য বালিকা রেখে কাজ করানো হারাম, ওরা দাসী নয়। দাসপ্রতা নবী করিম সঃ এর সময় শেষ হয়েছে। সমস্যা হলো, বাংলাদেশ এখন হারামের দেশ হয়েছে।

আপনি কি আমাকে দিয়ে জোরপূর্বক দাসের কাজ করাতে পারবেন? আমাকে দিয়ে কাজ করাতে হলে অমানবিক অত্যাচার করতে হবে। আমি এই জন্য বলছি ধর্মচর্চা করার জন্য।

বর্তমান বিশ্বে জোরপূর্বক যা হচ্ছে তা কারো চোখে পড়ে না, দুনিয়াতে নাকি অমানবিক অত্যাচার হয় না।
বিশ্ব এখন বিস্ময়ে ভরে যাচ্ছে।

১১| ১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধর্ম মানুষকে কি সুবিধা দেয়।পুরুষকে সুবিধা দেয় চারটা বিয়ে করার,অসংখ্য দাসী সহবত করার।নারীকে কি সুবিধা দেয়?পৃথীবির অনেক দেশের মানুষ ধর্ম কর্ম করে না ,তাদের কি সমস্যা।

১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হা হা হা!

আপনি আসলে ইসালম ধর্ম সম্বন্ধে কিচ্ছুই জানে না।
আপনাকে কোন মাথামোটা বলেছে খালি পুরুষকে চারটা বিয়ে করার সুবিধা দেয়?

হুনেন! ৩০ বছর লেখালেখি করে যখন দেখলাম আমি আমার জীবন নষ্ট করে ফেলেছি এখন কেমনে কী করব? তখন কুরআন পড়েতে শুরু করে যা জেনেছি তা জানার পর আমিতো অবাক!
সভ্যতা বলতেই ইসলাম। মিল্লাতে ইব্রাহিম!

আমি লেখছি আমার সম্প্রদায়ের জন্য। আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করছি।
দাস দাসী পাইলেন কই? সভ্য হওয়ার চেষ্টা করুন সব ঠিক হয়ে যাবে।

১২| ১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "ইসলাম ধর্মে অন্যেকে কষ্ট দেও‌য়া হারাম। এখন বলবেন দাস দাসী কী? এসবও হারাম। বাসায় কাজ করার জন্য বালিকা রেখে কাজ করানো হারাম, ওরা দাসী নয়। "

-আপনার মতে, ইসলাম বলেছে দাসী রাখা হারাম; কিন্তু কেহ ইহাতে কান দিচ্ছে না; বৃটেন বলেছে, ইহা বেআইনী, সবাই মানছে!

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

মূর্খরা ধর্মচর্চা করতে পারে না। মুখস্থ পড়ে কুরআন বুঝা যায় না। বাংলাদেশ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে সত্য মিথ্যা এবং ন্যায় অন্যায়ের পার্থক্য নেই।
যাক, আমি কিছু লেখা ব্লগে পোস্ট করব, যা ফেইসবুকেও পোস্ট করেছি। বাস্তবতা সত্যি তিক্ত! দেশের লোকজন অন্তত লাইক দিয়েছে, বৃটেনে লাইকতো দূরের কথা, বকা দিয়েছে।

যাক, সকলের মঙ্গল হোক।

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাকস্বাধীনতা নিয়ে লেখার কারণে linkedin.com এ প্রায় ব্যান করেছিল।

সত্য কারো পেটে হজম হয় না। (হাহাহাহা)

আমি বিশ্বাস করি, শতভাগ বাকস্বাধীনতা নেই এবং শত ভাগ স্বাধীনতা দেয় না। শতভাগ স্বাধীনতা মানে বন্য অথবা জংলী।

১৩| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: চাঁদগাজী বলেছেন: -আপনার মতে, ইসলাম বলেছে দাসী রাখা হারাম;
কে বলেছে দাসী রাখা হারাম ইসলামে? কোরআন বা হাদিসের কোথায় বলা আছে দাস-দসী হারাম?

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হালাল কোথায় লেখা?

১৪| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৫৮

কানিজ রিনা বলেছেন: আমি চাঁদগাজী কে বলছি আপনার মাথার ভিতরে টিউমার
তাই আপনার জ্ঞানের পরিধি অনেক অনেক কম।
সারা পৃথিবীর সব দেশের লোক দক্ষ অদক্ষ বিদেশে গমন করে চাকরি বাকরি করে বেড়ায় সে কথা বলার অপেক্ষা আপনি রাখেন নাকি?
আমাদের দেশের মেধাবী ছাত্ররা কেন বিদেশে লেখাপড়া করে? কেনই বা তাদের মেধা বিদেশে দক্ষতা অর্জন করে,
আপনি কোন দক্ষতা নিয়ে বিদেশে কাটাচ্ছেন?

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনি অনেক বিষয় জানলেও বাঙালে যে সভ্য এবং ইসলাম যে শান্তিপূর্ণ ধর্ম তা মানতে নারাজ।

১৫| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: নিসা, আয়াতঃ ২৪
আর (হারাম করা হয়েছে) নারীদের মধ্য থেকে সধবাদেরকে। তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে (দাসীগণ) তারা ছাড়া। এটি তোমাদের উপর আল্লাহর বিধান এবং এরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে, তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদেরকে চাইবে বিবাহ করে, অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ে নয়। সুতরাং তাদের মধ্যে তোমরা যাদেরকে ভোগ করেছ তাদেরকে তাদের নির্ধারিত মোহর দিয়ে দাও। আর নির্ধারণের পর যে ব্যাপারে তোমরা পরস্পর সম্মত হবে তাতে তোমাদের উপর কোন অপরাধ নেই। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই সুরায় আরো অনেক বিষয় বিশ্লেষিত আছে। এসব কবে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল কি?

ইলাম ধর্ম হলো মিল্লাতে ইব্রাহিম, এর মানে আগের ধর্মের সাথে সম্পৃক্ত। আগে যা ঝামেলা শুরু হয়েছিল তা ইসলাম মিটমাট করেছে। দাসপ্রতা রহিত হলেও এখন আধুনিক দাসত্ব শুরু হয়েছে। তা কি জানেন?

সুরা নিসু কয়েকবার পড়লে সব ফকফকা হবে।

১৬| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০২

শেরজা তপন বলেছেন: ব্লগে ঢুকে আজকে আমার মাথা ঘুরছে!!
মনে হচ্ছে আমাদের প্রিয় ব্লগের অন্তিমদশা চলছে...

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্বর শিরনি করতে হবে।

১৭| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: ধর্ম দেশ বা সমাজের কোনো কাজে লাগে না।

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধর্ম শব্দের অর্থ জানলে এমন মন্তব্য করতেন না।

১৮| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ২:২৫

নেওয়াজ আলি বলেছেন: ধর্মকে দেশ এবং দশ হতে সরাইলেও সভ্যরা, অসভ্য হবে এবং হচ্ছে।

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, ধর্মচর্চা রিহিত হচ্ছে।

মানুষ মূর্খ থেকে মূর্খ হচ্ছে।

১৯| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


কানিজ রিনা বলেছেন, " আমি চাঁদগাজী কে বলছি আপনার মাথার ভিতরে টিউমার তাই আপনার জ্ঞানের পরিধি অনেক অনেক কম। আমাদের দেশের মেধাবী ছাত্ররা কেন বিদেশে লেখাপড়া করে? কেনই বা তাদের মেধা বিদেশে দক্ষতা অর্জন করে,
আপনি কোন দক্ষতা নিয়ে বিদেশে কাটাচ্ছেন? "

-আরব ও মালয়েশিয়া মিলে আমাদের ৭০ লাখ গায়ে গতরে খাটে, এটাই তাদের দক্ষতা।

২০| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৩:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
মানব সভ্যতার শুরুতে শৃক্ষলা ও সমাজ গঠন করতে ধর্মের প্রয়োজন ছিল।
এখনো আরো কিছু শতাব্দি ধর্ম থাকা প্রয়োজন আছে।
ধর্ম কোন সমস্যা না, ইসলাম ধর্মও কোন সমস্যা না।
সমস্যা তখুনি হয়, যখন একদল 'ধার্মিক নামের অমানুষ' নিজেদের ধর্ম আচার আচরন অন্যের উপর চাপিয়ে দিতে চায়, কথিত কটুক্তি নিয়ে লাফালাফি করে কিছু শয়তান বা ধর্মের নামে রাজনীতি করে। এরাই সমস্যা। ধর্ম সমস্যা না।

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, যাদের কল্লার ভিতর সমস্যা ওরাই সমস্যা সৃষ্টি করে।

২১| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৫

বিটপি বলেছেন: হাসান কালবৈশাখী এই প্রথম একটা খাঁটি কথা বলেছে - এজন্য তাকে ধন্যবাদ। কিন্তু কথিত কটুক্তি নিয়ে লাফালাফি বলতে কি বুঝালেন? কেউ কটুক্তি করলে তার প্রতিবাদ করার কোন দরকার নেই?

২২| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪০

রানার ব্লগ বলেছেন: ধর্ম কে আমি দেখি অনেকটা গরুর কাধের জোয়ালের মতো। গরু যখন ওয়লট পালট হাটা শুরু করে জোয়াল তাকে সোজা পথে আনে। কিন্তু আমার ব্যাক্তিগত সমস্যা ধর্ম কে ব্যাবহারকারীর আচরণের উপর । এরা ধর্মে কে নিজের পৈতৃক সম্পদ বানিয়ে ফেলেছে।

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইসলাম ধর্ম বুঝতে হলে সাধনা করতে হয়।

২৩| ২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: জ্ঞানী মানুষেরা সব সময় একটা কথাই বলেন- তোমরা ধর্ম থেকে দূরে থাকো।

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এমন জ্ঞানীর কপালে খড়মের বাড়ি!

২৪| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:



আমি বলেছিলাম - কে বলেছে দাসী রাখা হারাম ইসলামে? কোরআন বা হাদিসের কোথায় বলা আছে দাস-দসী হারাম? (১৩ নং মন্তব্য)

আপনি পালটা প্রশ্ন করলেন - হালাল কোথায় লেখা?

আমি ১৫ নং মন্তব্যে দেখিয়েছি - সূরা নিসার ২৪ নং আয়াতে বলা হয়েছে দাসী হালাল।
দাসী যে হালাল এবং তা হারাম করা হয়নি সেটা পরিষ্কার। ঐ সূরায় আর কি কি বলা হয়েছে, কেনো বলা হয়েছে সেটা আলোচ্য বিষয় নয়।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুরা নিসার আয়ত নং ৭ এর জন্য আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে। পরের কথা হলো, আপনি ২৪ নং আয়াত দিয়েছেন, ২৩ নং পড়লে বিষয় বিশ্লেষণ হবে।
ইসলাম হলো শেষ ধর্ম, আগে যা অবৈধ ছিল তা বাতিল হয়েছে। কুরআন একদিনে নাযিল হয়নি এবং কাউকে বুঝাবার জন্য নাযিল হয়নি। কুরআনের এক আয়াতে হাজার বছররে ইতিসার আছে।

সুরা নিসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমরা অনেক জানিই না। যেমন মেয়েরাও ছেলেদের মত সমান অধিকার পায়।

কিছুদিন আগে আমার ছোট দামান্দ জানতে চেয়ছিল তখন তাকে বলেছিলাম হ্যাঁ আমার সম্পদ আমার মেয়েরা পাবে। তখন সে অবাক হয়েছিল।
দাস দাসি হালাল থাকলে নবী (সঃ) অনেক দাস দাসি থাকতো। দাসপ্রতা নিষিদ্ধ হয়েছে হাজার বছর আগে। আপনি যা নিশ্চিত করতে চান তা হলো ইসলাম খুব খারাপ ধর্ম।
ইসলাম ধর্ম আমাদের চিন্তার অনেক উর্ধ্বে!
ধন্যবাদ।

২৫| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: দাস দাসি হালাল থাকলে নবী (সঃ) অনেক দাস দাসি থাকতো। দাসপ্রতা নিষিদ্ধ হয়েছে হাজার বছর আগে। আপনি যা নিশ্চিত করতে চান তা হলো ইসলাম খুব খারাপ ধর্ম।

প্রথম কথা নবীজির দাস দাসী ছিলো।
দ্বিতীয় কথা আমি ইসলামকে কিছুতেই খারাপ ধর্ম বলছি না। কারণ আমি একজন মুসলিম এবং আমার মতে ইসলামই সর্ব উত্তম ধর্ম।

তৃতীয় কথা দাসপ্রথা নিষিদ্ধ হয়েছে হাজার বছর আগে, একথা সত্য। তবে ইসরাম ধর্মে দাসী হারাম করা হয়েছে এটা আপনি দেখাতে পারেন নি। আমি দেখিয়েছি দাসীকে হালাল ঘোষণা করা হয়েছে।

দাসীকে হালাল ঘোষণা করার কারণে আপনার মনে হচ্ছে ইসলাম খারাপ ধর্ম।

২৩ ও ২৪ নং আয়াত হচ্ছে -
তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভাতিজীদেরকে, ভাগ্নীদেরকে, তোমাদের সে সব মাতাকে যারা তোমাদেরকে দুধপান করিয়েছে, তোমাদের দুধবোনদেরকে, তোমাদের শ্বাশুড়ীদেরকে, তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে, আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাক তবে তোমাদের উপর কোন পাপ নেই এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্র করা(তোমাদের উপর হারাম করা হয়েছে)। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

আর (হারাম করা হয়েছে) নারীদের মধ্য থেকে সধবাদেরকে। তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে (দাসীগণ) তারা ছাড়া। এটি তোমাদের উপর আল্লাহর বিধান এবং এরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে, তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদেরকে চাইবে বিবাহ করে, অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ে নয়। সুতরাং তাদের মধ্যে তোমরা যাদেরকে ভোগ করেছ তাদেরকে তাদের নির্ধারিত মোহর দিয়ে দাও। আর নির্ধারণের পর যে ব্যাপারে তোমরা পরস্পর সম্মত হবে তাতে তোমাদের উপর কোন অপরাধ নেই। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।


২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, যা নিজের জন্য খারাপ তা হারাম। আমাকে কি জোর করে দাস বানাতে পারবেন? গরিবের মেয়ে কিনা যায় না, অনেকে নিজের সন্তান বিক্রি করে। যারা কিনে ওরা বিকৃতি বিবেকের মানুষ।
যা ক্ষতিকর তা ইসলামে হারাম, তা আপনিও জানেন। যে ধর্ম মানুষের শান্তির জন্য সে ধর্মে দাসপ্রতা বৈধ হবে কেমনে? যাক, ধর্ম নিয়ে আলোচনা করার মত জ্ঞান আমার নেই। বর্তমানে যা হচ্ছে তাতে শুধু ইসলাম ধর্মকে দোষ দেওয়া হচ্ছে, বাস্তবে ইসলাম ধর্ম হলো শান্তিপূর্ণ জীবন বিধান।
আমার জন্য দোয়া করবেন, অনেক ঝামেলায় আছি।

২৬| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: যা ক্ষতিকর তা ইসলামে হারাম
ইসলামের হারাম হালালের তালিকার বাইরে যদি আপনি নিজে হারাম হালাল তৈরি করেনেন সেটা আপনার বিষয়। ইসলামের বিষয় না।
শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সব সময়।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একটু কষ্ট করে পড়বেন,

Page semi-protected Islamic views on slavery


সকলের মঙ্গল হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.