নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ফেকলুপার্টি

১৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৬



বাংলার টানে ব্লগিং শুরু করেছিলাম কিন্তু না শিখলাম বাংলা না হলাম ব্লগার। ফাঁকতালে কাকতালীয় অনেক ঘটনার নীরব সাক্ষী হয়েছি।

ব্লগে আসলে ছোট্ট পৃথিবী আরো ছোট্ট হয়। মাত্র কয়েকজন ব্লগার বাকিরা নকলনিক, মানে ফেকলুপার্টি।

ফ্যাল-ফ্যাল করে তাকিয়ে ফ্যাচাং দেখা ছাড়া কিচ্ছু করার নেই। মাঝেমাঝে মন আমাকে বলে, চল কোতোয়ালী থানায় যেয়ে ফৌজদারি মামলা করি। আমি তখন মনকে বলি, ঠাঠা গরম পানি শরীরে পুড়লে যে জলপূর্ণ ফোড়া হয়, ওটার নাম ফোসকা। মন তখন বলে, বুঝিছি, প্যারাসিটামল কয়েটা চিবালে বাতের ব্যথা কমবে।

এই হলো অস্থির পরিস্থির মোটামোটি অবস্থা। নিজেকে জাহির করার জন্য সবাই মহাব্যস্ত হলেও বাস্তবতা সত্যি দুঃখজনক।

চরাচরে কিছু আত্মা আছে যারা মৃত,
তাদের জীবন নেই, জীবনের জন্য ওরা বোঝ,
কিছু মৃত্যু আছে যাদের কারণ জীবলোক হয় জীবন্ত।

© Mohammed Abdulhaque

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

নকলের ভীড়ে আসল আত্নাও নকলের মত আচরণ করে।

১৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি তাকিয়ে থাকি, কাউকে চিনি না,
সবাই অচেনা, এমন হওয়ার কথা ছিল না।
© Mohammed Abdulhaque

২| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৫

এম ডি মুসা বলেছেন: ১৪ বছরের পর আবার দেখা গেছে, আমি পাঠক হিসেবে দেখতে আসি, তবে সময় সাপেক্ষ কম বাঁচাতে কবিতা কে নিয়েছি নয়তো গল্প বা সময় সাময়িক লিখতাম, আপনি নিয়মিত আসেন আশা করি বটবৃক্ষের মতো আমরা ছায়াতলে কিছু শেখার চেষ্টা করবো
একটি পুরানো বৃক্ষের ছায়ায়

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার জন্য দোয়া করি, আপনি সফল লেখক হবেন।

আমি চেষ্টা করব।

৩| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৬

সোনাগাজী বলেছেন:



আপনার হা-হুতাশ দেখে তো ভয় পেয়ে যাচ্ছি; লন্ডনের সাহিত্যে কি ভাটিতে?

আমারিকান ও কানাডিয়ানগুলো তো শক্ত আছে দেখছি।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাহিত্যের মাঠে সেই কবে ঠাঠা পড়েছে। পাঠকরা এখন টিকটকার।

আমি তবুও আমার বই কাজ করতে পারনি অন্যরা তাও পারে না।

৪| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৬

জ্যাকেল বলেছেন: মেডিটিয়েশন করেন ভাইসাহেব।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কী বা কে?

মেডিটিয়েশন করলে কী হবে?

Jackal

৫| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:



আপনি বলেছেন, "লেখক বলেছেন: সাহিত্যের মাঠে সেই কবে ঠাঠা পড়েছে। পাঠকরা এখন টিকটকার।
-সাহিত্যের পাঠকের অভাব নেই পশ্চিমে।

আমি চাঁদগাজী নিকে নিউইয়র্কের মানুষের এটাসেটা নিয়ে সামুতে মাঝে মাঝে লিখেছিলাম, পাঠকের অভাব হয়নি।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার পলাশমিঞা নিক খুব জনপ্রিয় ছিল, হয়তো এখনো আছে।

আপনার পোস্টে একটা মন্তব্য করেছি এখানেও বলছি, আপনি যা লিখেছিলেন তা অনেকের কাছে আনন্দদায়ক অথবা আর্কষণীয় ছিল হয়তো। লন্ডন নিয়ে লিখলে হয়তো অনেকে পড়বে।

আপনাকে একটা খুশির খবর দেই, গুগুপ্লেতে তিন মাসে প্রায় ৮৩৩ বই বিক্রি হয়েছে, (মাগ্না)



সকল বইয়ের সম্পাদনা শেষ হলে, আশা করি, সব মিলিয়ে এই বছরের শেষের দিকে এক লাখে যাওয়ার কথা, (আমার সাইট মিলিয়ে)

৬| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাদের সঠিক নাম নাই
তাদের কোন দাম নাই।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি ঠিক বলেছেন।

৭| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৬

সোবুজ বলেছেন: নাম দিয়া কাম কি।যে নামে সে লিখছে সেটাই তার নাম।মেয়ে বিয়ে দিবেন নাকি ছেলে বিয়ে করাবেন।যার নাম জানা প্রয়োজন সে ঠিকই জানছে।

৮| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মাত্র কয়েকজন ব্লগার বাকিরা নকলনিক, মানে ফেকলুপার্টি।


আপনার সাথে দ্বিমত পোষণ করলাম।
ব্লগে নিজের নাম ব্যবহার না করলেই সে ফেক হবে সেটা আপনার মতো পুরনো একজন ব্লাগর কি করে মনে করেন?

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি এই নিকে পোস্ট করেন, এটা আপনার নিক নেইম, ফেইক নিক নয়।

আমার সাথে একমত হতে হবে না।

৯| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: কে কি করলো সেটা আপনার দেখার দরকার নাই। আপনি মন দিয়ে লেখালেখি করে যান।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ

১০| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৩

অধীতি বলেছেন: ছদ্মনামে লেখালেখি করাতে আলাদা স্বাচ্ছন্দ্যবোধ আছে। আমার নাম আমার নিজের দেয়া না, বাপেরও দেয়া না, কোন একজন আল্লাহ ওয়ালার কাছে নিয়ে তার দেয়া নাম রেখেছে। স্নাতকে ওঠার পরে মনে হলো আমার কোন বাংলা নাম নেই,আবার এখন নাম পরিবর্তন করাও সম্ভব না। ব্লগে আর ফেবুকে তাই এই নাম ব্যবহার করি। এই নাম দিয়ে নতুন ভাবে পরিচিত হই সবার সাথে। শেষের পঙক্তিগুলো অসাধারণ।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখার সাথে সামঞ্জস্য রেখে দিয়েছিলাম, বইর নাই "বৃত্তে বৃত্তান্ত"

সবাই আমাকে ভুল বুঝে মন্তব্য করছেন। একজনের একাধিক নিক হলো আসল সমস্যা। এক নিকে বকা দিয়ে আরেক নিকে সমেবদনা প্রাকশ করে। আমি তাদের কথা বুঝিয়েছি।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অধীত [ adhīta ] বিণ. পড়া হয়েছে এমন; অধ্যয়ন করা হয়েছে এমন। [সং. অধি+ই+ত]। অধীতি বি. পাঠ, অধ্যয়ন। অধীতী বি. বিণ. 1 অধ্যয়নকারী; ছাত্র; 2 কৃতবিদ্যা।

১১| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৮

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, নজরুল, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরীর মতো লেখকেরাও ছদ্ম নামে লিখেছেন। তাই লিখার মাঠে নামের চাইতে লিখাটাকেই বড় বলে মনে কি যে কি লিখছি।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিকনেইম এবং ফেইকনিক দুই বিষয়।

আমার পলাশমিঞা নিক আমার চেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল এবং আমার খুব হিংসা হতো। পরে আমি বাদ দিয়েছি।

১২| ১৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:২৮

অধীতি বলেছেন: অধীতী ব্যবহার করতাম, পরে অনেকে বল্ল অধীতি দেখতে ভাল লাগে তাই চোখের শান্তিতে রাখা। ধন্যবাদ আপনাকে। এরকম একাধিক নিকের লোকজন আছে জানা ছিল না।

১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নামের বানান নিজের মত করে লেখা যায়।

নিকের পিছনে কে তা যদিও জানা নিষ্প্রয়োজন তারপরেও জানা থাকা ভালো। নারী নিক দিয়ে কাবু করে নর নিক দিয়ে কাহিল করে। মানে যাচ্ছেতাই কারবার।

১৩| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন লেখার কারনে ছদ্দ নিকের
লেখকরা গালি খায় তখন তার
অনুভূতিতে লাগেনা।
মনে করে তাকে কান
ধরে দাড় করিয়ে রেখেছে
কিন্তু অপমান করতে পারেনি!

১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওরা আসলে মানসিক বিকারগ্রস্ত।

১৪| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্য নামে লিখলে যা খুশি লেখা যায়; মানে স্বাধীনতা আছে। এজন্যই হয়ত অনেকে এমন ব্যবহার করে।

১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা ঠিক এবং যে কেউ তা করতে পারে। কিন্তু নকলনিক হলো, যারা একাধিক নিক বানিয়ে ঝামেলা করে, যা পড়লে বা শুনলে অন্যের মেজাজ গরম হয় তা করে, আমি তাদের কথা বুঝিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.