নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

এই তথ্য কয়জনে জানে?

২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

Supported countries for selling books on Google Play list এ বাংলাদেশ নেই!


বিশ্বাস না হলে এখানে ক্লিক করুন

এ যাবৎ ৮০ খান বই বিক্রি হয়েছে, ৭২ খান ভারতে, বাংলাদেশ থেকে কেউ বই নামায়নি। খোঁজাখুঁজি করে দেখি বাংলাদেশ তাদের লিস্টেই নেই।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:

২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১

নজসু বলেছেন:


কেমন আছেন ভাইজান?
বি দিয়া পাঁচটা দেশের নাম লিস্টে আছে।
বাংলাদেশ নাই।
আপনার সর্বশেষ উপন্যাস কোনটি?

২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাজিবাবা

সত্য প্রেম পড়তে পারেন। রিরাইট করেছি।

আমি ভালো আছি, আপনার খবর কী?

নতুন বই আর লিখতে চাই না, জীবন তো প্রায় শেষ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২২

জ্যাকেল বলেছেন: এইটা আমাদের তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় তথা সরকারের চরম ব্যর্থতার পরিচয়। এখনো পেপাল আমাদের দেশে চলে না বিশ্বের মধ্যে আট নম্বর জনবহুল দেশ এইসকল তালিকায় থাকবে না কেন?

২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি নির্বাক।

লুটপাটে ব্যস্ত।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫২

নজসু বলেছেন:



আপনার লেখা মিস করি। আগে যখন আপনার লেখা পড়তাম এক অজানা ভালো লাগতো। আপনার লেখা পাঠ করে যে কেউ বুঝবে গভীর মমতা দিয়ে আপনি লেখেন।

আমি এই আছি ভাইজান। সারাদিন লগইন থাকি। লেখা পড়ি। পরিচিত জন পেলে বা ভালো লাগলে কমেন্ট করি।
আগের সেই দিন আর নেই।

জীবন শেষ কেন ভাইজান? মৃত্যু না আসা পর্যন্ত জীবন চলবেই।

গানটান আর করেন না মনে হয়। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। পলাশ মিয়ার খবর কি? কি করছে এখন?

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
জীবন শেষ বলার কারণ... লেখালেখি করে এক্কেবারে ফতুর হয়েছি। এখন আমি টেক্সি চালাই। আমাজনে বাংলা অচল, গুগুলেও বাংলা অচল। আমার লেখা কেউ পড়ে না। নাতনীরা সেয়ান হচ্ছে। হাত খালি।

আমি গায়ক নই, কিছু বিষয় প্রমাণ করার জন্য গায়ের জোরে কিছু গানর রেকডিং করেছিলাম এবং সব কাজ নিজে করেছিলাম।
মহা উপন্যাস হলো পলাশমিঞার কাহিনী

পরমাত্মীয় শেষ করে পলাশমিঞাকে সালাম করে বলেছিলাম, ভাইরে আমারে ক্ষমা করে দে আমি আর পারব না।
ইদানীং খুব ঝামেলা শুরু হয়েছে, সবাই জনপ্রিয় হতে চাই। গ্রুপিং হায় গ্রুপিং।

দোয়া করবেন সম্মান, সফলতা এবং ইমানের সাথে যেন মৃত্য হয়। আপনার সার্বিক সফলতা কামনা করি।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০০

সোবুজ বলেছেন: অনেক অজানা তথ্য জানতে পারলাম।যেনে উপকৃত হলাম।

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি আনন্দিত হয়েছি।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১০

নজসু বলেছেন:


দোয়া রইলো ভাইজান।
দোয়া করবেন।

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহ আপনাকে সুখে শান্তিতে রাখবেন, আমিন।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এইসব দেখার প্রপার অথরিটি নাই , দেশের ডিজিটাল সুবিধা নেয়ার জন্য ফ্রিলান্সরা ডলারে বুদ হয়ে বসে থাকে ।

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যে যা জানি তা অন্যকে জানালে সত্বর জানাজানি হবে।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: না এই তথ্য জানতাম না।

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জেনে খুশি হলাম।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:২২

নেওয়াজ আলি বলেছেন: আপনার বই এবার মেলায় পাওয়া যাবে কিনা, গেলে নিবো।

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বই ছাপিয়ে টাকা নষ্ট করতে চাই না।

আমার সাইটে ইবই আছে।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৫

জগতারন বলেছেন:
প্রিয় ব্লগার মোহাম্মাদ আব্দুলহাক,
অনেক দিন পরে আপনাকে ব্লগে দেখে খুব ভাল লাগিল।
আপনার মতো একজন গুনি লেখকের এ ভাবে কথা বলায় খুব দুঃখ পেলাম।
মহান সৃষ্টী কর্তার কাছে আপনার সর্বাঙ্গীন মঙ্গল পার্থনা করি।

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অজ্ঞাতসারে কটুবাক্যে আপনাকে মর্মাহত করে থাকলে আমাকে ক্ষমা করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.