নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

স্বার্থান্ধ

০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৮



মৃত্যুকে কেউ হত্যা করতে পারেনি এবং পারবেও না। শক্তিশালী এবং সম্পদশালীরা অমর হতে পারে নি। বড়াই এবং বাড়াবাড়ির কারণ, অহংকার, পরহিংসা এবং লোভে আমরা অন্ধ। অন্ধরা শক্তিশালী এবং সম্পদশালী হলেও অন্যের মুখাপেক্ষী। এই সত্য আমরা বুঝতে চাই না, যদ্দরুন নিজের পায়ে কুড়াল মারি। কেমনে অন্যকে হেয় প্রতিপন্ন করা যায়, কেমনে অন্যের সম্পদ আত্মসাৎ করা যায়, কেমনে অন্যদেশকে নাশ করা যায় এসব কলাকৌশল শিখার জন্য আমরা বিশ্বের সর্বোচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করি। কিন্তু কেমনে অন্যের সাথে জীবনোপকরণ ভাগ করা যায় তা আমরা জানতে এবং করতে নারাজ। প্রদাদার সাথে দেখা হয়নি এবং প্রনাতির সাথে দেখা হবে না জেনেও সম্পদ সঞ্চয়ের জন্য মরিয়া হয়ে নির্বোধরা মরে। যারা অন্যকে ঘৃণা করে অথবা যারা অন্যের ক্ষতি করে ওরা ঘৃণ্য এবং ক্ষতিগ্রস্ত হয়। ঘৃণায় ঘৃণ্য হয়ে আমরা জঘণ্য কাজ করি। যে যত বেশি ঘৃণা করে সে তত ঘৃণ্য এবং জঘণ্য কাজ করে। আমার কথা বিশ্বাস না হলে বাস্তবে পর্যবেক্ষণ করতে পারবেন। মনে রাখতে হবে, মৃত্যুর পর শক্তিশালীর দেহ নিথর হয় এবং সম্পদ কারো সাথে যায় না।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৮

শায়মা বলেছেন: ও আচ্ছা এই কারনেই তুমি কাউকে ঘৃনা তো দূরের কথা মানে ঘৃন্য বস্তূকেও ঘৃনা তো দূরের কথা মাফ তো করোই আবার ঘৃনার নামও মাথায় আনোনা ।

গুড ভেরি গুড ভাইয়া।

মৃত্যুর পরে ঘৃনা তো করতে পারেনা কেউই যেমন তেমন ঘৃন্য ব্যক্তিরাও আর ঘৃন্য কাজও করতে পারেনা কাজেই কাটাকা টি

০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঘৃণ্যকে ঘৃণা করা এবং অভিশপ্তের সাথে দূরত্ব বজায় রাখলে আত্মোন্নতি হয়। ©

কট্টরভাবে আমার লেখার সমালোচনা করলেও আমি রাগ করি না, সাথে সাথে লেখাকে ঠিক করার চেষ্টা করি।

যেমন স্বয়ম্বরা আবার রিরাইট করছি।

আপনারা হলেন উচ্চমার্গীয় লেখক, আপনাদের সাথে আমি পাল্লা দিতে চাই না।

২| ০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৯

সোবুজ বলেছেন: ‘মৃত্যুকে কেউ হত্যা করতে পারেনি এবং পারবেও না।’ এই বাক্যটা কি অর্থ বহন করে।আদৌ কোন অর্থ বহন করে কি?

০৭ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি অনেক বিজ্ঞা লোক, অনেক গূঢ়তত্ত্ব জানা সত্ত্বেও এমন প্রশ্ন করলেন?

যাক প্রশ্ন করছেন তখন উত্তর দেওয়ার চেষ্ট করব... অনেকে অমরত্বে বিশ্বাস করে এবং বেশি ভাগ ভুলে থাকি হঠাৎ একদিন মৃত্যু হবে যদ্দরুন যাচ্ছেতাই করে।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কবিরা বর্তমান ধারার সাথে গা ভাসলেই সর্বনাশ ।
তাদের উচিত শক্তিশালী ভন্ডামি থেকে ভালো কিছু বের করা কিম্বা ঘৃণার বিদ্রোহ চালু করা ।

০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাকে কিছু বলে থাকলে আমার বুঝের উপর দিয়ে গিয়েছে।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কবিদের সম্পত্তি কমে না
কবিরা বিদ্রোহ করুক।
ঘৃণার বিরুদ্ধ আচরণ করুক ।

আপনাকে বলিনি ভাই । কবিকে বলেছি ।
অনেক অনেক ভালো থাকবেন ।

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ

৫| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০৫

সেডরিক বলেছেন: ভালো লিখেছেন। 8-|
আপনি কি জানেন, মিশরীয় ফারাও-রা আপনার লেখার শেষ লাইন মানতেন না :-*

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখনো মানে না এবং মানতে চায় না, কিন্তু তাদের মানা না মানায় মৃত্যু আত্মহত্যা করেনি।

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.