নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

অবিশ্বাস্য হলেও সত্য

২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৫



আমি অনেক বই লিখেছি, লিখেছি হাজারে হাজারে কবিতা। কত লিখেছি তা নিজেই জানি না। তবে লেখালেখি করে যা জেনেছি তা হলো আমি মানুষ এবং অত্যন্ত অসহায়। প্রতিরাতে আমার মৃত্যু হয়, বাতাসে একটু সমস্যা হলে আমার শ্বাসকষ্ট হয়। বন্য এবং হীংস্র পশু পোষতে পারলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে অক্ষম। অতিপ্রাকৃতিক কিছু আমার অন্তরাত্মাকে নিয়ন্ত্রণ করে (Supernatural power controls my inner self.)।

দাবানল লাগার আগে বনের পশুপাখিরা পালায়, শুধু মানুষ তা বুঝতে পারে না। প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার আগে অন্য জীবরা সংকেত পায় শুধু মানুষ তা অবহেলা করে বিপর্যস্ত হয়। তিক্ত সত্য হলো, চোখে যা দেখি তা দিয়ে বিচার করলে, মানুষের চেয়ে ভয়ঙ্কর আর কিচ্ছু নেই কিন্তু মানুষ ভূতের ভয়ে ত্রস্ত এবং মহাজ্ঞানীর ভাব ধরে বলে, ঔ যে দেখা যায় ওখানে এইলিয়ান আছে।

সবকথার শেষ কথা হলো, মানুষের মৃত্যু হয় কিন্তু আত্মা বেঁচে থাকে। এই তথ্য এখন বিজ্ঞানীরাও বিশ্বাস করে।

যাক, সকলের মঙ্গল হোক এবং মঙ্গলের মঙ্গল হলে আমরা সকল মঙ্গলে চলে যাব। মনে রাখবেন, বোকা এবং বেকার অন্যকে অবাক করতে চায়।

© Mohammed Abdulhaque

পরমাত্মীয় মাত্র ১৭৮৩ পৃষ্টা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সত্য হলেও অবিশ্বাস্য!

২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এক মহা পাঠ আজ মহা উপন্যাস কিনেছেন। উনার জন্য আপনিও দোয় করবেন।

২| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোন কোন বিজ্ঞানী আত্মায় বিশ্বাস করে নোবেল পাওয়া এমন কয় কয় জনের নাম আপনি জানেন।

২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
আমি বানান এবং ব্যাকরণে এক্কে কাঁচা, কোছতা বুঝাইয়া কইতা পারিনা, লেখতা পারি না :(

আমি খবর পড়ে জেনেছি। চাইলে আপনিও জানতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.