নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

হতোস্মি!

১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০



হতোস্মি!

আমি আশৈশবের আলাভোলা। আমার কথায় কান দিলে চিলে কান নিয়ে যাবে। তো যাক সার কথায় আসি। দেশে কী হচ্ছে জানতে চাইলে আমার মাথায় খিলি মারে এবং আমি আউলা ঝাউলা হয়ে যাই। আমি পরখ করে দেখেছি, দেশে এখন সুশীল এবং অশ্লীল মিলে আস্ফালনের কেলিকলহ চলছে। তাই সত্যাসত্যের অর্থ বুঝতে এত দেরি হচ্ছে। মনে রাখতে হবে, কর্মফল ভোগ করতে হয়। হাত পেতে বসে থাকলে পাতে ভাত আসে না। দুহাতে মাথা চাপড়ালে বিপদ আপদ দূর হবে না। মানুষ অত্যন্ত হিংস্র। কামান্ধের সামনে শিশুরা পর্যন্ত নিরাপদ নয়। স্বার্থান্ধের সামনে সম্মান এবং সম্পদ নিরাপদ নয়। তাই নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হয়।

আমি বিশ্বাস করি কিছু লিখতে পেরেছি।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০

নীলসাধু বলেছেন: কি খবর আপনার?
আছেন কিরাম?

১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি, আপনার খবর কী?

লেখালেখি কইরা আমি পাতিল খালি কইরা ফালাইছি :((

২| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১১

নীলসাধু বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি।

পাতিল খালি হইলে আবার রান্না বসান। খানাদানা চলবে। মসলাপাতির অভাব নাই।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাই করতে হবে, তবে এবার কাজ করে, লেখালেখি শিকে তুলতে হবে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৯

কামাল১৮ বলেছেন: আপনার আধ্যাত্মিক লেখাই ভালো।ঐ খানেই থাকেন।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

সমস্যা হলো, দেহের সাথে আত্মা সম্পৃক্ত।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:০৫

সোনাগাজী বলেছেন:



লোকজন কি বলছেন, ঋষি সুনাক কেমন করছেন?

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দলে ঝামেলা হচ্ছে, তা আমি আগেই বলেছিলাম, আরো সমস্যা হবে।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:০৬

সোনাগাজী বলেছেন:



আপার শহরের সবচয়ে ব্যস্ত বাংগালী কোন জন?

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি নিরুত্তর। মেয়র, এমপি কাউন্সেলর সবাই দেশি!

৬| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: ভালো। খুব ভালো।

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালো।

৭| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: আমি বিশ্বাস করি কিছু লিখতে পেরেছি - জ্বী পেরেছেন।
কর্মফল ভোগ করতে হয় - অবশ্যই, অতি সত্য কথা।
নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হয় - এটাও তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.