নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

\'স্বর্গীয় সুখ\'

২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৬



স্বাধীনতা এমন একটা শব্দ যে শব্দে সবকিছু থাকার কথা থাকলেও অনেক কিছু নিষিদ্ধ। স্বাধীনতা আমাদেরকে স্বতন্ত্র করতে ব্যর্থ হওয়ার দরুন আমরা গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়ে পরাধীন হয়েছি। অনেকে অস্বীকার করলেও মানুষ আসলে স্রষ্টার সৃষ্ট শ্রেষ্ঠ জীব। মৃত্যু অবধারিত জেনেও মানুষ অমর হতে চায়, চায় অন্য গ্রহে পালিয়ে যেতে, যা অসম্ভব। অনেকে অন্তরকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু পারে না। না পারার কারণ, অন্তর আমাদেরকে কুমন্ত্রণা দেয়। চোখে চাকচিক্য দেখে আমরা ভ্যাবাচ্যাকা খাই। নারীরা নরকে নরকের দিকে টেনে নেয়। নারীকে নীর্যাতন করে নররা নারকীয় যন্ত্রণা ভোগে। এতসবের আসল কারণ হলো স্বর্গীয় সুখ, যা বিশ্বস্ত মানুষের ভালোবাসার সাথে সম্পৃক্ত। মনে রাখতে হবে, বিশ্বাস মানুষকে বিপর্যস্ত পর্যন্ত করে।

© Mohammed Abdulhaque

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৪

সোবুজ বলেছেন: আল্লাহ পাকের উপর ভরসা রাখেন।স্বর্গীয় শুখের জন্য মরা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

যে ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে পারে সে সহজে স্বর্গীয় সুখ উপভোগ করতে পারে।
© Mohammed Abdulhaque

২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৩

রাজীব নুর বলেছেন: আপনার উপর শান্তি বর্ষিত হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.