নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

পরবর্তী প্রজন্ম

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৪



(আরেকটা গদ্য)
প্রতিযোগীতা জিততে হবে কিন্তু কিসের জন্য প্রতিযোগী হয়েছে তা কয়জনে জানে আমি জানি না। দিনানুদিন আমরা মানসিকভাবে অসুস্থ হচ্ছি। আত্মোন্নতির জন্য সাধনা করতে হয় যা অনেকে জানতেও চায় না। অখণ্ড প্রতাপে একতা ভেঙে খণ্ড খণ্ড, খণ্ডপ্রলয়ে সুখসমৃদ্ধি পুড়ে হচ্ছে ছাই, যোগসাজশে রক্তের যোগ হচ্ছে নাশ, যুগে যুগে সুযোগ না হয়ে যোগ হচ্ছে প্রত্যভিযোগ, গোলযোগে বিশ্বাসযোগ্য হয়েছে প্রতিযোগ। পরবর্তী প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এতে অনেক শিশু কিশোর উপকৃত হবে, সমাজ সংসার এবং দেশের উন্নতি হবে। শিশু এবং কিশোর হলো ভবিষতের রক্ষক।

© Mohammed Abdulhaque

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯

নজসু বলেছেন:



খুবই মূল্যবান কথা।

কেমন আছেন ভাইজান?

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাইজান।
কাজে খুব ভাটা ধরেছে, তাই ব্লগে সময় দিচ্ছি। লেখালেখিতে এখন আর মন বসে না।

আপনার খবর কী?
কবিতা এবং গদ্য কবিতার বইয়ে কাজ করছি, তা থেকে একটা পোস্ট করেছি। তিক্ত সত্য হজম হয় না।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২

নজসু বলেছেন:



আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
কিন্তু আমার কাজের চাপ বেশি। সময় কম পাই।
আমরা না হয়র শখের বশে হাবিজাবি লিখি। কিন্তু ভাইজান আপনি তো জাত লেখক। থামবেন না।
আপনার লেখা পাঠ করে তৃপ্ত হই।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমি সত্যি আন্তরিক ভাবে খুশি হয়েছি। লেখা বন্ধ হবে না, লেখালেখির সাথে আমার আত্মিক শান্তি সম্পৃক্ত। ইংলিস উাপন্যাস একখান হাতে আছে, সাথে বাংলা এবং ইংলিস কবিতার বই। তবে আগের মত সময় দিতে পারি না।

দোয়া করবেন যেন সহজে শে‍ষ‍ করতে পারি।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো লিখেছেন।

যুক্তরাজ্যের এবারের লকডাউন খুব কঠিন হচ্ছে শুনলাম। আণ্ডারগ্রাউন্ডে পুলিশে মানুষরে পিটাইছে। সত্যি নাকি?

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লকডাইন দেওয়া হয়নি। এখানে দেশি স্টাইলে পুলিশরা মারধর করে না। এসব কে বলেছে?

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪০

আমারে স্যার ডাকবা বলেছেন: বর্তমান সমাজে সবাই দৌড়াচ্ছি। রেস চলতেছে। একটু দাড়িয়ে জিরিয়ে নেয়ার বা জীবন উপভোগ করার সময় নাই কারো... :|

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: স্যার, তবুও চেষ্টা করতে হবে। দৌড়বৌররাও জীবন উপভোগ করে।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

জটিল ভাই বলেছেন:
এই পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করা সবার শপথ হোক।
স্বল্পের মাঝে সুন্দর উপস্থাপনা। ভালো লাগলো।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান, তা আমাদেরই দ্বায়িত্ব।

আমরা যেমন পেয়েছিলাম তেমন কি রেখে যেতে পারব?

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনার লন্ডন ও ইউরোপের অভিজ্ঞতা নিয়ে লিখুন, বাংগালী ব্লগারেরা ইউরোপকে বুঝার সুযোগ পাবে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আমাকে অনেকবার বলেছেন, আমি চাইলেও পারিনা, আসল সমস্যা হলো আমার কাছে লন্ডন আমার গ্রামের বাড়ির মত।

আমি সিলটি, এখানেও আমি সিলটি। ননসিলটিরা আমাকে হেয় করে নিজে হেনস্তা হয়। যা দেশেও হয়েছে।

তবে একটা বিষয়ে লিখতে পারব আর তা হলো, লন্ডন বাবুগিরি করতে হলে টাকা লাগে। ধাপ্পায় কাজ চলে না। এখানে ধাপ্পাবাজি করলে অনাহারে মরতে হবে এবং কেউ ফিরেও তাকবে না, আমিও না।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো উপলব্ধি।
লন্ডনে বাংগালীর জীবনাচার নিয়ে লিখুন পড়ি।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি পরে চেষ্টা করব তবে, আমাকে দিয়ে না হওয়ার কারণ আছে।

এই বই পড়লে কিছু আন্দাজ করতে পারবেন।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪১

নেওয়াজ আলি বলেছেন: মূল্যবান কথা লিখেছেন । হক ভাইয়ের হক কথা

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুধুমাত্র সত্যবাদীরা সত্যকে সত্য বলে।

আপনি কেমন আছেন?

৯| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৬

জ্যাকেল বলেছেন: লন্ডনে সিলটিরা কিভাবে দিন কাটান, সেগুলো নিয়ে লিখে আমাদের জানিয়ে দেন।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চারটা উপন্যাসের লিংক দিলাম, পড়লে বুঝতে পারবেন আমরা সুখেই আছি
সামাজিক উপন্যাস

সামাজিক উপন্যাস

স্বয়ম্বরা

the novel

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪০

রাজীব নুর বলেছেন: বর্তমান প্রজন্মকে আমি বুঝি না।

২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না বাঝার কারণ, ওরা আমাদের পরে এসেছে। আমরা কী করছি আমরা জানি না।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৭

সোবুজ বলেছেন: আপনার লেখা পড়লেই বুঝাযায় আপনার আত্মার অনেক উন্নতি হয়েছে সেই সাথে মাথার

২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিক ধরেছেন তবে তা বয়সের ভারে হয়েছে, এখনো সিদ্ধ হতে পারি না।

আপনার সার্বিক সফলতা কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.